জানুয়ারী 2023

জোশ পরিষেবার শর্তাদি

জোশের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানানো হচ্ছে। জোশ উপস্থাপন করেছে ভার্সে ইনোভেশন প্রাইভেট লিমিটেড, যার নিবন্ধীত ঠিকানা হেলিওস বিজনেস পার্ক, ইলেভেনথ ফ্লোর, ই উইং, হেলিওস বিজনেস পার্ক, আউটার রিং রোড, কাড়ুবিসানাহাল্লি, বেঙ্গালুরু - 560103,  কর্ণাটক, ভারত। (“ভার্সে”, “আমরা”, “আমাদিগকে”, “আমাদের” অথবা “জোশ”)। আমাদের পরিষেবা প্রদান এবং তার প্রচারণার ব্র্যান্ড হ’ল জোশ। ভবিষ্যতে (“পরিষেবাদি” ও “প্ল্যাটফর্ম” সহ একত্রে) মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ সংস্করণ অথবা অন্য কোন প্রণালী বা মাধ্যমে উপলব্ধ সংস্করণ ডাউনলোড, ইনস্টল ও ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই এই নিয়ম ও শর্তাবলী পড়ে ও বুঝে নিতে হবে। এইসব নিয়ম ও শর্তাবলীর প্রসঙ্গে ভার্সে তার সহায়ক সংস্থা, অধিভূক্ত সংস্থা, মূল সংস্থা এবং সহ প্রতিষ্ঠান সহ একত্রে প্রতীয়মান হবে। আপনি নিবন্ধীত ব্যবহারকারী অথবা আগন্তুক হওয়া নির্বিশেষে এইসব পরিষেবার শর্তাদি, গোপনীয়তা নীতি তথা কমিউনিটি নির্দেশিকা ও অন্যান্য প্রযোজ্য আইন ও প্রবিধানসমূহ (“আইনের পরিভাষা” অথবা “পরিভাষা” সহ একত্রে) আপনার প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহারের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে (অর্থাৎ আপনি সহজে ও স্বচ্ছন্দে মোবাইল কিংবা কম্পিউটার জাতীয় অন্যান্য ডিভাইস অথবা অন্য কোন অনুসঙ্গে নিবন্ধীত না হয়েও স্বচ্ছন্দে এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করতে পারবেন)।  

আপনি এই যে চুক্তির শর্তাবলী (“শর্তাবলী”) পড়ছেন, সেটি 2000 সালের তথ্য প্রযুক্তি আইন অনুষঙ্গে প্রকাশিত হয়েছে এবং 2000 সালের তথ্য ও প্রযুক্তি আইন ও তথ্য প্রযুক্তি (যুক্তিসঙ্গত সুরক্ষা অনুশীলন ও প্রযোজনা ছাড়াও সংবেদনশীল ব্যক্তিগত তথ্যাদি ও খোঁজখবর) আইন, 2011 এবং তথ্য প্রযুক্তি (মধ্যস্থতা সম্পর্কিত নির্দেশিকা ও ডিজিট্যাল মিডিয়া এথিক্স কোড) অধিনিয়ম, 2021 সহ প্রযোজ্য পরিবর্তন সাপেক্ষে আপনার ও আমাদের মধ্যেকার সম্পর্কের নিয়ামক ও নিয়ন্ত্রণকারী হিসেবে একটি চুক্তিপত্রের মতো কাজ করে এবং সেইসব নিয়মাবলীর সূচনা করে যার সাপেক্ষে আপনি প্রাসঙ্গিক ওয়েবসাইটসমূহ, পরিষেবাদি, অ্যাপ্লিকেশনস, প্রোডাক্টস ও বিষয়বস্তুসমূহ (একত্রে “পরিষেবাদি”) সহ আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ ও তার ব্যবহার করতে পারবেন।

এই প্ল্যাটফর্মে এলে, ব্যবহার করলে কিংবা ডাউনলোড করলে আপনি এইসব নিয়মাবলীকে মেনে চলতে বাধ্য থাকছেন মনে করা হবে।

1. সাধারন

  1. জোশ একটি অনন্য পর্যায়ের মোবাইল ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন যা আপনাকে বিষয়বস্তু দেখতে, তৈরী করতে এবং শেয়ার করা মঞ্জুর করে (“বিষয়বস্তু”)।
  2. এই চুক্তিপত্রের প্রসঙ্গে ভার্সে সংক্রান্ত যে কোন প্রসঙ্গ তার সহায়ক সংস্থা, অধিভূক্ত সংস্থা, মূল সংস্থা এবং সহ প্রতিষ্ঠান সহ একত্রে সূচীত হবে।
  3. “আপনি”, “আপনার”, “ব্যবহারকারী” ও “ব্যবহারকারীগণ”, এই পারিভাষিক শব্দাবলী আপনার প্রসঙ্গে ও পূর্বাপর সম্বন্ধে ব্যবহৃত হবে।
  4. আপনি নিবন্ধীত ব্যবহারকারী অথবা আগন্তুক হওয়া নির্বিশেষে এইসব পরিষেবার শর্তাদি, গোপনীয়তা নীতি তথা কমিউনিটি নির্দেশিকা ও অন্যান্য প্রযোজ্য আইন ও প্রবিধানসমূহ আপনার প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহারের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে (অর্থাৎ আপনি সহজে ও স্বচ্ছন্দে মোবাইল কিংবা কম্পিউটার জাতীয় অন্যান্য ডিভাইস অথবা অন্য কোন অনুসঙ্গে নিবন্ধীত না হয়েও স্বচ্ছন্দে এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করতে পারবেন)।
  5. এতদ্বারা ভার্সে আপনাকে একটি সাধারন, স্থানান্তর অযোগ্য এবং সীমায়িত অনুজ্ঞাপত্রের মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট, পোর্টেবল ইন্টারনেট ডিভাইসসমূহতে অথবা ভবিষ্যতে উদ্বর্তিত অন্য কোন প্রযুক্তি/প্রণালী/মাধ্যমে এই প্ল্যাটফর্মে প্রবেশ ও তার ব্যবহার অনুমোদন করছে।
  6. এই প্ল্যাটফর্মে প্রবেশ এবং/অথবা ব্যবহার করা এবং নিজের একটি ইউজার প্রোফাইল অ্যাকাউন্ট (“অ্যাকাউন্ট”) খোলার পরিপ্রেক্ষিতে আপনি এইসব শর্তাবলী পড়ে, স্বীকৃত হয়ে তবেই নিস্পাদন করেছেন, এবং এই সম্পর্কিত শর্তাদি মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক হবে।

2. বিবিধ সংজ্ঞা

  1. “গোপনীয় তথ্যাদি” বলতে যে কোন তথ্যাদি বোঝায়, যার অন্তর্ভূক্ত হ’ল প্রক্রিয়া, পদ্ধতি, প্রণালী, ব্যবসায়িক তথ্যাদি, প্রযুক্তিগত তথ্যাদি এবং বিক্রয় সংক্রান্ত তথ্যাদি, গ্রাহক সংক্রান্ত তথ্যাদি (যদিও তাতেই সীমায়ত নয়) এবং যেটি ভার্সে গোপণীয় বলে মনে করে এবং যা কোন ভাবে ব্যবহারকারীর কাছে প্রকাশ করা হয়েছে।
  2. “মেধা সম্পত্তি” বলতে যে কোন উদ্ভাবন, সৃজন, কাজ, অ্যালগারিদম, সোর্স কোড, অবজেক্ট কোড অথবা অন্যান্য কোড, ডিজাইন, গোপনীয় তথ্যাদি, উৎপাদন প্রভৃতি অধিকৃত সামগ্রী বা ধারনা বোঝায় যেটি পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেডসিক্রেট অথবা অন্য কোন ধরণের মেধা সম্পত্তির অভিধা পাবার যোগ্য।
  3. “বিষয়বস্তু” বলতে যে কোন অথবা যাবতীয় (যদিও তাতেই সীমায়িত নয়) ভিডিও, ছবি, মন্তব্য ও বিজ্ঞাপন সহ সমস্ত প্রদর্শিত বস্তু/কাজ বোঝায়।

3. নিয়মাবলী ও যোগ্যতার স্বীকৃতি

3.1 নিয়মাবলীর স্বীকৃতি

  1. ডাউনলোড, ইনস্টল, প্ল্যাটফর্মে যাওয়া অথবা সেখানে ব্রাউজ করা (যদিও তাতেই সীমায়িত নয়) সহ এবং/অথবা কোন ভাবে এই পরিষেবাটি ব্যবহার করার জন্য নিবন্ধন করে আপনি এখানে অন্তর্ভূক্ত এবং অন্য সমস্ত চালনাকারী নিয়ম, নীতি ও পদ্ধতি সম্পর্কিত যাবতীয় নিয়ম সম্পর্কে সন্মত হচ্ছেন যেটি এই প্ল্যাটফর্মে ভার্সে বিভিন্ন সময়ে প্রকাশ করবে, যার প্রতিটি প্রসঙ্গ ভিত্তিতে নিগমবদ্ধ এবং আপনাকে আগাম বিজ্ঞপ্তি না দিয়েই ভার্সে যার প্রতিটিকে নানাসময়ে নীচে উল্লেখিত শর্ত 22 অধীনে “নিয়মাবলীর পরিবর্তন” প্রসঙ্গে আপডেট করতে পারবে।
  2. কোন সংস্থা, কোম্পানি অথবা সরকারী শাখা হবার ক্ষেত্রে নিজ প্রাধিকার বলে আইনসিদ্ধ ভাবে আপনার সংস্থা অথবা কোম্পানির পক্ষে আপনার ভূমিকা প্রতিনিধিত্বমূলক ও নিশ্চয়তাজ্ঞাপক হবে এবং আপনার সংস্থা অথবা কোম্পানি এইসব নিয়মাবলী সংশ্লিষ্ট বাধ্যবাধকতা ও সীমাবদ্ধতাকে মান্যতা দেবে। এখানে যে কোন ও যাবতীয় প্রসঙ্গক্রমে “আপনি” ও “আপনার” শব্দ দু’টি আপনার সংস্থা অথবা কোম্পানির প্রসঙ্গে অন্তর্ভূক্ত থাকবে।
  3. এই প্ল্যাটফর্মে যে সব ব্যবহারকারী বিষয়বস্ত,‌ তথ্যাদি এবং অন্যান্য যাবতীয় উপাদান ও পরিষেবা (যদিও তাতেই সীমায়িত নয়) দেন, ব্যক্তিগত ভিত্তিতে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীগণ এবং এই প্ল্যাটফর্মে যে সব ব্যবহারকারীর নিজস্ব একটি পেজ আছে, সেইসব যাবতীয় ব্যবহারকারীদের সম্পর্কে এই চুক্তিপত্রটি প্রযোজ্য হবে।
  4. তার সাথে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রস্তাবিত কিছু পরিষেবাদি বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট ভার্সে দ্বারা সুনির্দিষ্ট অতিরিক্ত কিছু নিয়ম ও শর্তাবলীর অধীন হতে পারে; আপনার দ্বারা এই ধরনের পরিষেবার ব্যবহার এইসব অতিরিক্ত নিয়ম ও শর্তাবলী সাপেক্ষ যা এই প্রসঙ্গে এই চুক্তিপত্রের অন্তর্ভূক্ত হ’লো।

 3.2 যোগ্যতা

  1. এই প্ল্যাটফর্মের প্রাপ্যতা ও ব্যবহার সবার জন্য অবারিত যদি কেউ এই চুক্তিপত্রটিকে আইনানুগ ভাবে মেনে চলেন এবং ভারতীয় চুক্তি আইন, 1872 অনুযায়ী যাকে অযোগ্য অথবা অনুপযুক্ত ঘোষণা করা হয় নি। আপনি অপ্রাপ্তবয়স্ক হ’লে অর্থাৎ আপনার বয়স 18 বছরের কম হ’লে আপনাকে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী হিসাবে নিবন্ধীত করা যাবে না এবং আপনার পক্ষে এই এই প্ল্যাটফর্মের প্রাপ্যতা ও ব্যবহার সম্ভব হবে না। এইজন অপ্রাপ্তবয়স্ক হিসাবে আপনি যদি এই প্ল্যাটফর্মে ঢুকতে ও ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার বৈধ অভিভাবক অথবা বাবা/মার সহায়তায় তা করতে পারেন।
  2. এই প্ল্যাটফর্ম সম্পর্কে এই ধরনের অনধিকার প্রবেশ ও ব্যবহার লক্ষ্য করা গেলে অথবা ব্যবহারকারীর বয়স 18 বছরের কম জানা গেলে এই প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার বন্ধ করে দেওয়া এবং/অথবা প্রত্যাখ্যান করার অধিকার ভার্সে দ্বারা সংরক্ষিত।
  3. আপনার অ্যাকাউন্ট ইতোপূর্বে আমাদের নিয়মাবলী অমান্য ও নীতিভঙ্গ করার অপরাধে আগে কখনো অচল করে দেওয়া হয় নি; এবং
  4. আপনি এইসব নিয়মকানুন সহ যাবতীয় প্রযোজ্য দেশীয় ও আন্তর্দেশীয় আইন ও প্রবিধান সম্পর্কে অনুবর্তী থাকবেন।

4. আপনার অ্যাকাউন্ট, ব্যবহারকারীর তথ্য ও পেইড গ্রাহকদের ইউজার চার্জেস

4.1 আপনার অ্যাকাউন্ট এবং ব্যবহারকারীর তথ্য : আপনি বুঝেছেন যে কেবলমাত্র প্রয়োজনীয় লগ ইন প্রক্রিয়া সম্পন্ন করার পরই আপনি এই প্ল্যাটফর্মে বিষয়বস্তু সৃজন করতে সমর্থ হবেন এবং শুধুমাত্র প্ল্যাটফর্মটি ডাউনলোড করলেই এডিটিং টুল আপনার প্রাপ্য হবে না। আপনি সহমত যে, এই প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট তৈরী করার জন্য আপনি যে তথ্যাদি দিয়েছেন সেটি আইনানুগ, বৈধ, নির্ভুল, আপ-টু-ডেট এবং শুধুমাত্র আপনারই সম্পর্কিত যা ভার্সে যাচাই করতেও পারে। আপনার নিজস্ব বিবরণ এবং আমাদের কাছে সরবরাহ করা অন্য যে কোন তথ্য বজায় রাখা ও দ্রুততার সাথে আপডেট করাটা এইজাতীয় তথ্যাদিকে সাম্প্রতিকতম ও সম্পূর্ণ রাখার জন্য গুরুত্বপূর্ণ।

আপনার অ্যাকাউন্টের অধীনে যে কোন সক্রিয়তার জন্য একমাত্র আপনি দায়ী হবেন, এটি আপনি স্বীকার করছেন। অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখুন এবং কঠোরভাবে শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করুন।

আপনি যদি এইসব নিয়মাবলীর অধীনে কোন একটি প্রবিধান মেনে চলতে অসমর্থ হন অথবা আপনার অ্যাকাউন্টের কাজকর্ম আমাদের একান্ত বিবেচনায় আমাদের পরিষেবাদির পক্ষে ক্ষতিকর কিংবা অসমীচীন মনে হয়, কিংবা কোন তৃতীয়পক্ষের অধিকার কিংবা প্রযোজ্য আইন বা তার অনুশাসন মানতে না পারেন, সেক্ষেত্রে যে কোন সময় আপনার ইউজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া অথবা আপনার আপলোড অথবা শেয়ার করা যে কোন বিষয়বস্তু সরিয়ে দেবার অধিকার আমাদের দ্বারা সংরক্ষিত থাকবে। আপনার কোন আবেদন থাকলে নিজের সপক্ষে সত্যনিষ্ঠ, স্পষ্ট ও বৈধ যুক্তি পেশ করার জন্য আমাদের সাথে grievance.officer@myjosh.in মাধ্যমে যোগাযোগ করুন।

4.2 পেইড গ্রাহকনামা : আমরা এইসব এবং অন্যান্য যথাযথ নিয়ম ও শর্তাবলী পালনে ব্যবহারকারীর স্বীকৃতি সাপেক্ষে কিছু সুনির্দিষ্ট বিকল্প প্রস্তাব পেশ করতে পারি। ব্যবহারকারীর স্বীকৃতি সাপেক্ষে ব্যবহারকারীর বেছে নেওয়া কিছু সুনির্দিষ্ট বিকল্প পরিষেবার ভিত্তিতে গ্রাহকনামা এবং/অথবা সদস্য ফি ধার্য করার অধিকার আমাদের দ্বারা সংরক্ষিত। কোন গ্রাহকনামা ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ও সঠিক পেমেন্ট সহ পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার/পেমেন্ট সিস্টেম প্রসেসরের চাহিদা মতো অন্যান্য তথ্যাদি আমাদের সরবরাহ করতে হবে। পেমেন্ট ডিটেল দাখিল করার মাধ্যমে আপনি নিজেকে গ্রাহকনামা ক্রয়ের অধিকারী হিসাবে প্রতিষ্ঠিত করছেন। আমরা যদি পেমেন্ট সংক্রান্ত অনুমোদন না পাই অথবা কোন একটি অনুমোদন পরবর্তী সময়ে বাতিল হয়ে যায়, তাহলে আমরা অবিলম্বে আমাদের এই প্ল্যাটফর্মের গ্রাহকনামা নির্ভর পরিষেবা উপভোগের জন্য আপনার প্রবেশাধিকার সমাপ্ত অথবা স্থগিত করে দিতে পারি। আমরা ব্যবহারকারীদের কাছ থেকে গ্রাহকনামা নির্ভর পরিষেবাদি ও জোস জেমস রিওয়ার্ড প্রোগ্রামের জন্য পেমেন্ট সংগ্রহের জন্য থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ও পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের পরিষেবা গ্রহণ করি।

5. জোশ জেমস অ্যান্ড রিওয়ার্ডস

ব্যবহারকারীদের কাছে উপলব্ধ করার উদ্দেশ্যে জোশ (“প্ল্যাটফর্ম”) উপস্থাপন করছে  জোশ রিওয়ার্ডস প্রোগ্রাম (“দ্য প্রোগ্রাম”)। এটি সেইসব নিবন্ধীত পরিষেবা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত যারা এই প্ল্যাটফর্মের নিয়মাবলীর 3 নং ধারা অনুযায়ী যোগ্যতাসম্পন্ন। 18 বছরের কমবয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে এই প্রোগ্রাম ব্যবহারের জন্য অবশ্যই বাবা-মা অথবা আইনানুগ অভিভাবকদের অনুমতি দরকার হবে।    

জোশ নিজ ব্যবহারকারীদের নিয়মিত ও ক্রমাগত জোশ প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য নানা প্রকারের লয়্যালিটি পয়েন্ট প্রদানের প্রস্তাব রেখেছে। জোশ প্ল্যাটফর্মে বিভিন্ন ক্রিয়াকর্ম/সক্রিয়তা সম্পাদনের জন্য এই লয়্যালিটি পয়েন্ট দেওয়া হয়। যে কোন ব্যবহারকারী তার প্রোফাইলটি সম্পূর্ণ করলে, কোন বিষয়বস্তু লাইক করলে, কোন বন্ধুকে রেফার করলে এবং জোশ সুনির্দিষ্ট পন্থায় প্ল্যাটফর্মে সময় নির্বাহ করলে লয়্যালিটি পয়েন্ট (“জোশ জেমস”) পাবেন। এই প্ল্যাটফর্মে সম্পাদিত প্রতিটি সক্রিয়তার জন্য ব্যবহারকারীদের জোশ জেমস দেওয়া হবে। প্রোগ্রামের নীতি অনুসারে আকৃতিদান সাধ্য ও পরিবর্তনশীল কিছু বিষয়ের উপর জোশ জেমসের মূল্য  নির্ভর করে। বিশুদ্ধভাবে প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহার সাপেক্ষে জোশ জেমস দেওয়া হয় এবং শুধুমাত্র জোশ প্ল্যাটফর্ম থেকেই জোশ জেমস কেনা যায় এবং প্রযোজ্য আইন অনুযায়ী থার্ড পার্টি পেমেন্ট এগ্রিগেটর দ্বারা যাবতীয় পেমেন্ট প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।  

ব্যবহারকারীদের সক্রিয়তার সমানুপাতিক পয়েন্ট সহ কোন একটি অথবা এই ধরণের জোশ জেমস সংগ্রহের কোন একটির বা এই ধরনের যে কোন একটির জমা হওয়ার পদ্ধতির পরিবর্তন করার অধিকার জোশ তার একান্ত বিবেচনাক্রমে সংরক্ষিত রেখেছে। তাছাড়াও, যে কোন ব্যবহারকারীকে বাতিল করার অধিকারও জোশ সংরক্ষিত রেখেছে যেই ব্যক্তি প্রস্তাবের শর্ত অনুযায়ী উপযূক্ত নয়, অথবা প্রস্তাবের অপব্যবহার অথবা জালিয়াতি অথবা সন্দেহজনক লেনদেন/সক্রিয়তায় জড়িত হয়েছেন অথবা কোন পয়েন্ট প্রাপ্তির ক্ষেত্রে আইন সংক্রান্ত অথবা প্রযোজ্য আইন ও তার প্রবিধান অনুযায়ী সঠিক অবস্থান রক্ষা করছেন না। অধিকন্তু, জোশ তার একান্ত বিবেচনাক্রমে যে কোন সময়ে (জোশ জেমস) বন্ধ করা, পরিবর্তন করা অথবা সংশ্লিষ্ট পয়েন্ট সংগ্রহের নতুন ধরণের প্রস্তাব প্রবর্তন করার অধিকার সংরক্ষিত রেখেছে। তাছাড়াও, জোশ তার একান্ত ইচ্ছানুসারে জোশ জেমস সংক্রান্ত মেয়াদ ও সময়সীমা পরিবর্তন করতে পারে।

জোশ জেমস

কারা জোশ জেমস কিনতে ও বেচতে পারবে?

  • আমাদের পরিষেবা গ্রহণকারীদের মধ্যে যাদের বয়স 18 বছর বা তার বেশি, তারাই  আমাদের কাছ থেকে অনুমোদিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে এবং পেমেন্ট প্রোভাইডারদের মাধ্যমে উপলব্ধতা ও আমাদের অনুমোদন ক্রমে ভার্চুয়াল “জোশ জেমস” (“জেমস”) কেনার অধিকারী হবেন।

প্রোগ্রামটি কাদের কাছে উপলব্ধ হতে পারে?

  • 18 বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের কাছে এই প্রোগ্রাম উপলব্ধ হতে পারে।
  • ব্যবহারকারীরা শুধুমাত্র জোশ জেমস অর্জন করতে এবং অন্য ব্যবহারকারীদের জেমস উপহার দিতে পারবেন, উপহার হিসাবে জেমস গ্রহণ করতেপারবেন এবং তাদের বয়স 18 বছর বা তার বেশি হ’লে জেমস তুলে নিতে পারবেন।

বিভিন্ন সময়ে আমরা নিম্নবর্নিত প্রোডাক্ট ও ইনসেনটিভ আমাদের প্ল্যাটফর্মে আপনার জন্য উপলব্ধ করতে পারি।

জেমস অর্জন করা ও কেনা

  • কেনার সময় জোশ জেমসের মূল্য প্রদর্শিত হবে। সমস্ত খরচ ও জোশ সংক্রান্ত পেমেন্ট ভারতীয় মুদ্রায় করা হবে যা প্রাসঙ্গিক পেমেন্ট পদ্ধতি এবং পেমেন্ট অ্যাগ্রিগেশন সার্ভিস প্রোভাইডারের কাছে উপলব্ধ বিকল্প অনুসারে কেনার সময় সুনির্দিষ্ট করে দেওয়া হবে।
  • আপনার কেনা জোশ জেমস সম্পর্কে যাবতীয় দায়িত্ব আপনার হবে। আপনার কেনাকাটা সম্পূর্ণ হয়ে গেলেই আপনার ইউজার অ্যাকাউন্টে জোশ জেমস ক্রেডিট হয়ে যাবে, এবং কোন অনুরোধক্রমেই মূল্য ফেরত করা হবে না।
  • কেনাকাটা প্রসঙ্গে কোন পরিবর্তন করতে চাইলে অনুগ্রহ করে নীচে বর্ণিত ইমেল ঠিকানায় যোগাযোগ করুন। এই পরিবর্তন করা সম্ভব কিনা সেটা আমরা জানিয়ে দেবো। অনুগ্রহ করে অবগত হবেন কোন পরিবর্তন সাপেক্ষে আপনার কেনাকাটা সংক্রান্ত মূল্য ও অন্যান্য বিষয় প্রভাবিত হতে পারে। যাইহোক, আপনি জেমস কেনার প্রসঙ্গে স্বীকৃত ও সহমত হচ্ছেন যে কেনা হয়ে গেলেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে জেমস পাঠানোর উপক্রম করবো। এই সময়টাতে আপনার কেনাকাটার চুক্তি বাতিল অথবা প্রত্যাহার করার অধিকার থাকবে না।

আপনি কিভাবে জেমস ব্যবহার করতে পারবেন?

  • জেমস বিনিময় করে ভাউচার/ডিসকাউন্ট কুপন কেনা যাবে। নগদ, অথবা লিগাল টেন্ডার, মুদ্রা, প্রশাসনিক অঞ্চল বা কোন রাজনৈতিক অস্তিত্ব অথবা অন্য কোন ধরনের ক্রেডিট কেনা যাবে না।
  • জেমস শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মেই এবং আমাদের পরিষেবার অংশ হিসাবে ব্যবহৃত হতে পারে এবং আমাদের মনোনীত হওয়া ব্যতীত অন্যান্য প্রমোশন, কুপন, ডিসকাউন্ট বা বিশেষ অফার প্রসঙ্গে একত্রীত অথবা ব্যবহার করা যাবে না।
  • আমাদের সুস্পষ্ট ও লিখিত অনুমোদন ছাড়া অন্য কোন ব্যবহারকারী অথবা তৃতীয় পক্ষের কাছে কোন জেমস আরোপিত অথবা স্থানান্তর করা যাবে না।  আমরা ছাড়া জেমস সংক্রান্ত বিক্রয়, বিনিময়, বরাদ্দ অথবা অন্য ধরনের বন্দোবস্ত আর কারও পক্ষ থেকে করা স্পষ্টভাবে নিষিদ্ধ।
  • অর্জিত জেমস কোন সম্পত্তি নয় এবং তা (a) অধিকারীর মৃত্যু; (b) গার্হস্থ্য সম্পর্ক সংশ্লিষ্ট বিচারে; অথবা (c) পক্ষান্তরে আইনি ক্রিয়ার মাধ্যমে হস্তান্তরযোগ্য নয়।
  • আমাদের স্পষ্ট লিখিত সন্মতি ছাড়া কোন জেমস বরাদ্দ, বিক্রি কিংবা পক্ষান্তরে স্থানান্তর করা হলে তা অকার্যকর হবে। এই পরিষেবার কোন ব্যবহারকারী যদি এই নিষেধাজ্ঞা ভঙ্গ করেন তাহলে আমরা তার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি, তার অ্যাকাউন্ট থেকে জেমস বাজেয়াপ্ত করতে পারি, এবং/অথবা ক্ষয়ক্ষতির দায়, মামলা ও লেনদেনের খরচ বহণ করতে হতে পারে।  
  • কোন কারণে একজন ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেই লোন ব্যবহারকারীর সংগৃহীত যাবতীয় জেমস নিজে থেকেই তামাদি হয়ে যাবে।
  • আমরা যদি যৌক্তিক কারণে বিশ্বাস করি যে আপনার দ্বারা আইন, নিরাপত্তা অথবা প্রযুক্তিগত নীতি লঙ্ঘন জনিত প্রযোজ্য আইন অথবা বিধিনিয়ম ভঙ্গ হয়েছে সেক্ষেত্রে বৈধ কারনের পরিপ্রেক্ষিতে জেমস সংক্রান্ত ব্যবস্থাপনা, নিয়মাধীন, নিয়ন্ত্রণ, পরিবর্তন এবং/অথবা বাদ দেবার অধিকার আমাদের রয়েছে এবং এই অধিকার চর্চার ফলে আপনার উপরে যে প্রভাব পড়বে সে সম্পর্কে আমরা কোনভাবে দায়ী হবো না তার জন্য আপনি সন্মত হচ্ছেন। যদি আমরা কখনো আমাদের পরিষেবাদির থেকে জেমস বাদ দিয়ে দিই, তা করার আগে আমরা আপনাকে যথাযথ ভাবে বিজ্ঞপ্তি জারি করবো।
  • কোন প্রাপ্য বিষয়বস্তু প্রসঙ্গে অন্য কোন ব্যবহারকারী (“বিষয়বস্তু সরবরাহকারী”) দ্বারা আপলোড করা বা প্রদর্শিত কোন বিষয়বস্তুর মান নির্দেশ অথবা আপনার প্রশংসা ব্যক্ত করার জন্য আপনি জেমস ব্যবহার করতে পারেন।
  • এই পরিষেবায় জেমস পাঠাবার কার্যপ্রণালী উপলব্ধ থাকলে আপনি কোন ব্যবহারকারীর বিষয়বস্তুর নীচে থাকা “গিভ জেমস” বাটন ক্লিক করে জন্য সেই বিষয়বস্তুটির জন্য জেমস দিতে পারেন।
  • আপনি যখন ব্যবহারকারীর বিষয়বস্তু সমূহের কোন একটি আইটেমের জন্য জেমস দিচ্ছেন, সেই পরিমান জেমস আপনার অ্যাকাউন্ট থেকে বাদ হয়ে যাবে ও বিষয়বস্তু সরবরাহকারীর অ্যাকাউন্টে সেই জেমস জমা হবে।
  • অনুগ্রহ করে লক্ষ্য করুন, আপনি যখন অন্য কোন ব্যবহারকারীকে জেমস দিচ্ছেন আপনি সেটা (জেমস প্রাপক সহ) জনসমক্ষে করছেন। তাই আপনার নাম, ইউহার আইডি, এবং আপনার দেওয়া জেমসের বিবরণ এই পরিষেবার অন্য ব্যবহারকারীরা দেখতে পাবেন।
  • জোশ জেমস কেনা হয়ে গেলে কোন মূল্য প্রত্যর্পণ অথবা চার্জ ব্যাক করা যাবে না।

কুপন

কুপন কারা কিনতে পারবেন?

আমাদের পরিষেবা ব্যবহারকারীদের বয়স 18 বছর বা তার বেশি হ’লেই তারা ডিসকাউন্ট কুপনের জন্য জেমস বিনিময় করে আমাদের অনুমোদিত ভেন্ডরদের কাছ থেকে কুপন (“কুপনস”) কিনতে পারবেন।

কুপন কেনা

  • প্রয়োজন অনুসারে আপনার পক্ষে প্রযোজ্য আইন অনুযায়ী কর প্রকাশিত মূল্যের অন্তর্ভূক্ত থাকবে। যদি কোন কুপন পণ্য ও পরিষেবা কর ( “GST”) অধীন হওয়া সত্ত্বেও আপনি বিক্রেতাকে প্রযোজ্য জিএসটি না দিয়ে থাকেন সেক্ষেত্রে এইজাতীয় প্রাসঙ্গিক কর সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে জিএসটি কিংবা সংশ্লিষ্ট জরিমানা বা সুদ দেবার জন্য আপনি দায়ী থাকবেন।
  • আমরা একান্ত নিজেদের বিবেচনাক্রমে উপযুক্ত বোধে এই ধরণের বিনিময়ের হারের ব্যবস্থাপনা, নিয়ম নির্ধারণ, নিয়ন্ত্রণ, পরিবর্তন এবং/অথবা বাদ দেওয়ার জন্য চূড়ান্ত অধিকারপ্রাপ্ত এটা আপনি সাধারন অথবা সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে স্বীকার করছেন।  এবং এই অধিকার চর্চার ক্ষেত্রে আমরা কোনভাবে আপনার কাছে দায়বদ্ধ থাকবো না।
  • আপনি যদি আপনার কুপন ক্রয় প্রসঙ্গে অদলবদল করতে চান সেক্ষেত্রে কোম্পানির সরবরাহকৃত কুপন কোড নীতি প্রযোজ্য হবে।
  • এই নিয়মাবলীতে পক্ষান্তরে অন্য কিছু বলা না থাকলে সমস্ত কুপনের বিক্রিই বৈধ, এবং কোন ক্রয় করা কুপনের মূল্য ফেরত দেওয়া হয় না। আপনি যখন জেমসের পরিবর্তে কুপন নিচ্ছেন, সেই সংখ্যক জেমস আপনার ইউজার অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে কুপন খাতে যোগ করা হবে।
  • কুপনকে জেমস অথবা নগদে বদলানো যাবে না অথবা কোন কারণেই তার মূল্য ফেরত অথবা মূল্য পরিশোধ করা যাবে না।
  • কোন ব্যবহারকারীর বদলানো বা গৃহীত কুপন কিন্তু সম্পত্তি নিহাবে গণ্য করা যাবে না এবং এটি : (a) অধিকারীর মৃত্যু; (b) গার্হস্থ্য সম্পর্ক সংশ্লিষ্ট বিচারে; অথবা (c) পক্ষান্তরে আইনি ক্রিয়ার মাধ্যমে হস্তান্তরযোগ্য নয়।
  • অতীতে বিনিময় হওয়া অথবা পাওয়া কোন কুপন যদি কোন ব্যবহারকারীর কাছে বিকৃত অথবা ক্ষতিগ্রস্থ হয়ে থাকে তবে আমাদের একান্ত ইচ্ছানুসারে ও বিবেচনা অনুযায়ী আমরা সেটি প্রতিস্থাপন করতে পারি।
  • কোন ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে প্রোগ্রামের অপব্যবহার হলে অথবা এই সব নিয়মাবলী অবহেলা করা হলে সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া বা অ্যাকাউন্টের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অধিকার আমাদের দ্বারা সংরক্ষিত।

জেমস প্রত্যাহার করা

6.1 জোশ সম্পর্কে কে টিপস দিতে পারে

জোশ সম্পর্কে টিপস দেবার জন্য :

  • আপনার বয়স অবশ্যই 18বছর বা তার বেশি হতে হবে।
  • আপনার অবস্থানে টিপস অবশ্যই উপলব্ধ হবে (এইমুহূর্তে এই ফিচারটি সর্বত্র উপলব্ধ নয়)
  • বিজনেস অ্যাকাউন্ট অংশগ্রহণের জন্য অনুপযুক্ত।টিপস সংক্রান্ত বিধিনিষেধ
  • আপনি কতটা টিপস কত ঘনঘন দিতে পারেন সে সম্পর্কে কিছু বিধিনিষেধ রয়েছে।
  • আপনি সারাদিনে একটি নির্দিষ্ট পরিমান টিপ দিতে পারেন এবং তার উর্দ্ধসীমা রয়েছে। এবং এটি প্রযোজ্য আইন অনুসারে প্রযুক্ত হবে।

আমাদের টিপস পরিষেবার নিয়মাবলী থেকে বিধিনিষেধ সম্পর্কে আরও জানুন।

জোশ প্ল্যাটফর্মে কিভাবে টিপ দেবেন

  1. আপনার জোশ অ্যাপ থেকে যাকে টিপ দিতে চান, সেই ক্রিয়েটরের প্রোফাইলে যান।
  2. তাদের প্রোফাইলে গিয়ে টিপস ট্যাপ করুন। যাদি তাদের প্রোফাইলে টিপস না দেখতে পান, তার মানে এই সময়ে তারা টিপস নিতে অসমর্থ।
  3. সেন্ড আ টিপ ট্যাপ করুন। আপনিটিকের জন্য একটি সুনির্দিষ্ট পরিমান বেছে নিতে অথবা কাস্টম টিপ পরিমান যোগ করতে পারেন, এবার নেক্সট ট্যাপ করুন। (মনে রাখবেন পেমেন্ট পার্টনারের পারিশ্রমিক প্রযোজ্য হতে পারে)।
  4. আপনার পেমেন্ট মেথড বেছে নিন ও পেমেন্ট কনফার্ম করুন।

আপনি যদি আাগে থেকে কোন পেমেন্ট মেথড নির্বাচন না করে থাকেন, তাহলে আপনাকে একটি পেমেন্ট কার্ড আপনার জোশ অ্যাকাউন্টে যোগ করতে বলা হবে।

6.2 জোশ প্ল্যাটফর্মে টিপ গ্রহণ করুন

আপনি জোশ প্ল্যাটফর্মেীকজন স্রষ্টা হ’লে আপনার দর্শকরা আপনাকে সরাসরি আপনার জোশ প্রোফাইলের মাধ্যমে টিপস পাঠাতে পারে। আমরা একটি তৃতীয় পক্ষ পেমেন্ট সরবরাহকারীর সাথে অংশীদারীর ভিত্তিতে আপনার পেমেন্টের প্রক্রিয়াকরণ করবো।

বি.দ্র. টিপ সংক্রান্ত যাবতীয় অর্থের 100% আপনার হবে (পেমেন্ট পার্টনারের প্রক্রিয়াকরণ সংক্রান্ত পারিশ্রমিক বাদ দিয়ে)।

6.2.1 জোশ প্ল্যাটফর্মে কে টিপ পেতে পারে

জোশ প্ল্যাটফর্মে টিপ পাবার যোগ্যতা অর্জনের জন্য আপনার সম্পর্কে নিম্নলিখিত শর্তাদি পূরণ হতে হবে :

  • আপনার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে।
  • আপনার অ্যাকাউন্ট যথাযথ মর্যাদা সম্পন্ন হবে এবং আমাদের কমিউনিটি নির্দেশিকা ও পরিষেবার শর্তাদি অনুসারী হবে।
  • আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে। বিজনেস অ্যাকাউন্ট অংশগ্রহণ করতে অসমর্থ হবে।

বি.দ্র. আবেদন করার সময় যদি আপনাকে অযোগ্য বিবেচনা করাহয়ে থাকে তাহলেও আপনি ত্রিশ (30) দিন বাদে পুনরায় আবেদন করতে পারবেন। তাছাড়াও যদি আপনার অ্যাকাউন্ট কোন যোগ্যতামান ভঙ্গ করে সেক্ষেত্রে আপনাকে স্থায়ি বা অস্থায়ী ভাবে টিপস প্রাপক হিসাবে অযোগ্য নির্ণয় করা হতে পারে।

6.2.2 জোশ প্ল্যাটফর্ম থেকে টিপস পাবার জন্য কিভাবে আবেদন করতে হবে?

টিপস্ পাবার জন্য এইভাবে আবেদন করুন :

  1. জোশ অ্যাপের নীচে অবস্থিত প্রোফাইলে ট্যাপ করুন।
  2. উপরের মেনু বাটনে ট্যাপ করুন।
  3. প্রথমে ক্রিয়েটর টুল ট্যাপ করে তারপর টিপস ট্যাপ করুন।
  4. অ্যাপ্লাই ট্যাপ করুন
  5. অন-স্ক্রিণ নির্দেশাবলী ফলো করুন। আপনিযদি কোন অ্যাকাউন্ট সেট আপ না করে থাকেন, তাহলে আপনাকে পেমেন্ট পার্টনারের চেক আউট পেজে নিয়ে যাওয়া হবে। কয়েকটা জিনিস মনে রাখতে হবে :
  • আপনি টিপস পাবার সাথে সাথে ড্যাশবোর্ডে তা দেখতে পাবেন কিন্তু কখনও বা সেটি ড্যাশবোর্ডে প্রদর্শিত হবার জন্য চব্বিশ (24) ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে।
  • পেমেন্ট পার্টনার আপনার টিপস সংক্রান্ত প্রক্রিয়াকরণ করে ফেললেই এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাপ্তাহিক ভিত্তিতে জমা হয়ে যাবে। আপনি পেমেন্ট পার্টনারদের সহযোগীতায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি আপডেট করতে পারবেন।

7. আমাদের মালিকানা ও অধিকার

7.1 আপনি এতদ্বারা সন্মত হচ্ছেন, অঙ্গীকার ও সুনিশ্চিত করছেন যে ভার্সে এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যাবতীয় অধিকার, স্বত্বের দলিল ও উদ্ভূত আয়ের প্রাপক হবে এবং এই চুক্তির মাধ্যমে আপনি শুধুমাত্র নিয়ম ও শর্তাবলীর সাপেক্ষে এই প্ল্যাটফর্ম ব্যবহারের অনুজ্ঞা প্রাপ্ত হচ্ছেন। আপনি এতদ্বারা সুনিশ্চিত করছেন যে এই চুক্তির প্রভাবে ভার্সে আপনাকে কোন সম্পত্তি অথবা সম্পত্তিতূল্য সম্পত্তির অধিকার হস্তান্তর করছে না এবং একই সাথে সম্পত্তি অংশীভূত যাবতীয় অধিকার, স্বত্বের দলিল ও উদ্ভূত আয় আগের মতোই ভার্সের উপর ন্যস্ত থাকবে।  

7.2 ভার্সে আপনার ব্যক্তিগত বিনোদন, অভিব্যক্তির প্রকাশ ও জনসমক্ষে সম্ভাব্য পরিচিতি পাবার জন্য এই প্ল্যাটফর্মের লাইসেন্স বিনামূল্যে দিচ্ছে। তার পরিবর্তে আপনাকে দেওয়া এই লাইসেন্স অনুমোদনের সাপেক্ষে আপনি স্বীকৃত ও সহমত হচ্ছেন যে আপনার এই প্ল্যাটফর্ম ব্যবহার ও আপলোড করা বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে ভার্সের উপস্বত্ব বাবদ আয় হতে পারে, সুনাম বাড়তে পারে, অথবা পক্ষান্তরে এর মূল্যবৃদ্ধি হতে পারে। তার সাথে উদাহরণ স্বরূপ বলা যায় বিজ্ঞাপন বিক্রি, প্রচারণা,  স্পনসরশিপ, কনটেন্ট মার্কেটিং সহ প্ল্যাটফর্মের বাইরের অন্য কোন মাধ্যম সংক্রান্ত এবং ব্যবহৃত তথ্য ইত্যাদি, যদিও এগুলিই সব নয়, সম্পর্কে অর্জিত আয়, সুনাম ও মূল্য বিষয়ে আপনার কোন প্রাপ্যতার অধিকার থাকবে না। তদুপরি আপনি স্বীকৃত হচ্ছেন যে আপনার আপলোড করা কোন ইউজার কনটেন্ট থেকে আপনি কোন আর্থিক উপার্জন বা অন্য কোন সুবিধা ভোগ করতে পারবেন না। যে সব ক্ষেত্রে ভার্সে এবং/অথবা অন্য ব্যবহারকারীদের (যেমনটি এখানে বর্ণনা করা হয়েছে) কাছ থেকে কোন আর্থিক বা সমতূল্য সুবিধা গ্রহণ নিষিদ্ধ করা হচ্ছে, তা হ’ল :  (i) এই  প্ল্যাটফর্মে আপনার বা অন্য কোন ব্যবহারকারীর আপলোড করা বিষয়বস্তু (ii) এই প্ল্যাটফর্মের মাধ্যমে তৃতীয়পক্ষ কোন পরিষেবায় আপলোড করা কোন বিষয়বস্তু (উদা. আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য কোন শর্ট ভিডিও অ্যাপ্লিকেশনে কোন UGC সৃজণ অথবা আপলোড করে কোন আর্থিক লাভ দাবি করতে পারবেন না)।  

8. আপনার অনুজ্ঞাপত্র ও প্ল্যাটফর্ম/পরিষেবাদির ব্যবহার

8.1. নিয়ম ও শর্তাবলীর সাপেক্ষে ভার্সে এতদ্বারা আপনাকে শুধুমাত্র সীমায়িত সময়ের জন্য স্থানান্তর অযোগ্য, সাধারণ, প্রত্যাহার যোগ্য অনুজ্ঞাপত্র দায়ের করছে যার ফলে আপনি এই প্ল্যাটফর্মটিকে ব্যক্তিগত ও অবানিজ্যিক ভিত্তিতে ব্যবহার করতে পারবেন।

8.2.  ভার্সে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে পরিষেবার প্রস্তাব দেয়, তার জন্য ব্যবহারকারীকে আগে থেকে নিবন্ধন করতে হতে পারে। এই পরিষেবা পেতে হলে আপনাকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ধরণের নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসাবে, আপনাকে আমাদের কাছে নিবন্ধন পত্রে প্রার্থিত অনুসারে নিজের সাম্প্রতিকতম, সম্পূর্ণ, এবং নির্ভুল তথ্যাদি দাখিল করতে হবে। তাছাড়াও আপনাকে একটি অনন্য পাসওয়ার্ড সহ ইউজার নেম পছন্দ করতে হবে যেটা প্রতিবার এইসব পরিষেবার প্রাপ্যতার জন্য আপনাকে এন্টার করতে হবে। আপনি কোন একটি নেটওয়ার্কে একটিমাত্র অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে বহুজনকে এই পরিষেবাদি ব্যবহারের সুযোগ দেবার অধিকারী নন। আপনি সহমত ও অবগত হয়েছেন যে আমাদের প্ল্যাটফর্মের কোন অংশকে কোন প্রক্সি সার্ভারে ক্যাশেড ইন করায় আমাদের আপত্তি রয়েছে। আপনার পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর বর্তাবে। আপনার অ্যাকাউন্টের অধীনে যে কোন সক্রিয়তার বিষয়ে আপনি (আমাদের ও অন্যদের কাছে) দায়ী থাকবেন বলে সন্মত হচ্ছেন। অ্যাকাউন্ট তৈরী করার সময় আপনাকে অবশ্যই নিজের সম্পর্কে সঠিক তথ্যাদি দিয়ে একটিই মাত্র অ্যাকাউন্ট তৈরী করতে হবে যা কঠোরভাবে শুধুমাত্র আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হবে।

8.3 আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত খোঁজখবর এবং পাসওয়ার্ড আপনি অন্য কাউকে দেবেন না কিংবা অন্য কারও অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। আপনার অ্যাকাউন্টের অধীনে যাবতীয় সক্রিয়তার জন্য আপনি সর্বতোভাবে দায়ী থাকবেন। আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কোন অননুমোদিত ব্যবহার হয়ে থাকলে কিংবা নিরাপত্তা বিঘ্নিত হলে আপনি অবিলম্বে তা আমাদের জানাতে সন্মত হচ্ছেন। এই ধরণের কোন  পরিস্থিতিতে আমরা আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য যথাসাধয চেষ্টা করবো; যাইহোক, আমরা আপনার অ্যাকাউন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়বস্তু পুনরুদ্ধারের সম্পর্কে কোন নিশ্চয়তা দিতে পারছি না। আপনার পাসওয়ার্ড অথবা অ্যাকাউন্টের অবৈধ ব্যবহারের কারনে আপনার কোন ক্ষতি হ’লে আমরা তার জন্য দায়ী হবো না। যাইহোক, আপনার অ্যাকাউন্ট অথবা পাসওয়ার্ড ব্যবহারক্রমে কোম্পানি অথবা অন্য কোন পক্ষের ক্ষতিসাধন হলে তার জন্য আপনাকে দায়ী ভাবা হতে পারে।

8.4 ফেসবুকের মাধ্যমে নিবন্ধীকরণ : আপনি নিজের ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড (“ফেসবুক কানেক্ট”) মাধ্যমে আমাদের পরিষেবাদির জন্য নিবন্ধন করতে পারেন। যদি, আপনার বয়স 18 বছরের কম হয়, তাহলে আপনি ফেসবুক কানেক্ট ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং শুধুমাত্র আপনার বাবা-মা অথবা আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধানে এই পরিষেবাদির সদ্ব্যবহার করতে পারবেন। ফেসবুক কানেক্ট ব্যবহার করা হলে আমরা আপনার ব্যক্তিগত তথ্যাদি, প্রোফাইল, পছন্দ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদির সহায়তায় ব্যক্তিগত পর্যায়ে আপনার ব্যবহার সম্পর্কিত অভিজ্ঞতার উৎকর্ষ বাড়াতে পারবো। আপনি এই বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করার সময় আপনার পরিষেবাদি সম্পর্কিত সক্রিয়তার তথ্য সংগ্রহের জন্য আমাদের স্পষ্ট সন্মতি জ্ঞাপন করছেন। ফেসবুক কানেক্টের মাধ্যমে আপনার তথ্যাদি আহরনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট/প্রাইভেসী সেটিং বদলে দিতে পারেন। এই বৈশিষ্ট্যটি ব্যবহারের জন্য এবং ফেসবুক অ্যাকাউন্টের নিয়মাবলীর সাথে অনুবর্তিতা রক্ষার জন্য আপনি একান্তভাবে দায়ি থাকবেন। ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করার জন্য, আপনি এখানে বর্ণিত নিয়মাবলী এবং অন্য কোন বিশেষ শর্তাদি পালনে সন্মত হচ্ছেন যা এই প্ল্যাটফর্মের কোনযথাযোগ্য স্থানে পোস্ট করা হবে। প্রতিটি নিবন্ধন শুধুমাত্র একক ব্যক্তির ব্যবহারের জন্য বিবেচিত হবে।

8.5 আপনার প্ল্যাটফর্ম প্রাপ্যতা ও পরিষেয়াবাদির ব্যবহার এইসব নিয়মাবলী সহ সমস্ত প্রযোজ্য আইন ও প্রবিধান অনুযায়ী হতে হবে। আপনার জন্য যা যা বারণ সেগুলি নিম্নরূপ :

  • এইসব নিয়মাবলী সম্পর্কে সর্বতোভাবে স্বীকৃত হবার জন্য আপনার আইনানুগ সম্পূর্ণ সামর্থ্য না থাকলে এই পরিষেবাদি গ্রহণ অথবা ব্যবহার।
  • আমাদের পরিষেবাদি গ্রহণ ও ব্যবহার করার সময় কোনরকম অবৈধ, বিভ্রান্তিকর, বৈষম্যমূলক অথবা প্রতারনামূলক কাজকর্মে লিপ্ত হওয়া।
  • অননুমোদিত কপি করা, পরিবর্তন সাধন, উপযোগী করে নেওয়া, অনুবাদ, বিপরীত প্রকৌশল, বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা, টুকরো করা, অথবা এই পরিষেবাদির থেকে ব্যুৎপন্ন কোন কাজ অথবা তার সাথে সংযোজিত কোন বিষয়বস্তু, কোন ফাইল, সারনী অথবা দলিল রচনা (অথবা তার কোন একটি অংশ) অথবা এই পরিষেবা কিংবা তার থেকে উদ্ভুত সামগ্রী সম্পর্কিত কোন কোড, অ্যালগারিদম, পদ্ধতি অথবা কৌশল নির্ধারণ করা বা সেরকম প্রচেষ্টায় রত হওয়া;
  • এই পরিষেবা কিংবা তার থেকে উদ্ভুত সামগ্রী সম্পর্কিত যে কোন বিতরণ, অনুজ্ঞা প্রদান, স্থানান্তর, বা বিক্রয় (সম্পূর্ণ অথবা অংশবিশেষ);
  • কোন পারিশ্রমিক বা মূল্যের বিনিময়ে এইসব পরিষেবাদি বিপণন, ভাড়া দেওয়া, অথবা কোন বানিজ্যিক উদ্দেশ্যে এই পরিষেবার ব্যবহার, বিজ্ঞাপন অথবা অনুষ্ঠান করা;
  • আমাদের লিখিত সনির্বন্ধ সন্মতি ছাড়া কোন বানিজ্যিক অথবা অস্বীকৃত উদ্দেশ্যে এই পরিষেবাদির ব্যবহার কিংবা প্রাসঙ্গিক যোগাযোগ অথবা কোন বানিজ্যিক বিজ্ঞাপনের সুযোগ করে দেওয়া অথবা অনুনয় কিংবা স্প্যামিং করা;
  • পরিষেবাদির সুষ্ঠু সম্পাদনে বাধাদান অথবা বাধাদানের চেষ্টা, আমাদের ওয়েবসাইট অথবা আমাদের পরিষেবাদির সাথে সংশ্লিষ্ট কোন নেটওয়ার্কের কাজকর্ম বিপর্যস্ত করা, অথবা আমাদের পরিষেবাদির প্রাপ্যতার প্রতিরোধ সম্পর্কে আমাদের কোন ব্যবস্থাকে উপেক্ষা করে পরিষেবাদি গ্রহণের প্রচেষ্টা;
  • পরিষেবাদি অথবা তার অংশবিশেষকে মিলিয়ে মিশিয়ে অন্য কোন একটি প্রোগ্রাম অথবা প্রোডাক্ট বানিয়ে ফেলা। এরকম ক্ষেত্রে একান্ত বিবেচনার ভিত্তিতে আপনাকে পরিষেবাদি দিতে প্রত্যাখ্যান করা, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া অথবা পরিষেবাদির ব্যবহারকে নিয়ন্ত্রিত করার অধিকার আমাদের দ্বারা সংরক্ষিত;
  • স্বয়ংক্রিয় স্ক্রিপট ব্যবহার করে অথ্যাদি সংগ্রহ অথবা পরিষেবাদির সাথে আদানপ্রদান নির্ভর যোগাযোগ;
  • নিজের আপলোড, পোস্ট, হস্তান্তর, বিতরণ করা বা অন্যথায় পরিষেবাদির থেকে উৎপন্ন যে কোন বিষয়বস্তু দ্বারা অন্য কোন ব্যক্তি অথবা সংস্থার ছদ্মনামে, অথবা মিথ্যা বিবৃতি দিয়ে অথবা নিজেকে কপটভাবে উপস্থাপন করে অথবা কোন ব্যক্তি অথবা সংস্থার সাথে ছলচাতুরীর সাহায্যে নিজের সম্বন্ধ স্থাপনের চেষ্টা করা;  
  • অন্য কাউকে ভীতি প্রদর্শণ অথবা ব্যতিব্যস্ত করা, সুস্পষ্ট যৌন উপাদানের আধিক্য, অথবা জাতি, লিঙ্গ, ধর্মীয় বিশ্বাস, জাতীয়তা, অক্ষমতা, যৌন পছন্দ অথবা বয়স সম্পর্কিত বৈষম্যমূলক উৎপীড়ন ও ভেদাভেদ জ্ঞান;
  • এই পরিষেবাদি এমন ভাবে ব্যবহার করা যাতে স্বার্থগের সংঘাত ঘটতে পারে অথবা পরিষেবাদির উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে যেমন অন্যান্য ব্যবহারকারীদের সাথে ট্রেডিং রিভিউ করা অথবা কপট পর্যালোচনা লেখা অথবা সে সম্পর্কে উপযাচক হওয়া;
  • পরিষেবা ব্যবহার করে আপলোড, হস্তান্তর, বিতরণ, সংরক্ষণ করা অথবা অন্য কোন উপায়ে উপলব্ধ করা
  • যে সব ফাইলে ভাইরাস, ট্রোজান, ওয়ার্ম, লজিক বম্ব অথবা অন্যান্য পরহিংসক অথবা প্রযুক্তিগত ভাবে ক্ষতিকর উপাদান রয়েছে;
  • যে কোন অযাচিত অথবা অননুমোদিত বিজ্ঞাপন, অনুনয়বিনয়, প্রচারণামূলক উপাদান, “জাঙ্ক মেল”, “স্প্যাম”, “চেইন লেটারস”, “পিরামিড স্কিমস” অথবা যে কোন নিষিদ্ধ প্রকারের অনুরোধ উপরোধ;  
  • ঠিকানা, ফোন নম্বর, ইমেল ঠিকানা, ব্যক্তিগত পরিচয়পত্রের নম্বর ও বৈশিষ্ট্যসমূহ (উদা. জাতীয় বীমা নম্বর, পাসপোর্ট নম্বর) অথবা ক্রেডিট কার্ড নম্বরসমূহ সহ কোন তৃতীয়পক্ষের যে কোন ব্যক্তিগত তথ্যাদি
  • লেখস্বত্ব (কপিরাইট), পণ্য চিহ্ন (ট্রেডমার্ক) অথবা অন্যান্য মেধাসম্পত্তি অথবা অন্য কোন ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘণকারী যে কোন বস্তুগত উপাদান;
  • কোন ব্যক্তির পক্ষে অসন্মানজনক, অশ্লীল, আক্রমণাত্মক, পর্ণোগ্রাফিক, ঘৃণামূলক অথবা জ্বালাময়ী যে কোন বস্তুগত উপাদান;  
  • ফৌজদারী অপরাধ, বিপজ্জনক ক্রিয়াকর্ম অথবা নিজের ক্ষতির জন্য নিয়োজিত, উৎসাহব্যঞ্জক এবং নির্দেশনামূলক যে কোন বস্তুগত উপাদান;
  • মানুষের মধ্যে শত্রুতার মানসিকতা তৈরি করার সচেতন প্রয়াস, বিশেষত : ট্রোলিং বা বুলিইং জাতীয় কোন বস্তুগত উপাদান যা অন্যের হেনস্থা্‌, ক্ষতি, ভীতিপ্রদর্শন, মর্মপীড়া, লজ্জিত করা অথবা বিপর্যস্ত করার উদ্দেশ্যে ব্যবহৃত;    
  • কোনরকম শারীরিক নিগ্রহের হুমকি সহ ভীতিপ্রদর্শন যে কোন বস্তুগত উপাদান;
  • কোন ব্যক্তির বর্ণ, সম্প্রদায়, বয়স, লিঙ্গ, বিকলঙ্গতা অথবা যৌনতা সম্পর্কিত সহ বর্ণবিদ্বেষী অথবা বৈষম্যমূলক যে কোন উপাদান :
  • যে কোন উত্তর, প্রতিক্রিয়া, মন্তব্য, মতামত, বিশ্লেষণ অথবা সুপারিশ সম্পর্কে আপনার কাছে যথাযথ অনুজ্ঞাপত্র নেই অন্যথায় আপনি তা দেবার জন্য যোগ্যতাসম্পন্ন; অথবা

8.6 জোশ দ্বারা বিষয়বস্তু অপসারণ/ব্যবহারকারীর প্রোফাইলের উপর নিষেধাজ্ঞা জারি করা :

উপরের সাথে সংযুক্ত হিসাবে আপনার পরিষেবার প্রাপ্যতা ও ব্যবহার সর্বদা আমাদের কমিউনিটি নির্দেশিকার অনুবর্তী হবে।

আমরা যে কোন সময়ে কোন আগাম বিজ্ঞপ্তি ছাড়া আমাদের একান্ত বিবেচনাক্রমে কোন কারণবশত: অথবা কারণ ছাড়াই বিষয়বস্তু সরিয়ে ফেলতে অথবা তার প্রাপ্যতা নিষ্ক্রিয় করতে পারি। যে কটি কারণ রয়েছে তার মধ্যে নিয়ম লঙ্ঘনকারী আপত্তিকর বিষয়বস্তু অথবা অন্যথায় যদি তা আমাদের পরিষেবাদি কিংবা আমাদের বযবহারকারীদের পক্ষে ক্ষতিকর হয়। আমাদের স্বয়ংক্রিয় প্রণালী আপনার বিষয়বস্তুকে বিশ্লেষণ করে আপনাকে ব্যক্তিগত পর্যায়ে প্রাসঙ্গিক বৈশিষ্ট্য সমূহ, যথা কাস্টমাইজড সার্চ রেজাল্ট, উপযুক্ত বিজ্ঞাপন সহ স্প্যাম ও ম্যালওয়্যার সনাক্তকরণ জাতীয় সুবিধা দেয়। কোন বিষয়বস্তু পাঠাবার, গ্রহণের ও সংরক্ষণের সময় এই ধরণের বিশ্লেষণ করে নেওয়া হয়।  

আমাদের প্ল্যাটফর্মের ব্যবহার করছেন তা সর্বদা আমাদের নিয়মাবলী ও কমিউনিটি নির্দেশিকা দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি আমাদের কোন একজন ব্যবহারকারী আপনার বিষয়বস্তুর বিরুদ্ধে নিয়মভঙ্গের বিষয়ে জানায়, তাহলে আমরা সেই বিষয়বস্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে পারি। একাধিক ব্যক্তি যদি একই ভাবে নিয়মভঙ্গ ও কমিউনিটি নির্দেশিকা অমান্য করার কথা জানায়, তাহলে সেই পরিস্থিতিতে আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হবো এবং আপনি পুনরায় আমাদের এখানে নিজেকে নিবন্ধীত করতে পারবেন না। আপনি যদি এই ধরনের অপসারনের প্রসঙ্গে কোন আবেদন করতে চান, তাহলে আমাদের কাছে grievance.officer@myjosh.in ইমেল আইডিতে লিখে পাঠান।

8.7 এমনকি আপনার ডিভাইসে ইনস্টলেশন হবার পরেও আপনাকে এই প্ল্যাটফর্মের অনুজ্ঞাপত্র দেওয়া হয়েছে মাত্র, বিক্রি করা হয়নি। ইটার্নো এই অনুজ্ঞা বিষয়ক চুক্তিপত্র নির্ভর দায়িত্ব অথবা তার কোন অংশবিশেষ কোন আরোপিত বিধিনিষেধ ছাড়া কাউকে অর্পন করতে পারে। আপনি এই অনুজ্ঞা পত্রের অধীনে নিজ অধিকার সম্পর্কে কোন তৃতীয়পক্ষকে দায়িত্ব আরোপ, হস্তান্তর অথবা উপ-অনুজ্ঞাপত্র প্রদান করতে পারবেন না।

9. বিষয়বস্তু : আমাদের বিষয়বস্তু ও ব্যবহারকারীদের-তৈরী করা বিষয়বস্তু

9.1 এই পরিষেবার ব্যবহারকারীরা আপলোড, পোস্ট অথবা প্রসারন (ধরা যাক স্ট্রিমিং মাধ্যমে) অথবা পক্ষান্তরে এই পরিষেবার মাধ্যমে যে কোন টেক্সট, আলোকচিত্র, ইউজার ভিডিও, সাউন্ড রেকর্ডিং তার অন্তর্গত সঙ্গীত যাতে ভিডিও এবং আপনার ব্যক্তিগত মিউজিক লাইব্রেরী থেকে সংরক্ষিত সাউন্ড রেকর্ডিং ও পারিপার্শ্বিক যন্ত্রানুসঙ্গ (একত্রে “ইউজার কনটেন্ট”) জাতীয় বিষয়বস্তু উপলব্ধ করতে পারেন, যদিও তালিকা এতেই সীমাবদ্ধ নয়। পরিষেবার ব্যবহারকারীরা অতিরিক্ত ব্যবহারকারীর সামগ্রী তৈরি করতে অন্য ব্যবহারকারীর দ্বারা তৈরি সমস্ত বা যে কোন অংশকেও বের করতে পারে, যার মধ্যে অন্য ব্যবহারকারীদের সাথে সহযোগী ব্যবহারকারীর বিষয়বস্তু রয়েছে, যা একাধিক ব্যবহারকারীর দ্বারা প্রস্তূত ব্যবহারকারীর বিষয়বস্তু একত্রিত করে এবং বিক্ষিপ্ত করে। পরিষেবার ব্যবহারকারীরা এই ব্যবহারকারীর বিষয়বস্তুতে পরিষেবা দ্বারা সরবরাহকৃত সঙ্গীত, গ্রাফিক্স, স্টিকার এবং অন্যান্য উপাদানগুলিকেও আচ্ছাদিত করতে পারে এবং পরিষেবাগুলির মাধ্যমে এই ব্যবহারকারীর সামগ্রী প্রেরণ করতে পারে৷ পরিষেবাগুলিতে অন্যান্য ব্যবহারকারীদের প্রকাশিত দৃষ্টিভঙ্গী ও আমাদের দৃষ্টিভঙ্গী বা মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

9.2 আপনি যে ব্যবহারকারীর বিষয়বস্তু পোস্ট করেন, আপলোড করেন, ট্রান্সমিট করেন, শেয়ার করেন বা পক্ষান্তরে পরিষেবাগুলির মাধ্যমে বা সম্পর্কিত হিসাবে উপলব্ধ করেন তার মালিকানা ও দায়িত্ব আপনার হবে এটা আপনি বুঝতে পারছেন। আপনি সন্মত হচ্ছেন যে আমাদের পরিষেবা ব্যবহার করে আপনি এমন কোন কাজ করবেন না যা আমাদের বা অন্য কারও ক্ষতি করতে পারে, পরিষেবাগুলি সম্পর্কে অনধিকার চর্চা করতে পারে অথবা এমনভাবে পরিষেবাগুলি ব্যবহার করবেন না, যাতে কোন প্রযোজ্য আইন লঙ্ঘন করা হয়। আপনি নিজের দাখিল করা ব্যবহারকারীর বিষয়বস্তু কোন পেটেন্ট, ট্রেডমার্ক, ট্রেড সিক্রেট, কপিরাইট, অথবা অন্য কোনও মননশীল বা মালিকানাধীন বা গোপনীয়তার অধিকার লঙ্ঘন না করার বিষয়ে এবং তাতে কোন অশ্লীল বা আপত্তিকর উপাদান না থাকার বিষয়ে সুনিশ্চয়তা দিচ্ছেন। আপনার পরিষেবাদির প্রাপ্যতা ও ব্যবহারের একটি শর্ত হিসাবে আপনি কোন মেধা সম্পত্তির অধিকারভঙ্গ হবার মতো কোন পরিষেবা ব্যবহার না করতে সন্মত হচ্ছেন। আমরা আগাম বিজ্ঞপ্তি দিয়ে অথবা না দিয়ে যে কোন সময় আমাদের একান্ত বিবেচনাক্রমে স্বীয় অধিকার বলে যে কোন ব্যবহারকারীর অ্যাকাউন্টের প্রাপ্যতা আটকে দিতে পারি এবং/অথবা অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিতে পারি যদি তিনি কোন কপিরাইট অথবা অন্যান্য মেধা সম্পত্তির ব্যবহার সংক্রান্ত আইন ভঙ্গ করে থাকেন বা তার বিরুদ্ধে এইরকম অভিযোগ করা হয়ে থাকে। যে কোন তৃতীয়পক্ষের মেধা সম্পত্তির ব্যবহার প্রসঙ্গে আপনাকে সরাসরি মেধা সম্পত্তির সত্ত্বাধিকারীর কাছ থেকে অনুমতি নিতে হবে।

9.3 যে কোন ব্যবহারকারীর বিষয়বস্তু সম্পর্কে গোপনীয়তা ও সত্ত্বাধিকার গ্রাহ্য করা হবে না। আপনার যদি কোন ব্যবহারকারীর বিষয়বস্তু সম্পর্কে গোপনীয়তা ও সত্ত্বাধিকার জাতীয় বিবেচনা থাকে তাহলে আপনি অবশ্যই সেটি পরিষেবার মাধ্যমে বা আমাদের কাছে পাঠাবেন না। আপনি যখন পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীর বিষয়বস্তু দাখিল করছেন, সেক্ষেত্রে সেই বিষয়বস্তুর মালিকানা বিষয়ে আপনি সন্মত হচ্ছেন ও প্রতিনিধিত্ব করছেন অথবা আপনি বিষয়বস্তুর কোন একটি অংশ পরিষেবাতে দাখিল করা, পরিষেবা থেকে অন্য তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে প্রসারণ করা এবং/অথবা কোন তৃতীয় পক্ষের বিষয়বস্তু পরিগ্রহ করা সম্পর্কে তার মালিকের কাছ থেকে যাবতীয় অনুমোদন ও ছাড়পত্র সংগ্রহ করেছেন।  

9.4 আপনি যদি শুধুমাত্র সাউন্ড রেকর্ডিং বিষয়ে অধিকারী কিন্তু এই ধরনের সাউন্ড রেকর্ডিং-এ অন্তর্নিহিত সঙ্গীত আপনার অধিকারের অন্তর্গত না হয় তাহলে কোন তৃতীয় পক্ষের বিষয়বস্তু পোস্ট করার জন্য সংশ্লিষ্ট সত্ত্বাধিকারীর কাছ থেকে যাবতীয় অনুমোদন ও ছাড়পত্র পাবার আগে কিংবা মঞ্জুরী পাবার আগে আপনি অবশ্যই বিষয়বস্তুর কোন একটি অংশ পরিষেবাতে দাখিল করতে পারবেন না।

পরিষেবা থেকে বা এর মাধ্যমে উপলব্ধ করা হয় এমন সাউন্ড রেকর্ডিং এবং তার অন্তর্নিহিত সঙ্গীতসৃষ্টির সাপেক্ষে কোনও অধিকার লাইসেন্সপ্রাপ্ত নয়৷

9.5 আমরা কোন ব্যবহারকারীর তৈরী করা বিষয়বস্তুকে অনুমোদন, সমর্থন করি না বা তার প্রতিনিধিত্ব করিনা বা তার সম্পূর্নতা, যথার্থতা, শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চয়তা জ্ঞাপন করিনা অথবা এই প্রসঙ্গে কোন ব্যক্ত মতামতের সপক্ষে নিজেদের অবস্থান সূচীত করিনা। আপনি বুঝেছেন যে এই পরিষেবার ব্যবহারের ফলে আপনি আক্রমনাত্মক, ক্ষতিকর, অশুদ্ধ ও পক্ষান্তরে অসঙ্গত বিষয়বস্তুর সন্মুখীন হতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে এমন কোন পোস্ট দেখতে পারেন যাদের শ্রেনী যথাযথভাবে সূচীত হয় নি এবং তা পক্ষান্তঅরে বিভ্রান্তিকরও বটে। এই ধরণের যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে দায়িত্ব, যিনি এটি তৈরী করেছেন সেই ব্যক্তি বহণ করবেন।  

9.6 আপনি এমন কোন কাজ করবেন না, কোন ভাবে জড়িয়ে পরবেন না যা ফৌজদারী অপরাধমূলক কিংবা এমন কোন আচরণ সম্পর্কে উৎসাহিত, প্ররোচিত, অনুরোধ বা প্রচার করবেন না যার ফলে নাগরিক দায়বদ্ধতা ক্ষুন্ন হতে পারে কিংবা পক্ষান্তরে কোনো আইন বা প্রবিধান লঙ্ঘন হতে পারে বা কোন বেআইনি বা অননুমোদিত উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ব্যবহার হতে পারে।

9.7 তদুপরি, আপনাকে চিহ্নিত করার জন্য আপনার ইউজার নেম, ছবি, কন্ঠস্বর ও সাদৃশ্য ব্যবহার করার জন্য আপনি আমাদের রয়্যালটিহীন অনুজ্ঞা প্রদান করছেন যার মাধ্যমে কোন বিষয়বস্তুর উৎস সন্ধান করতে গিয়ে আমরা আপনাকে চিহ্নিত করতে পারবো।

9.8 এই নিয়ম ও শর্তাবলীকে মেনে নেওয়ার মাধ্যমে আপনি স্বীকৃত হচ্ছেন যে আপনি আমাদের বিষ্যবস্তু সরবরাহ করবেন অথবা অন্যান্যদের সরবরাহ করা বিষয়বস্তু দেখার সময় আপনি তা নিজ ইচ্ছানুযায়ী করছেন এবং এই বিষয়বস্তুটির শুদ্ধতা, সম্পূর্ণতা সহ যাবতীয় ঝুঁকি আপনি বহন করবেন। নিয়মাবলী অমান্য অথবা লঙ্ঘন করলে কোন বিষয়বস্তুকে সরিয়ে ফেলা বা সে সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ করার যাবতীয় অধিকার ভার্সের রয়েছে।

9.9 আমরা যে কোন সময়ে কোন আগাম বিজ্ঞপ্তি ছাড়া আমাদের একান্ত বিবেচনাক্রমে কোন কারণবশত: অথবা কারণ ছাড়াই বিষয়বস্তু সরিয়ে ফেলতে অথবা তার প্রাপ্যতা নিষ্ক্রিয় করতে পারি। যে কটি কারণ রয়েছে তার মধ্যে নিয়ম লঙ্ঘনকারী এবং আমাদের কমিউনিটি নির্দেশিকা অমান্যকারী আপত্তিকর বিষয়বস্তু অথবা পক্ষান্তরে যদি তা আমাদের পরিষেবাদি কিংবা আমাদের ব্যবহারকারীদের পক্ষে ক্ষতিকর হয়। আমাদের স্বয়ংক্রিয় প্রণালী আপনার বিষয়বস্তুকে বিশ্লেষণ করে আপনাকে ব্যক্তিগত পর্যায়ে প্রাসঙ্গিক বৈশিষ্ট্য সমূহ, যথা কাস্টমাইজড সার্চ রেজাল্ট, উপযুক্ত বিজ্ঞাপন সহ স্প্যাম ও ম্যালওয়্যার সনাক্তকরণ জাতীয় সুবিধা দেয়। কোন বিষয়বস্তু পাঠাবার, গ্রহণের ও সংরক্ষণের সময় এই ধরণের বিশ্লেষণ করে নেওয়া হয়।

9.10 জোশ লাইভ ফিচার্স :

(a) এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের মাধ্যমে অডিও এবং/অথবা অডিও-ভিস্যুয়াল বিষয়বস্তু লাইভ স্ট্রিম করতে সক্ষমতা দিতে পারে ("জোশ লাইভ বিষয়বস্তু" বা "লাইভ বিষয়বস্তু")। কিছু কিছু ক্ষেত্রে, লাইভ কনটেন্ট শুধুমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা এই প্ল্যাটফর্মেই "রিয়েল-টাইম" অর্থাৎ যখন আসলে লাইভ স্ট্রিমিং আসলে চলছে, সেই সময়টিতে অন্যান্য যে সব ব্যবহারকারীদের কাছে এই লাইভ সেশনের পরবর্তী সময়ে সীমিত সময়ের জন্য উপলব্ধ হতে পারে। অন্যান্য ক্ষেত্রে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ কন্টেন্ট "রিয়েল-টাইম" সময়কালে উপলব্ধ করা যেতে পারে যেখানে লাইভ স্ট্রিম হচ্ছে, সেইসাথে প্রাথমিক "রিয়েল-টাইম" লাইভ স্ট্রিম হয়ে যাবার পর (এই ধরনের লাইভ বিষয়বস্তুর একটি সংরক্ষিত এবং রেকর্ড করা সংস্করণ হিসাবে) উপলব্ধ হতে পারে যতক্ষণ না প্রযোজ্য ব্যবহারকারী, যিনি এই লাইভ বিষয়বস্তু তৈরি করেছেন, তিনি এটিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে না দেন। যে সব ব্যবহারকারী প্ল্যাটফর্মে “লাইভ-স্ট্রিম”/বিষয়বস্তু আপলোড করছেন, তারা নিয়মাবলী অনুসারে এই ধরণের বিষয়বস্তু পরিবেশনার জন্য এবং এই বিষয়বস্তুর সম্পাদনের জন্য এবং/অথবা তাদের গুণমানের সম্পর্কে অন্যান্য ব্যবহারকারীদের সাথে বিসংবাদ মেটাবার জন্য একান্তভাবে দায়ী থাকবেন। এই ধরনের সংশয় পরিহার করার জন্য লাইভ বিষয়বস্তুকে “ইউজার কনটেন্ট” এবং “UGC” মনে করা হবে যেমনটি এখানে সংজ্ঞায়িত হয়েছে এবং সেইসব প্রতিটি ব্যবহারকারী, যারা এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য লাইভ বিষয়বস্তু স্ট্রিম, আপলোড ও পক্ষান্তরে উপলব্ধ করে থাকেন, সন্মত হচ্ছেন যে এই ধরনের বিষয়বস্তু অনুমোদিত ইউজার কনটেন্ট লাইসেনস এবং তার মধ্যে অন্য ব্যবহারকারীর বিষয়বস্তু সম্পর্কে প্রযোজ্য যাবতীয় নিয়ম ও শর্তাবলীর (কমিউনিটি নির্দেশিকা এবং অন্য যাবতীয় উপস্থাপনা ও ওয়ার‍্যান্টিকে মান্যতা দান সহ কিন্তু তাতেই সীমায়িত না থেকে) অনুবর্তী হবে। পরিশেষে, আপনি সন্মত ও স্বীকৃত হচ্ছেন যে লাইভ বিষয়বস্তু অতিরিক্ত বৈশিষ্ট্য এবং কার্যকারিতা সমন্বিত হতে পারে (উদা. শেয়ার করা, কমেন্ট করা, পারস্পরিক আদানপ্রদান বিষয়ক বৈশিষ্ট্য ইত্যাদি) এবং কোম্পানিও লাইভ বিষয়বস্তুর কয়েকটি বৈশিষ্ট্য এবং কার্যকারিতার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে যেগুলি পক্ষান্তরে এই প্ল্যাটফর্মে আপলোড হওয়া অন্যান্য ধরনের ব্যবহারকারীর বিষয়বস্তুর জন্য উপলব্ধ হবে।

(b) আপনি লাইভ বিষয়বস্তু সম্পর্কে যাবতীয় প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধান অনুবর্তী থাকার জন্য সন্মত হচ্ছেন। লাইভ বিষয়বস্তু ও আর্কাইভ বিষয়বস্তু, যদি থাকে, প্রযোজ্য অনুসারে ব্যবহারকারীর তৈরি করা বিষয়বস্তু হিসাবে গণ্য হবে, তবে সেক্ষেত্রে তা আপনার দ্বারা এই নিয়মাবলী স্বীকার করার অনুসারী হবে। তদুপরি, আপনার সুনিশ্চিতকরণ ও প্রতিনিধিত্ব সাপেক্ষে মনে করা হচ্ছে যে আপনি লাইভ বিষয়বস্তুর সময়সীমা সম্পর্কিত স্ট্রিমিং পরিসরে যাবতীয় নিয়ন্ত্রণ সম্বন্ধীয় প্রয়োজন নিষ্পন্ন করেছেন যার অন্তর্ভূক্ত কিন্তু সীমায়িত নয় বোধে যাবতীয় অনুমোদন, হুকুমনামা, অনুজ্ঞা প্রাপ্তি, নিবন্ধীকরণ, অথবা প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি সম্পর্কিত কাজকর্ম সুসম্পন্ন করেছেন এবং আপনি এইজাতীয় অনুজ্ঞা (প্রযোজ্য বোধে প্রসারন সম্পর্কিত লাইসেনস সহ), নিবন্ধন, সন্মতি, বিজ্ঞপ্তি অথবা অনুমতি প্রাপ্ত হয়েছেন।

(c) আপনার যে সব ব্যবহার প্রসঙ্গে এইসব নিয়মাবলী নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে তা হলো : (i) এই চুক্তিপত্রের সাপেক্ষে জোশ ক্যামেরা ফিচার বা অ্যাপ এবং কোন সহগামী ফাইলে চিহ্নিত করা অন্য কোন সফটওয়্যার এবং সরঞ্জাম (একত্রে, “জোশ ক্যামেরা সফটওয়্যার”); এবং (ii)  জোশ ক্যামেরা সফটওয়্যার সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু দলিল প্রদর্শন, যার মধ্যে রয়েছে ভিডিও টিউটোরিয়ালস এবং অন্যান্য তথ্যাদি যা এই প্ল্যাটফর্মে, অ্যাপ থেকে বা অন্য কোনভাবে ব্যবহারকারীদের উপলব্ধ হবে, (একত্রে, “দলিল প্রনয়ন”) সেই বিষয়ক নিয়মাবলী বা পক্ষান্তরে যেটি ভার্সে লিখিত ভাবে সুনির্দিষ্ট করেছে। জোশ ক্যামেরা সফটওয়্যার ও তার দলিল প্রদর্শন (একত্রে, “জোশ ক্যামেরা”) ডাউনলোড মাধ্যমে বা অন্য কোন উপায়ে জোশের একান্ত ইচ্ছানুসারে পাওয়া যাবে। জোশ ক্যামেরা ডাউনলোড, ইনস্টল, ধারন অথবা ব্যবহার করার তারিখে (“কার্যকরী তারিখ”) এইসব নিয়মাবলী কার্যকরী থাকবে।

10. মেধা সম্পত্তির অধিকার ও অনুজ্ঞাপত্র

10.1. বর্তমানে ও ভবিষ্যতে সর্বদা আপনার এই প্ল্যাটফর্ম ব্যবহার কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট এবং ট্রেড সিক্রেট সহ মেধা সম্পত্তির ব্যবহার সংশ্লিষ্ট আইন সাপেক্ষ হবে ও তার দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনি কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট এবং ট্রেড সিক্রেট মালিকানা এবং মেধা সম্পত্তির ব্যবহার সংক্রান্ত আইন মেনে চলবেন এবং আইন অনুসারে আপনার ডিভাইস দ্বারা এই প্ল্যাটফর্মের ব্যবহারের ফলে মেধা সম্পত্তি সংক্রান্ত অধিকারভঙ্গের ঘটনা ঘটলে আপনি একান্তভাবে দায়ী হবেন। আপনার পরিষেবাদির প্রাপ্যতা ও ব্যবহারের একটি শর্ত হিসাবে আপনি কোন মেধা সম্পত্তির অধিকারভঙ্গ হবার মতো কোন পরিষেবা ব্যবহার না করতে সন্মত হচ্ছেন। আমরা আগাম বিজ্ঞপ্তি দিয়ে অথবা না দিয়ে যে কোন সময় আমাদের একান্ত বিবেচনাক্রমে স্বীয় অধিকার বলে যে কোন ব্যবহারকারীর অ্যাকাউন্টের প্রাপ্যতা আটকে দিতে পারি এবং/অথবা অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিতে পারি যদি তিনি কোন কপিরাইট অথবা অন্যান্য মেধা সম্পত্তির ব্যবহার সংক্রান্ত আইন ভঙ্গ করে থাকেন বা তার বিরুদ্ধে এইরকম অভিযোগ করা হয়ে থাকে। যে কোন তৃতীয়পক্ষের মেধা সম্পত্তির ব্যবহার প্রসঙ্গে আপনাকে সরাসরি মেধা সম্পত্তির সত্ত্বাধিকারীর কাছ থেকে অনুমতি নিতে হবে।

10.2 আমাদের আইপি : এই প্ল্যাটফর্মের যাবতীয় ট্রেডমার্ক, ব্র্যান্ড এবং পরিষেবাদির চিহ্নসমূহ ইটার্নোর সম্পত্তি অথবা ইটার্নোর কাছ থেকে লাইসেনস প্রাপ্ত। এই প্ল্যাটফর্ম সম্পর্কে যাবতীয় কপিরাইট ও ডেটাবেস ইটার্নোর অধিকারভূক্ত। এই ওয়েবসাইটের অন্তর্ভূক্ত বিষয়বস্তু সমূহ, যথা প্রতিবেদন, লেখা, গ্রাফিকস, লোগো, আইকন, এবং ছবি (এতেই সীমায়িত নয়) একান্তভাবে ইটার্নোর সম্পত্তি এবং নিজ নিজ ক্ষেত্রবিশেষে অন্যান্য সম্পত্তির অধিকারীগণ ইটার্নোকে তাদের সম্পত্তি ব্যবহার করার অধিকার ও অনুজ্ঞা প্রদান করেছেন এবং সেটি কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। যাবতীয় ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, এবং ট্রেড নেম ইটার্নোর সম্পত্তি এবং এবং নিজ নিজ ক্ষেত্রবিশেষে অন্যান্য সম্পত্তির অধিকারীগণ ইটার্নোকে তাদের এইজাতীয় চিহ্নাদি ব্যবহারের অধিকার ও অনুজ্ঞা প্রদান করেছেন। এই প্ল্যাটফর্ম ও এই প্ল্যাটফর্মে ব্যবহৃত অন্তর্নিহিত প্রযুক্তি অথবা সফটওয়্যার ইটার্নো অথবা তার ব্যবসায়িক সহযোগী, অধিভূক্ত সংস্থা বা কোন তৃতীয় পক্ষের অধিকারভূক্ত হতে পারে। এমনকি আপনার ডিভাইসে ইনস্টলেশন হবার পরেও আপনাকে এই প্ল্যাটফর্মের অনুজ্ঞাপত্র দেওয়া হয়েছে মাত্র, বিক্রি করা হয়নি। ইটার্নো এই অনুজ্ঞা বিষয়ক চুক্তিপত্র নির্ভর দায়িত্ব অথবা তার কোন অংশবিশেষ কোন আরোপিত বিধিনিষেধ ছাড়া কাউকে অর্পন করতে পারে। আপনি এই অনুজ্ঞা পত্রের অধীনে নিজ অধিকার সম্পর্কে কোন তৃতীয়পক্ষকে দায়িত্ব আরোপ, হস্তান্তর অথবা উপ-অনুজ্ঞাপত্র প্রদান করতে পারবেন না।

10.3 যদি কোন মেধাসম্পত্তির ক্ষেত্রে নির্দিষ্টভাবে ভার্সের মালিকানার কথা বলা থাকে তাহলে তার মালিকানা যারই হোক না কেন, কোন নিয়মভঙ্গ, অনধিকার চর্চা এবং প্রতারনার ক্ষেত্রে সত্ত্বাধিকারি যথাযথ ব্যবস্থা নিতে পারেন। মেধা সম্পত্তির মালিক/একান্ত লাইসেনস প্রাপকের আগাম লিখিত সন্মতি না নিয়ে আপনি কপিরাইট সম্পন্ন বিষয়বস্তু, ট্রেডমার্ক বা অন্যান্য সম্পত্তিতূল্য তথ্যাদি ডাউনলোড করবেন না বা অন্যদের ডাউনলোড করতে প্রোৎসাহিত করবেন না।  

10.4 আপনি আপনার নিজস্ব বিষয়বস্তুর মালিকানা বজায় রাখছেন এবং আমাদের সেই বিষয়বস্তু সম্পর্কে লাইসেন্স প্রদান করতে পারেন যা আপনি আপলোড করতে পারেন, পোস্ট করতে পারেন বা প্রেরণ করতে পারেন (যেমন একটি স্ট্রিমের মাধ্যমে) বা পক্ষান্তরে টেক্সট, আলোকচিত্র, ভিডিও, সাউন্ড রেকর্ডিং সহ পরিষেবাগুলির মাধ্যমে (যদিও তালিকা এতেই সীমায়িত নয়) সামগ্রী বিষয়বস্তু উপলব্ধ করতে পারেন৷ আমাদের কাছে পাঠানো ব্যবহারকারীর বিষয়বস্তু সম্পর্কে আপনি বা আপনার ব্যবহারকারীর বিষয়ের সত্ত্বাধিকারী অদ্যপি অধিকার বজায় রাখলেও আপনি আমাদেরএকটি নি:শর্ত, ফেরতঅযোগ্য, সাধারন, রয়্যালটিবিহীন, সম্পূর্ণ হস্তান্তরযোগ্য, চিরস্থায়ী, বিশ্বজনীন লাইসেনস প্রদানের মাধ্যমে এর ব্যবহার, উপযোগীকরণ, প্রকাশনা এবং/অথবা প্রেরণ, এবং/অথবা বিতরনের অধিকার দিচ্ছেন তথা এই পরিষেবার অন্যান্য ব্যবহারকারীদের এবং অন্যান্য তৃতীয়পক্ষকে যে কোন প্ল্যাটফর্ম থেকে যে কোন ফর্ম্যাটে আপনার নিজস্ব বিষয়বস্তু দেখা, অ্যাক্সেস, ব্যবহার, ডাউনলোড, উপযোগীকরণ, প্রকাশনা এবং/অথবা প্রেরণ সংক্রান্ত অধিকার দিচ্ছেন।      

10.5 আপনি এতদ্বারা ভার্সের সপক্ষে একটি বিশ্বজনীন, রয়্যালটিবিহীন, চিরস্থায়ী, সাধারন, ফেরতঅযোগ্য, হস্তান্তরঅযোগ্য, নিয়োগযোগ্য, সাব লাইসেন্সযোগ্য অধিকার অর্পন করছেন যার প্রভাবে ভার্সে আপনার বিষয়বস্তু ও আপনার দ্বারা প্ল্যাটফর্মে উপলব্ধ করা বিষয়বস্তুসমূহ অ্যাক্সেস, ব্যক্তিগত ব্যবহার, অনুলিপি, প্রতিলিপি, উপযোগীকরণ, ব্যুৎপত্তি নির্ভর সম্পাদন, বানিজ্যিক সুবিধা আহরণ, জনসমক্ষে প্রকাশ, প্রসারণ করতে পারবে। আপনি বুঝতে পারছেন ও সন্মত হচ্ছেন যে ভার্সে বিষয়বস্তু সম্পর্কে এই প্ল্যাটফর্ম ও অন্যান্য প্ল্যাটফর্ম, অ্যাপ্লিকেশনসমূহ, সামাজিক মাধ্যমের পেজ বা অন্য কোন ডিভাইসে প্রদর্শন/যোগাযোগের উপায়গুলিকে এই অধিকার চর্চার মাধ্যমে নিজ নিয়ন্ত্রণে রাখতে পারবে। তদুপরি, আপনি সন্মত হচ্ছেন ও স্বীকার করছেন যে আমরা যে কোন তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে যে কোন ভাবে এখনও পর্যন্ত স্পষ্টভাবে নির্দেশ করা না থাকলেও আপনার বিষয়বস্তু ব্যবহার করতে পারবো, আপনার বিষয়বস্তু বা অন্যান্য উপাদান দেওয়ানেওয়া অথবা বিভিন্ন তৃতীয়পক্ষের প্ল্যাটফর্মে প্রসারনের জন্য, যার মধ্যে সামাজিক মাধ্যম চ্যানেলগুলি এবং অন্যান্য তৃতীয়পক্ষের সাইটগুলি রয়েছে, যেমন উদাহরণ স্বরূপ ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, মিডিয়া চ্যানেলগুলির মতো কোন তৃতীয় পক্ষের প্রোগ্রাম (যদিও তালিকা এখানেই সীমায়িত নয়) আপনার কাছ থেকে এই প্রসঙ্গে কোন সুস্পষ্ট অনুমতি বা সন্মতি আমাদের নিতে হবে না। তাছাড়াও, উপরোক্ত উদ্দেশ্যে আপনাকে কোন তৃতীয় পক্ষ সত্ত্বাধিকারীর সংস্পর্শে আনার জন্য আমরা দায়ী থাকবো না। আপনার প্রতিনিধিত্ব সাপেক্ষে আপনি এই চুক্তি ও প্ল্যাটফর্মের নীতি তথা যাবতীয় প্রযোজ্য আইন ও প্রবিধান মোতাবেক ভার্সেকে এই ধরনের অধিকার প্রদানের জন্য অনুমোদিত। আপনি স্বীকার ও নিশ্চিতকরণ পূর্বক সন্মত হচ্ছেন যে আপনার পোস্ট করা বিষয়বস্তু সম্পর্কিত যাবতীয় মেধাসম্পত্তি আপনার উপর ন্যস্ত এবং এই প্ল্যাটফর্মে এই জাতীয় বিষয়বস্তু পোস্ট, প্রদর্শন, প্রতিলিপি, অনুলিপি, প্রসারণ, জনসমক্ষে প্রকাশ সম্পর্কে আপনি একটি বৈধ লাইসেনস ধারণ করছেন।    

10.6 বিষয়বস্তু বন্টন : আপনি অবগত ও সহমত হচ্ছেন যে ভার্সে একটি অনুজ্ঞাপত্র মাধ্যমে এই প্ল্যাটফর্মে আপনার নিজস্ব বিষয়বস্তু এবং আপনার সরবরাহ করা বিষয়বস্তু একান্ত পর্যায়ে, বিশ্বজনীন, রয়্যালটি-ফ্রি, চিরস্থায়ী, সীমাহীন এবং অবাধ কপি করা সহ এই প্ল্যাটফর্মে অথবা প্ল্যাটফর্মের পরিসরের বাইরে (তৃতীয় পক্ষের প্ল্যাটফর্ম/মিডিয়া মারফৎ) বানিজ্যিক ও অবানিজ্যিক, উভয় উদ্দেশ্যেই জনসমক্ষে প্রকাশ ও প্রসারণ করতে পারবে। আপনি অবগত ও সন্মত হচ্ছেন যে ভার্সে অনুমোদিত মেধা সম্পদ সংক্রান্ত অনুজ্ঞাপত্র ভিত্তিক অধিকার বলে (কপিরাইট, ট্রেডমার্ক, ডিজাইন ও পেটেন্ট সহ কিন্তু তাতেই সীমায়িত নয়) এই প্ল্যাটফর্মে আপনার তৈরী বিষয়বস্তু থেকে যাবে।

10.7 আপনার বিষয়বস্তুর মালিকানা আপনার থাকবে অর্থাৎ আপনি নিজের বিষয়বস্তু সংশ্লিষ্ট মেধা সম্পত্তি অধিকার বজায় রাখবেন।

10.8 আপনি বুঝছেন ও সম্মত হচ্ছেন যে VerSe ব্যবহারকারীর বিষয়বস্তু তার ব্যবসায়িক সহযোগী, অধিভূক্ত সংস্থা, তৃতীয় পক্ষ এবং অন্য যেকোন সত্তাসমূহের কাছে তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রয়োজনীয় বোধে বিতরণ করার অধিকার সংরক্ষণ করে।

10.9 এই প্ল্যাটফর্মে বিষয়বস্তু পোস্ট করার মাধ্যমে, আপনি সুনিশ্চিত করছেন যে আপনি এর অন্তর্ভূক্ত সমস্ত বিষয়বস্তুর এবং অন্তর্নিহিত কাজের সত্বাধিকারী, অথবা প্ল্যাটফর্মের মাধ্যমে সামগ্রী উপলব্ধ করার জন্য সত্বাধিকারী কর্তৃক অনুমোদিত৷

11. গোপনীয়তা

11.1  আপনি এতদ্বারা এই মর্মে সম্মত হচ্ছেন যে আপনি প্ল্যাটফর্ম বা ভার্সে সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের কাছে কোনো গোপনীয় তথ্য প্রকাশ করবেন না যা আপনি প্ল্যাটফর্ম ডাউনলোড, ইনস্টল, অ্যাক্সেস বা ব্যবহার করার কারণে বা অন্য কোনো উপায়ে আপনার আয়ত্তগত হয়েছে। তদুপরি, আপনি সন্মত হচ্ছেন যে কোন পরিস্থিতিতে যদি এই ধরনের গোপনীয় তথ্যাদি আপনার মাধ্যমে প্রকাশ পায় যা চুক্তিভঙ্গের সমতুল্য, সেক্ষেত্রে ভার্সে একান্ত নিজস্ব বিবেচনা অনুযায়ী আপনাকে কোন আগাম বিজ্ঞপ্তি না দিয়েই আপনার অ্যাকাউন্ট(সমূহ) মুছে ফেলে এই চুক্তিটিকে সমাপ্ত করতে পারে অথবা যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত বোধে অন্যতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

11.2 যদি কোন পরিস্থিতিতে তৃতীয়পক্ষের কাছে গোপনীয় তথ্যাদি পাচার হোয়ার বিষয়ে আপনি ওয়াকিবহাল থাকেন, তাহলে আপনি সে সম্পর্কে অবিলম্বে ভার্সেকে সূচীত করবেন।

12. ব্যবহারকারীর বাধ্যবাধকতা/নিয়ম ও প্রবিধানসমূহ

প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের বিষয়বস্তু এবং যেকোন ব্যবহারকারীর বিষয়বস্তু যা অন্যের অধিকারে থাকায় যার ব্যবহার, সংশোধন, পুন:প্রকাশ, প্রতিলিপি, অনুলিপি, প্রকাশন, বিতরন, ডাউনলোড, বিক্রয়, পুনর্বিক্রয়, রূপান্তর, পুনরায় ডিজাইন, পুনরায় সজ্জিত করা, পুনরায় প্রেরণ করা, অথবা পক্ষান্তরে আপনার দ্বারা কোন উদ্দেশ্যে কাজে লাগানো হয়নি সেইসব ব্যতিরেকে যা সরঞ্জাম, সামগ্রী, পরিষেবা, কার্যকারিতা এবং/অথবা প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ বৈশিষ্ট্যসমূহ দ্বারা প্রদত্ত সুবিধা অনুযায়ী অথবা প্রতিটি ক্ষেত্রে ভার্সের পক্ষ থেকে আগাম, সুস্পষ্ট, লিখিত সন্মতি ছাড়া প্রযোজ্য ব্যবহারকারী এবং/অথবা তার প্রযোজ্য তৃতীয়পক্ষ সত্ত্বাধিকারীর ব্যবহার্য হবে না।

12.1 ব্যবহারের শর্ত হিসাবে আপনি চুক্তি অনুযায়ী নিষিদ্ধ কোন উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি ব্যবহার নাকরার জন্য প্রতিশ্রুত হচ্ছেন। প্ল্যাটফর্ম সম্পর্কিত আপনার যাবতীয় সক্রিয়তার জন্য আপনি দায়ী থাকবেন।

12.2 আপনি সন্মতি ও প্রতিশ্রুতি দেবার সাথে সাথে নিশ্চিত করছেন যে আপনি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে আপনার জন্য অনুমোদিত বিষয়বস্তু অ্যাক্সেস করার জন্য এবং আপনার তৈরী বিষয়বস্তু দেওয়ানেওয়া করার জন্য এই প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য অনুমতিপ্রাপ্ত।  

12.3 আপনি এতদ্বারা স্বীকৃত হচ্ছেন ও মানছেন যে এই প্ল্যাটফর্মের সুবিধারাশি ব্যবহার, গ্রহণ, এবং উপলব্ধ হবার বিষয়টি ভার্সের পরিষেবা সংশ্লিষ্ট নিয়মাবলী, গোপনীয়তা নীতি ও কমিউনিটি নির্দেশিকা দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং আপনি উক্ত নথি অনুযায়ী কাজ করবেন।

12.4 যদি আপনি আপনার শিল্প পরিসরে প্রযোজ্য কোন ব্যবসা, বিজ্ঞাপন, বিপণন, গোপনীয়তা ও অন্যান্য স্ব-নিয়ন্ত্রিত নীতিমালার প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে অতিরিক্ত হিসাবে, আপনি যাবতীয় প্রযোজ্য আইন ও তার প্রবিধানসমূহ মেনে চলবেন।

12.5 আপনি এমন কোন বিষয়বস্তু হোস্ট, প্রদর্শন, আপলোড, সংশোধন, প্রকাশ, প্রেরণ, সঞ্চয়, আপডেট বা ভাগাভাগি করবেন না যা :

i. অন্য কোন ব্যক্তির অধিকার এবং যার উপর ব্যবহারকারীর কোন অধিকার নেই;

 ii. মানহানিকর, অশ্লীল, পর্ণোগ্রাফিক, শিশুদের সংশ্লিষ্ট যৌনতা সম্বন্ধীয়, শারীরিক গোপনীয়তা সম্বন্ধীয় সহ অন্যের গোপনীয়তা হানিকারক, লিঙ্গ ভিত্তিতে অপমানজনক বা হেনস্থামূলক, কুৎসাপূর্ণ, জাতি ও বর্ণের ভিত্তিতে আপত্তিকর অথবা অর্থপাচার বা জুয়ার জন্য প্ররোচনামূলক অথবা অপরপক্ষে বলবৎ আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ কিংবা বিপরীত;  

iii. শিশুদের পক্ষে ক্ষতিকর;

iv. যে কোন পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট বা অন্যান্য সত্ত্বাধিকার সম্পর্কিত অধিকারকে হনণ করে;

v. কোন সময়সীমায় বলবৎ আইনকে লঙ্ঘন করে;

vi. কোন বার্তার উৎস সম্পর্কে প্রাপককে ঠকায় বা বিভ্রান্ত করে  অথবা জ্ঞনত: এবং ইচ্ছাকৃতভাবে এমন কিছু তথ্য পাঠায় যা স্পষ্টত: মিথ্যা বা বিভ্রান্তিমূলক প্রকৃতির কিন্তু যা যুক্তিসঙ্গতভাবে আসল ঘটনা হিসাবে প্রতীয়মান হতে পারে।  

vii. অন্য ব্যক্তির ছদ্মবেশ ধারণ;

viii. ভারতের ঐক্য, অখন্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব তথা অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনাদেশ সম্পর্কে আশঙ্কাজনক কিংবা যা কোন বিচার্য অপরাধ সংঘটনের পক্ষে উসকানিমূলক অথবা কোন অপরাধের অনুসন্ধানকে বাধাদান করে অথবা জাতির পক্ষে অপমানজনক;  

ix. একটি সফটওয়্যার ভাইরাস অথবা অন্য যে কোন কম্পিউটার কোড,ফাইল অথবা প্রোগ্রাম সম্পন্ন, যাকে যে কোন কম্পিউটার সম্বন্ধীয় সংস্থানের সক্রিয়তাকে বাধাদান, ধ্বংস, অথবা সীমায়িত করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে।

x.  স্পষ্টত: ভুল অথবা অসত্য এবং বিভ্রান্তকারী হয় অথবা কোন ব্যক্তি বা সত্তাকে হেনস্থা করার উদ্দেশ্যে কিংবা কোন এজেন্সির কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের জন্য বা কোন ব্যক্তির অনিষ্ট সাধনের উপযোগী কোন আঙ্গিকে লেখা অথবা প্রকাশিত হয়

xi. যাতে ভার্সের ব্যবসায়িক স্বার্থ ক্ষুন্ন হয়, তা যে কোন ভাবেই হোক না কেন;

xii. যে কোন প্রকারে প্ল্যাটফর্মের ক্ষতিসাধন করে বা অবনতি ঘটায় অথবা প্ল্যাটফর্মের কর্মক্ষমতা, উপলব্ধতা ও প্রাপ্যতা প্রসঙ্গে প্রতিবন্ধ সৃষ্টি করে;

xiii. ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন, প্রচারণা বিষয়ক বর্ণনা দেয় বা ব্যবসা বিষয়ক অনুরোধ বা অন্য কোন ধরনের উপরোধ উপস্থাপন করে;

xiv. অন্য কোন ব্যবহারকারীর পাসওয়ার্ড, অ্যাকাউন্ট, সংবেদনশীল ব্যক্তিগত তথ্যাদি বা অন্যান্য ব্যক্তিগত তথ্যাদি হাতিয়ে নেবার উদ্দেশ্যে তৈরি করা কোন যোগাযোগ অথবা অনুরোধ পোস্ট অথবা পাঠায়;

xv. প্ল্যাটফর্ম, তার সার্ভার বা কোন সংলগ্ন নেটওয়ার্ককে হ্যাক করে বা অনধিকার চর্চা করে;

xvi. অযাচিত, অননুমোদিত বিজ্ঞাপন, প্রচারনামূলক উপকরণ অথবা তথ্য জ্ঞাতকরণের ঘোষণা সহ (যদিও তাতেই সীমায়িত নয়) স্প্যাম পোস্ট অথবা প্রেরণ করে; এবং

xvii. খবর/সাম্প্রতিক ঘটনাপঞ্জী সংশ্লিষ্ট বিষয়বস্তু প্রদর্শন করে।

12.6 আপনি নিম্নলিখিত নিষিদ্ধ ক্রিয়াকলাপে লিপ্ত হবেন না -

i. আপনি যে কোনো সময়ে প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাক্সেস করা বিষয়বস্তু অবৈধভাবে ডাউনলোড/সেভ করবেন না, অথবা অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধের জন্য অথবা প্ল্যাটফর্মের যে কোন অংশের অনুলিপি করার বিরুদ্ধে ভার্সের গৃহীত কোন প্রযুক্তিগত ব্যবস্থাকে ফাঁকি দেবার চেষ্টা করবেন না।

ii. আপনি প্ল্যাটফর্মের কোন অংশকে পরিবর্তন অথবা সংশোধন করবেন না এবং/অথবা এই প্ল্যাটফর্মটিকে কোন বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করবেন না।

iii.  আপনি প্ল্যাটফর্মের অংশবিশেষ কোন ওয়েব পেজের কোন অংশকে রিফরম্যাট অথবা ফ্রেম করবেন না।

iv. আপনি সংবেদনশীল ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত খোঁজখবর বা অন্যান্য ব্যবহারকারীদের সম্পর্কিত অন্য কোনো ধরনের তথ্য স্পাইডারিং বা স্ক্র্যাপিং মাধ্যমে (যদিও এতেই সীমায়িত নয়) সংগ্রহ বা সংগ্রহ করার চেষ্টা করবেন না।

v. আপনি ইচ্ছাকৃতভাবে বাস্তব অথবা কাল্পনিক অন্য কোন ব্যক্তির ছদ্মবেশ পরিগ্রহ করবেন না অথবা পক্ষান্তরে কোন ব্যক্তি বা সত্তার সাথে আপনার সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করবেন না, উদাহরণ স্বরূপ, অন্য কোন ব্যক্তি বা কোম্পানির নামে নিজেকে নিবন্ধীত করবেন না অথবা অন্য ব্যক্তির নাম নিয়ে বার্তাপ্রেরণ বা মন্তব্য প্রকাশ করবেন না অথবা অন্য কোন ব্যবহারকারীর রূপ পরিগ্রহ করবেন না অথবা পক্ষান্তরে নিজের পরিচয় নিয়ে প্রতারণা করবেন না।

vi. আপনি ভাড়া, বিক্রি বা স্থানান্তর বা ইজারা দেবেন না বা প্ল্যাটফর্মের এবং/অথবা কোন ভার্সে অ্যাকাউন্টের অ্যাক্সেস বিক্রি বা স্থানান্তর করার প্রস্তাব দেবেন না অথবা কোন তৃতীয়পক্ষকে আপনার নাম, পাসওয়ার্ড অথবা প্ল্যাটফর্মের কোন বিষয়বস্তু ব্যবহার করতে দেবেন না।

vii. আপনি প্ল্যাটফর্ম বা এর কোনো বিষয়বস্তু পুনঃবিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন না বা নিজের বা কোনো তৃতীয় পক্ষের সুবিধার জন্য অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড বা অনুলিপি করবেন না। এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তার পুনরুত্পাদন, প্রতিলিপি, অনুলিপি, বিক্রি, পুনরায় বিক্রি, পরিদর্শন অথবা পক্ষান্তরে অনৈতিক ভাবে সুযোগ সন্ধান করা যাবে না।

viii. আপনি কোন তৃতীয় পক্ষকে আপনার অ্যাকাউন্ট ব্যবহারের অনুমোদন দেবেন না।

ix. আপনি কোন ফৌজদারী অপরাধ সংঘটন, নাগরিক দায় উদ্ভূত হবার মতো অথবা পক্ষান্তরে আইন ও প্রবিধানভঙ্গকারী কোন সক্রিয়তার বিষয়ে এমন কোনভাবে প্রতিশ্রুতিবদ্ধ বা জড়িত হবেন না অথবা সেরকম কোন কিছুর সপক্ষে উৎসাহপ্রদান, অনুরোধ অথবা প্ররোচনা দেবেন না; অথবা বেআইনি ভাবে বা অনধিকার চর্চার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন না, আপনি নিজ আচরণ, বিষয়বস্তু ও তথ্যাদি সম্পর্কে স্থানীয় প্রযোজ্য আইন অনুসারী থাকবেন, প্ল্যাটফর্মের ব্যবহার ক্রমে আপনার আপলোড, সংরক্ষণ, পরিবেশন ও প্রসারণ করা হাইপারলিঙ্কসমূহ যার অন্তর্ভূক্ত থাকবে।

x. আপনি কোন ট্রেডমার্ক, কপিরাইট, বা অন্যান্য অধিকারভূক্ত অথবা আইনি বিজ্ঞপ্তির অন্তর্ভূক্ত অথবা এই প্ল্যাটফর্মে দৃশ্যমান বা এই প্ল্যাটফর্মে প্রকাশিত কোন কিছুরই পরিবর্তন বা অপসারণ করবেন না বা তা করার চেষ্টা করবেন না। আপনি ভার্সে এবং তার অধিভূক্ত সংস্থার বা অন্যান্য ব্যবহারকারীদের কোন ট্রেডমার্ক, লোগো বা অন্যান্য অধিকারভূক্ত তথ্যাদির (ছবি, বিষয়বস্তু, মিউজিক, টেক্সট, পেজ লে-আউট অথবা ফর্ম সহ) চারপাশ ঘিরে কোন ফ্রেম বসাবেন না বা ফ্রেম বসাবার কৌশল অবলম্বন করবেন না। আপনি ভার্সের নাম বা ট্রেডমার্ক ব্যবহার করে কোন মেটা-ট্যাগ অথবা অন্য কোন “হিডেন ট্যাগ” ব্যবহার করার অধিকারী হবেন না যদি না আপনার কাছে ভার্সের সুস্পষ্ট ও লিখিত সন্মতি থাকে। আপনি ভার্সের কাছ থেকে আগে থেকে সুস্পষ্ট ও লিখিত অনুমতি প্রাপ্ত না হয়ে লিঙ্কের অংশ হিসাবে ভার্সের কোন লোগো অথবা অন্যান্য অধিকারাধীন গ্রাফিক বা ট্রেডমার্ক ব্যবহার করতে পারেন। এই রকম যে কোন অনুমোদহীন ব্যবহারের জন্য প্রাপ্ত অনুমতি অথবা ভার্সে অনুমোদিত অনুজ্ঞাপত্র বাতিল হতে পারে।

xi. আপনি রাশিকৃত করা, অন্য উদ্দেশ্য সাধন, সঙ্গতিপূর্ণ করা, অনুলিপি, পুন:প্রকাশ, উপলব্ধ করা বা পক্ষান্তরে জনসাধারণের সাথে যোগাযোগ করতে, প্রদর্শন, সম্পাদন, স্থানান্তর, সরবরাহ, বিতরণ বা অন্যথায় সামগ্রী ব্যবহার বা কাজে লাগানোর জন্য প্ল্যাটফর্মে সরবরাহকৃত ফিচারের মাধ্যম ব্যতীত স্ক্র্যাপিং কিংবা সমজাতীয় কোন কৌশল ব্যবহার করবেন না।

xii. আপনার অনুমতি সাপেক্ষে কোন তৃতীয়পক্ষ যেন প্ল্যাটফর্মের অবজেক্ট কোডের অনুলিপি বা উপযোগী করতে না পারে অথবা প্ল্যাটফর্মের কোন অংশের অবজেক্ট কোড সম্পর্কে রিভার্স ইঞ্জিনিয়ার, রিভার্স অ্যাসেম্বল, টুকরো করে বিচ্ছিন্ন করা, পরিবর্তন করা অথবা উৎস সন্ধান করা অথবা বাধাদান বা বাধাদানের চেষ্টা করতে অথবা অনুলিপি প্রতিরোধী কোন প্রণালীকে নকল করতে না পারে অথবা বিষয়বস্তু বা প্ল্যাটফর্ম সংক্রান্ত কোন অধিকার ব্যবস্থাপনা বিষয়ক তথ্যাদিকে অধিগত করতে না পারে।

xiii. আপনি কোনো ভাইরাস, ওয়ার্ম, ত্রুটি, ট্রোজান হর্স, ক্যানসেলবট, স্পাইওয়্যার সহ অন্যান্য কলুষিত বা ধ্বংসাত্মক প্রকৃতির জিনিস, অ্যাডওয়্যার, প্যাকেট বা আইপি স্পুফিং, জাল রাউটিং বা ইলেকট্রনিক মেল ঠিকানা বিষয়ক তথ্য বা অনুরূপ পদ্ধতি বা প্রযুক্তি, ক্ষতিকারক কোড, ফ্লাড পিংস, ম্যালওয়্যার, বট, টাইম বোমা, ওয়ার্ম, বা অন্য ক্ষতিকারক বা দূষিত উপাদান পাঠাবেন না যার প্রভাবে প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্মের অংশ বা সংযুক্ত নেটওয়ার্কগুলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, কিংবা অন্যান্য ব্যবহারকারীদের পক্ষে প্ল্যাটফর্মের ব্যবহার এবং উপভোগ বিষয়টিকে স্তিমিত, ব্যাহত, সীমাবদ্ধ বা বাধাপ্রাপ্ত করতে পারে।

xiv.  আপনি অন্যান্য ব্যবহারকারীদের অথবা কোন ভার্সের এবং/অথবা অধিভূক্ত সংস্থার কর্মচারীকে গোপনে অনুসরণ, শোষণ, ভীতিপ্রদর্শণ অথবা পক্ষান্তরে হয়রানি করবেন না।

xv. আপনি ভার্সের কোনো ডেটা সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করবেন না বা পাশ কাটিয়ে যাবেন না কিংবা তার চেষ্টা করবেন না; আপনার ব্যবহারের পক্ষে অভিপ্রেত নয় এমন তথ্য অথবা সামগ্রী নেবেন না বা নেবার চেষ্টা করবেন না; আপনি অনধিকার সত্বেও কোন অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন না বা তার চেষ্টা করবেন না; ভার্সের সার্ভার, সিস্টেম অথবা নেটওয়ার্ক স্ক্যান করা বা কোনরকম পরীক্ষা করতে যাবেন না বা অনুমোদনহীন প্রবেশ বা সেই চেষ্টা করবেন না অথবা ভার্সের যাচাইকরণ পদ্ধতি সম্পর্কে অনধিকার প্রবেশ অথবা চর্চার চেষ্টা করবেন না, এবং;  

xvi. আপনি পাবলিক সার্চ ইঞ্জিনগুলি ব্যতীত প্ল্যাটফর্মের কোনো অংশ পুনরুদ্ধার বা ইনডেক্স করার জন্য কোনো রোবট, স্পাইডার, অফলাইন রিডার, সাইট অনুসন্ধান এবং/অথবা রিট্রিভ্যাল অ্যাপ্লিকেশন, বা অন্য ডিভাইস ব্যবহার করবেন না; প্ল্যাটফর্ম বিশ্লেষণ বা অনুলিপি করা এবং/অথবা তথ্য প্রাপ্ত হওয়ার জন্য কোনো রোবট, স্পাইডার, স্ক্র্যাপার বা অন্যান্য স্বয়ংক্রিয় উপায় ব্যবহার করবেন না। (সেটি আমাদের তথ্যাদি অথবা অন্যান্য ব্যবহারকারীদের তথ্য, যাই হোক না কেন)।

12.7 আপনি কঠোরভাবে কমিউনিটি নির্দেশিকা ও গোপনীয়তা নীতি মেনে চলবেন

13. উপস্থাপনা এবং ওয়ার‍্যান্টি

13.1 এই শর্তাবলী বা আইনানুগ প্রয়োজনীয় হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ ব্যতীত, এই পরিষেবা "যেমন আছে" ভিত্তিতে প্রদান করা হয় এবং ভার্সে এই বিষয়ে কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি বা ওয়্যারেন্টি দেয় না৷ উদাহরণ স্বরূপ, আমরা এইসব বিষয়ে কোনো ওয়্যারেন্টি দিই না: (ক) পরিষেবার মাধ্যমে দেওয়া সামগ্রী; (খ) পরিষেবার নির্দিষ্ট বৈশিষ্ট্য, বা এর যথার্থতা, নির্ভরযোগ্যতা, প্রাপ্যতা, বা আপনার প্রয়োজন মেটানোর ক্ষমতা; অথবা (C) আপনার দাখিল করা যে কোনো বিষয়বস্তু এই পরিষেবাতে প্রাপ্য ও ব্যবহারযোগ্য হবে।

13.2 প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে আপনার আয়ত্ত সম্ভব বিষয়বস্তুতে তৃতীয় পক্ষের সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। আপনি স্বীকার করছেন যে ভার্সে এই ধরনের বিষয়বস্তুর জন্য কোন দায়িত্ব গ্রহণ করবে না। আপনি বুঝতে পারছেন যে প্ল্যাটফর্ম ব্যবহারের সময় আপনি আক্রমনাত্মক, কুৎসিত অথবা আপত্তিকর বিষয়বস্তু পেতে পারেন এবং আপনি অনিচ্ছাকৃতভাবে এই ধরণের আক্রমনাত্মক ও অশ্লীল বিষয়বস্তুর মুখোমুখি হতে পারেন। আপনার এই প্ল্যাটফর্ম ব্যবহারের সূত্রে অন্যরা আপনার ব্যক্তিগত তথ্যাদি পেয়ে যেতে পারে এবং এই ধরণের তথ্যাদির প্রাপক তা ব্যবহার করে আপনাকে হেনস্থা অথবা আহত করতে পারে। যদিও ইটার্নো এই ধরনের অবৈধ ব্যবহারকে সমর্থন করে না, তবুও এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে অন্য কেউ যদি কারও ব্যক্তিগত তথ্যাদির অপব্যবহার করে, তবে সে সম্পর্কে ইটার্নোর কোন দায়িত্ব থাকবে না, এই সম্পর্কে আপনি স্বীকৃত ও সন্মত হচ্ছেন।

13.3 এই প্ল্যাটফর্মটি লোকসান, ধ্বংস, ক্ষতি, ভার্সের সুরক্ষিত সার্ভারে কোন অননুমোদিত প্রবেশ এবং/অথবা যে কোন অথবা যাবতীয় ব্যক্তিগত তথ্যাদি এবং/অথবা তার মধ্যে সংরক্ষিত আর্থিক তথ্যাদি তছরুফ হওয়া থেকে সুরক্ষিত থাকবে বা কোন দুর্নীতি, আক্রমন, কোন প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রানসমিশনে বাধা বা সমাপ্তি, কোন বাগ, ভাইরাস, ট্রোজান হর্স বা এরকম যা কিছু কোনো তৃতীয় পক্ষের দ্বারা প্ল্যাটফর্মে বা এর মাধ্যমে প্রেরণ করা যেতে পারে, এবং/অথবা বিষয়বস্তু সম্পর্কে কোন ত্রুটি বা বাদ পড়ে যাবার ঘটনাক্রমে বা প্ল্যাটফর্ম মাধ্যমে উপলব্ধ বিষয়বস্তু ব্যবহারের ফলে যে কোন রকম লোকসান অথবা ক্ষয়ক্ষতির সাপেক্ষে ভার্সের পক্ষ থেকে কোনও উপস্থাপনা বা গ্যারান্টি দেওয়া নেই।

13.4 ব্যবহারকারী দ্বারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ বিষয়বস্তু অথবা তৃতীয়পক্ষের সরবরাহ করা লিঙ্ক ভাইরাস মুক্ত অথবা সমজাতীয় দূষিত অথবা ধ্বংসাত্মক বৈশিষ্ট্য বহণ করছে কিনা সে সম্পর্কে অথবা ভার্সে কোনরকম নিশ্চয়তা, উপস্থাপনা বা ওয়ার‍্যান্টি দিচ্ছে না। আপনি একান্তভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহারের সাথে সংশ্লিষ্ট যাবতীয় গুণমান অথবা পারঙ্গমতা সহ সেটি নির্ভুল ও সম্পূর্ণ কিনা সেই বিষয়ক যাবতীয় ঝুঁকি নিতে সন্মত হচ্ছেন।

13.5 কোন তৃতীয়পক্ষের উপস্থাপনা অথবা বিজ্ঞাপন করা সামগ্রী অথবা পরিষেবা অথবা কোন ব্যানার অথবা বিজ্ঞাপন সম্পর্কিত হাইপারলিঙ্ক মাধ্যমে প্ল্যাটফর্মের ব্যবহার সম্পর্কে ভার্সের কোন ভূমিকা থাকবে না, অথবা কোনভাবেই কোন সামগ্রী অথবা পরিষেবা সম্পর্কে আপনার ও কোন তৃতীয়পক্ষ সরবরাহকারীর মধ্যে কোন লেনদেন বিষয়ে নজরদারীর জন্য ভার্সের কোন দায়িত্ব থাকবে না। কোন মাধ্যমে বা আবহে যে কোন মাধ্যমের কাছ থেকে কেনা কোন সামগ্রী অথবা পরিষেবা সম্পর্কে বিচার বিবেচনা এবং সতর্কতা অবলম্বন আপনাকেই করতে হবে কেননা প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বাধা, যে কোন প্রকারের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি অথবা সম্পত্তি নাশ, হ্যাকিং ও নিরাপত্তা হানি সম্পর্কে ভার্সে যে কোনরকম দায়বদ্ধতা অস্বীকার করছে।

13.6  এই প্ল্যাটফর্মের ব্যবহার নির্ভুল, সঠিক সময় অনুসারী, বিশ্বাসযোগ্য, অবাধ অথবা ত্রুটিহীন হবে এমন কোন নিশ্চয়তা ভার্সে দিচ্ছে না। কোন আগাম বিজ্ঞাপন ছাড়াই এই প্ল্যাটফর্ম অথবা আপনার প্ল্যাটফর্মের ব্যবহার বিষয়ে ভার্সে যে কোন প্রকারে আংশিক অথবা সম্পূর্ণ সংশোধন, স্থগিত অথবা সমাপ্ত করতে পারে। এইরকম পরিস্থিতিতে, ভার্সে আপনার কাছে অথবা কোন তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ থাকবে না।

14. বিজ্ঞাপন এবং তৃতীয়-পক্ষের বিষয়বস্তু

14.1 এই প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের এবং/অথবা অন্যান্য ওয়েবসাইটের বিষয়বস্তু চলে আসতে পারে যা ভার্সের অধিকারভূক্ত ও নিয়ন্ত্রণাধীন নয়।

14.2. আপনি এতদ্বারা এই প্ল্যাটফর্ম ব্যবহারকালীন বিজ্ঞাপন পাওয়ার বিষয়টিতে সুনিশ্চিত ভাবে সহমত ও প্রতিশ্রুত হচ্ছেন।

14.3. এই প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের উপস্থাপিত গেমস, ক্যুইজ এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম অন্তর্ভূক্ত হতে পারে, যার জন্য সংশ্লিষ্ট তৃতীয় পক্ষ পুরস্কার দেবেন। ভার্সে এই ধরনের তৃতীয় পক্ষের গেমস বা অন্যান্য কার্যক্রমের অধিকারী নয় অথবা নিয়ন্ত্রক নয় এবং পুরস্কার ঘোষণা ও প্রদান সম্পর্কিত কোনরকম নিয়ন্ত্রণ অথবা দায় পরিগ্রহ করে না।  

14.4 কোন তৃতীয়পক্ষের বিষয়বস্তু প্রসঙ্গে ভার্সের কোন দায়বদ্ধতা নেই যেমন টেক্সট, গ্রাফিকস, ইউজার ইন্টারফেসেস, ভিস্যুয়াল ইন্টারফেসেস, আলোকচিত্র, ট্রেডমার্কসমূহ, লোগো, সাউন্ডস, মিউজিক এবং আর্টওয়ার্ক অথবা অ্যাপ্লিকেশন, পরিষেবাদি এবং/অথবা প্ল্যাটফর্মে থাকা কোন লিঙ্ক (যদিও তালিকা এতেই সীমায়িত নয়)

14.5 প্ল্যাটফর্মে তৃতীয়পক্ষের বিষয়বস্তু অথবা সক্রিয়তা সম্পর্কে আপনার কোন অভিযোগ কিংবা উদ্বেগ থাকলে আপনি উল্লেখিত অভিযোগ দায়ের করার প্রনালী অনুযায়ী নিষ্পত্তির জন্য আপনার অভিযোগ দায়ের করতে সন্মত হচ্ছেন। তদুপরি, ভার্সে তার ওভিযোগ নিষ্পত্তি প্রনালী ও প্রযোজ্য আইন অনুযায়ী আপনার অভিযোগ বিষয়ে ব্যবস্থা নেবে এই ব্যবস্থায় আপনি সন্মত ও স্বীকৃত হচ্ছেন।

14.6 আপনি কখনোই এই প্ল্যাটফর্মের কোন বিষয়বস্তু নকল, পুনরুৎপাদন, পুন:প্রকাশ, আপলোড, পোস্ট, জনসমক্ষে প্রদর্শণ, এনকোড, অনুবাদ, প্রেরণ, ডাউনলোড অথবা বিতরণ করবেন না অথবা (“মিররিং” সহ) কোন উপায়েএই বিষয়বস্তু অন্য কোন কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা অন্য মাধ্যম কিংবা বানিজ্যিক সংস্থায় প্রকাশিত হওয়া বা বিতরন করার জন্য পাঠাবেন না। কোন রকম নিয়ম লঙ্ঘণের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অধিকার ইটার্নো দ্বারা সংরক্ষিত।এই ধরণের শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলে প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমোদন বন্ধ করে দেওয়া হতে পারে।

14.7 বিশেষ অনুমোদন সাপেক্ষে আপনি সাধারন তথ্যাদি ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি (1) স্বত্বাধিকারী সম্পর্কিত কোন বিজ্ঞপ্তির ভাষা এইরকম যাবতীয় নথির ক্ষেত্রে অপরিবর্তিত রাখবেন, (2) এই ধরণের বিষয়বস্তু শুধুমাত্র নিজের ব্যক্তিগত, অবানিজ্যিক তথ্যসূত্র হিসাবে ব্যবহার করবেন। অন্যতর ব্যবহারের ক্ষেত্রে আপনাকে তা একটি চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে তা করতে হবে এবং আপনি কোন নেটওয়ার্ক কম্পিউটারে এইজাতীয় বিষয়বস্তু নকল করে পোস্ট করবেন না কিংবা কোন মাধ্যমে সম্প্রসারণ করবেন না, (3) এই জাতীয় বিষয়বস্তুর কোন পরিবর্তন সাধন করবেন না, এবং (4) এই ধরণের নথীর সাপেক্ষে কোন অতিরিক্ত উপস্থাপনা বা ওয়ার‍্যান্টি সূচনা করবেন না।

15. প্ল্যাটফর্মের ব্যবহার

15.1 আপনি সন্মত ও অবগত হচ্ছেন যে জোশ এবং এই প্ল্যাটফর্ম আসলে সুবিধাপ্রদানকারী মাত্র এবং এই প্ল্যাটফর্মের কোন লেনদেন বিষয়ে কোন পক্ষ হিসাবে বা নিয়ন্ত্রকের ভূমিকা নির্বাহ করতে অপারগ। সেইমতো, এই প্ল্যাটফর্মে কোন সামগ্রীর বিক্রয় সংক্রান্ত চুক্তি কঠোরভাবে সরাসরি ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পন্ন হবে ও সীমায়িত থাকবে।    

আপনি এই প্ল্যাটফর্ম থেকে উপলব্ধ কোন সামগ্রী বেআইনি ও অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না।

কোন প্রতারনার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম ব্যবহৃত হলে বা প্ল্যাটফর্ম থেকে কোন সামগ্রী কেনার সময় প্রযোজ্য পেমেন্ট পদ্ধতিতে কোন প্রতারনামূলক কার্যকলাপ হওয়ার ফলে আপনার সক্রিয়তা/নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে যদি জোশ কোন আর্থিক ক্ষতির সন্মুখীন হয় তাহলে ক্ষতিপূরণ আপনার কাছ থেকে আদায় করা হবে। উপরোক্ত সম্পর্কে কোন পূর্বধারণা ছাড়াই আপনার বিরুদ্ধে প্রতারণামূল্লক উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম ব্যবহার এবং/অথবা যে কোন বেআইনি কাজকারবার বা এইসব নিয়মাবলী অমান্য করার জন্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ শুরু করার অধিকার জোশ সংরক্ষিত রেখেছে।

প্রকাশ থাকে যে, এই প্ল্যাটফর্মের ছবি ও সচিত্র উপস্থাপনা বিজ্ঞাপনের প্রয়োজনে উন্নততর করা হতে পারে;  

প্রকাশ থাকে যে, এই প্ল্যাটফর্মের বিষয়বস্তু, পণ্যের বর্ণনা এবং অন্যান্য সম্পর্কিত তথ্যাদি সম্পর্কে আপনিই দায়ী থাকবেন; এবং

এই প্ল্যাটফর্মের বিক্রেতা/বনিকদের সাথে আপনার চুক্তি হবে এবং আপনি সুনিশ্চিত করছেন যে অর্ডার করা সামগ্রী(সমূহ) প্রান্তিক উপভোক্তা হিসাবে আপনার আভ্যন্তরীন/ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, পুনর্বিক্রয় অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। আপনার এতোবধি অনুমোদনের সাপেক্ষে জোশ যে কোন সরকারী সংস্থাকে আপনার পক্ষ থেকে উপরোক্ত কারণ দর্শানোর পর এই ওয়েবসাইট থেকে আপনার অর্ডার করা সামগ্রীর প্রান্তিক ব্যবহার সম্পর্কে কোন ঘোষনা করার অথবা ঘোষনাপত্র প্রদানের অধিকারী হবে।

15.2 নিষিদ্ধ ব্যবহারসমুহ :
জোশ কার্যপ্রণালী এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এই প্ল্যাটফর্মে ব্যাপারীরা নিষিদ্ধ সামগ্রী বিক্রি করতে পারবে না। যাইহোক, আপনি অবগত ও স্বীকৃত হচ্ছেন যে যদি কোন ব্যাপারী অসম্ভাব্য পরিস্থিতিতে নিম্নলিখিত সামগ্রীগুলি বিক্রয়ের জন্য তালিকাভূক্ত করেও থাকেন তাহলেও ক্রেতা হিসাবে আপনি কখনোই কোন অবস্থায় নিম্নলিখিত সামগ্রী আপনি সুনিশ্চিতভাবে কিনবেন না এবং এটা আপনারও দায়িত্ব।

যে কোন ধরণের ( মুদ্রিত, অডিও/ভিডিও, মালটিমিডিয়া বার্তা, ছবি, আলোকচিত্র ইত্যাদি) প্রাপ্তবয়স্কদের ব্যবহার্য সামগ্রী ও পর্ণোগ্রাফিক সামগ্রী (শিশু পর্ণগ্রাফি সহ)

  1. অ্যালকোহল;
  2. পশু এবং বন্যপ্রাণী উপজাত সামগ্রী - উদা. জীবন্ত প্রাণী, দেওয়ালে ঝোলানো প্রাণীজাত সামগ্রী, এবং হাতির দাঁত;
  3. শিল্পকর্ম, নকল সামগ্রী ও পরিষেবা ও ইন্টারনেট প্রোটোকল বিরোধী পরিষেবাদি (নিচে সংজ্ঞায়িত অনুসারে);
  4. অপরিশোধিত তেল;
  5. আইনত নিষিদ্ধ নজরদারি সরঞ্জাম;
  6. নিষিদ্ধ দেশে উৎপন্ন নিষেধাজ্ঞার অধীন সামগ্রী;
  7. অবলুপ্তির সন্মুখীন বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ, জীবিত অথবা মৃত;
  8. আইন অনুযায়ী পুনর্বিক্রয় অযোগ্য অনুষ্ঠানের টিকিট;
  9. আগ্নেয়াস্ত্র, হাতিয়ার ও ছুরি - উদা. পিপার স্প্রে, নকল অস্ত্র ও স্টান গান;
  10. যে কোন আর্থিক পরিষেবা;
  11. প্রয়োজনীয় অনুমোদনহীন খাবার ও হেলথকেয়ার সামগ্রী
  12. গ্রে মার্কেট সামগ্রী;
  13. সরকার-সম্পর্কিত সামগ্রী/সরঞ্জাম (যেমন, পুলিশ ব্যবহৃত ফ্রিকোয়েনসি সহ ওয়্যারলেস সরঞ্জাম, পুলিশ ও সেনা ব্যবহৃত সরকারী উর্দি, ইত্যাদি যদিও তালিকা এতেই সীমায়িত নয়)
  14. সরকার প্রদত্ত পাসপোর্ট জাতীয় নথী ইত্যাদি;
  15. স্বাস্থ্য হানিকর, নিষিদ্ধ অথবা নিয়ন্ত্রিত সামগ্রী - যেমন ব্যাটারি, বাজি ও রেফ্রিজারেন্টস;
  16. মানবশরীর অবশিষ্টাংশ ও অঙ্গপ্রত্যঙ্গ;
  17. ইন্টারনেট প্রোটোকল অনুযায়ী যে কোন জিনিস (মিউজিক, মুভিজ, বই, ডিজাইন ইত্যাদি কিন্তু তালিকা এতেই সীমায়িত নয়) যা পরিবেশনের জন্য বিক্রেতা অধিকারপ্রাপ্ত নয়;
  18. ইনভয়েস ও রসিদ (ফাঁকা ও আগে থেকে পূরণ করা);
  19. এলপিজি গ্যাস সিলিন্ডার;
  20. লটারি্র টিকিট;
  21. মেইলিং লিস্ট ও ব্যক্তিগত তথ্যাদি;
  22. ইন্টারনেট মানচিত্র ও সাহিত্য যেখানে ভারতীয় রাজনৈতিক সীমানা শুদ্ধভাবে প্রদর্শিত নয়;

15.3 এমন ওষুধ, ভেষজ উপাদান, ও ওষুধ বিষয়ক সরঞ্জাম যার জন্য রেজ্জিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন প্রয়োজন;

  1. নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসেস অ্যাক্ট, 1985 অনুযায়ী মাদক সংক্রান্ত ওষুধ ও নেশার দ্রব্য;
  2. ধর্ম, শ্রেণী, জাতি, লিঙ্গ, জন্মস্থান, বর্ণ, জাতি ও সংস্কৃতি ভিত্তিক এমন কোন বিষয়বস্তু, যা জনসাধারনের আবেগকে আহত করতে পারে;  
  3. তেজস্ক্রিয় সামগ্রী;
  4. সরীসৃপের চামড়া;
  5. লিঙ্গ নির্ধারক কিট (গর্ভধারণ পূর্ব ও প্রসবপূর্ণ নির্ধারণ প্রযুক্তি আইন, 1994;
  6. স্টকস ও সিকিউরিটিজ;
  7. আবাসন;
  8. তেজস্ক্রিয় সামগ্রী;
  9. চোরাই সম্পত্তি;
  10. তামাক;
  11. প্রযোজ্য আইন আইন অনুসারে অন্য কোন অনুমোদিত অথবা নিষিদ্ধ সামগ্রী; এবং

ff. জোশ যে সব সামগ্রীকে অযোগ্য মনে করে

16.  সামগ্রীসমূহ

16.1. এই প্ল্যাটফর্মটি একটি বাজারপ্রাঙ্গন হিসাবে কাজ করে এবং কোনভাবেই বহুবিধ বিক্রেতাদের এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপিত, প্রদর্শিত, উপলব্ধ এবং (পণ্য ও পরিষেবার আনুষঙ্গিক পরিষেবা সহ) বিবিধ পণ্য (“পণ্য”) বিক্রয় করার জন্য একটি অনলাইন মঞ্চের ব্যবস্থা করে না। এই প্ল্যাটফর্ম মোটেই ব্যবহারকারী ও বিভিন্ন বিক্রেতাদের মধ্যে সম্পর্ক তৈরী করে না এবং অন্যান্য আনুষঙ্গিক ও সহায়ক পরিষেবাদি সরবরাহ করে না। তাছাড়াও, এই প্ল্যাটফর্ম যে কোন সময়ে কোন আগাম বিজ্ঞপ্তি ছাড়াই প্রস্তাবিত কোন পরিষেবা বন্ধ করে দেবার অধিকার রক্ষা করছে।

16.2. এই প্ল্যাটফর্মে যাবতীয় পণ্য “যেমন আছে” এবং “যেমন উপলব্ধ” ভিত্তিতে  প্রদর্শিত হয়েছে। এইসব পণ্যের যে সব ছবি দেওয়া হয়েছে তা নমুনা হিসাবে দেখানো হয়েছে মাত্র এবং সম্পর্কিত ছবির সাথে আসল পণ্যের তফাৎ হতে পারে। এই ধরণের অসঙ্গতির ফলে উদ্ভূত কোন দায় নির্বাহ করতে এই প্ল্যাটফর্ম অস্বীকার করছে। প্ল্যাটফর্ম থেকে ক্রয় বা সংগ্রহ করা কোন পণ্য, তথ্য বা অন্যান্য সামগ্রীর গুণমান আপনার প্রত্যাশা অনুযায়ী হবে অথবা পরিষেবা সম্পর্কিত কোন ভ্রান্তি সংশোধন করা হবে, এমন কোন নিশ্চয়তা জোশ থেকে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে কেবলমাত্র বিক্রেতাই একান্ত ভাবে দায়ী থাকবে।  

আমাদের প্ল্যাটফর্মের ব্যবহার করছেন তা সর্বদা আমাদের নিয়মাবলী ও কমিউনিটি নির্দেশিকা দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি আমাদের কোন একজন ব্যবহারকারী আপনার বিষয়বস্তুর বিরুদ্ধে নিয়মভঙ্গের বিষয়ে জানায়, তাহলে আমরা সেই বিষয়বস্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে পারি। একাধিক ব্যক্তি যদি একই ভাবে নিয়মভঙ্গ ও কমিউনিটি নির্দেশিকা অমান্য করার কথা জানায়, তাহলে সেই পরিস্থিতিতে আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হবো এবং আপনি পুনরায় আমাদের এখানে নিজেকে নিবন্ধীত করতে পারবেন না। আপনি যদি এই ধরনের অপসারনের প্রসঙ্গে কোন আবেদন করতে চান, তাহলে আমাদের কাছে grievance.officer@myjosh.in ইমেল আইডিতে লিখে পাঠান।

16.3. ব্যবহারকারীর অর্ডার করা সামগ্রী অনুযায়ী প্রাপ্ত সামগ্রীর পারিপাট্য ও চেহারা সেই ভিত্তিতে কতটা যথাযথ সে সম্পর্কে এই প্ল্যাটফর্ম কোন নিশ্চয়তা দিতে অস্বীকার করছে। আপনার কেনা অথবা গৃহীত যে কোন সামগ্রী, পরিষেবা, তথ্যাদি, অথবা ক্রয় করা অন্যান্য সামগ্রীর গুণমান সম্পর্কে জোশ কোন উমেদারি বা সমর্থন করবেনা এবং এটির জন্য প্রাসঙ্গিক সেইসব বিক্রেতারাই একমাত্র দায়ী থাকবেন। মার্চেনডাইজ ব্র্যান্ড, সাইজ ও কালার ইত্যাদি সম্পর্কিত উপলব্ধতা সীমায়িত হবার কারণে আপনার অর্ডারের অংশবিশেষের পরিবর্তন করা প্রয়োজন হতে পারে।    

16.4. জোশ নির্দায় সংরক্ষিত অধিকার বলে প্ল্যাটফর্মের প্রবিধান যে কোন ব্যক্তি, ভৌগলিক অবস্থান বা অধিক্ষেত্র বিশেষে সীমায়িত করতে পারে। আমরা প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা ভাবে আমাদের এই অধিকার প্রয়োগ করতে পারি। যাবতীয় সামগ্রীর সম্পর্কে বর্ণনা অথবা সামগ্রীর মূল্য যে কোন সময়ে আগাম বিজ্ঞপ্তি ছাড়াই আমাদের একান্ত বিবেচনা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যে কোন সময়ে যে কোন সামগ্রীর প্রাপ্যতা বন্ধ করে দেওয়ার অধিকার আমাদের দ্বারা সংরক্ষিত। নিষেধাজ্ঞার অধীনে থাকা যে কোন সামগ্রী সংক্রান্ত যে কোন প্রস্তাব বিবেচ্য হবে না।

16.5. যাবতীয় মূল্যের সাথে প্রযোজ্য অনুসারে পণ্য ও পরিষেবা কর ("GST"), মাসুল ও শুল্ক অন্তর্ভূক্ত রয়েছে - যদি না এ প্রসঙ্গে অন্য কিছু বলা থাকে। আপনি আমাদের কাছ থেকে কেনা পণ্য সংশ্লিষ্ট যাবতীয় পারিশ্রমিক/মূল্য/খরচ বহণ করার জন্য দায়ী থাকবেন এবং আপনি পণ্য ও পরিষেবা কর ("GST"), মাসুল ও শুল্ক ইত্যাদি বাবদ যাবতীয় এবং সব প্রযোজ্য কর বহণ করতে সন্মত হচ্ছেন।

16.6. যে কোন সময়ে এই পরিষেবা, প্ল্যাটফর্ম এবং/অথবা বিষয়বস্তুর কোন অংশ সম্পর্কে কোন সংশোধন করা বা তাকে বন্ধ করে দেবার অধিকার জোশ সংরক্ষণ করে। জোশ এই প্ল্যাটফর্মে আপনার বা কোন তৃতীয় পক্ষের কাছে যে কোন সংশোধন, মুল্যের পরিবর্তন, স্থগিতকরণ বা পরিষেবা বন্ধ করা সংক্রান্ত বিষয়ে দায়বদ্ধ থাকবে না।

17. পেমেন্ট,রিটার্ণ অ্যান্ড এক্সচেঞ্জ, ডেলিভারি

17.1 আমাদের প্ল্যাটফর্মে সামগ্রীগুলির মূল্য বর্ণনা করা হয়েছে এবং তা প্রসঙ্গক্রমে এই নিয়মাবলীর অন্তর্ভূক্ত করা হয়েছে। সমস্ত মূল্য ভারতীয় মুদ্রায় গণ্য করা হবে। মূল্য, সামগ্রী ও পরিষেবাদির প্রস্তাব সংশ্লিষ্ট বিক্রেতার আয়ত্তাধীন এবং বিক্রেতাদের প্রস্তাবিত পরিষেবা ব্র্যান্ডের নির্দেশিকা অনুযায়ী অথবা বিক্রেতার পক্ষে প্রযোজ্য অন্যান্য নিয়ম ও শর্তাবলী অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ব্যবহারকারীরা আরও প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন যে কোন লেনদেনের সূচনাক্রমে ব্যবহারকারী এই ধরনের পেমেন্ট করার সুবিধা ব্যবহার করে বিক্রেতার সাথে একটি আইনি বাধ্যতা তথা প্রয়োগযোগ্য চুক্তিতে আবদ্ধ হচ্ছেন যা প্রযোজ্য আইন অনুসারে অনুমোদিত এবং এই প্ল্যাটফর্ম দ্বারা স্বীকৃত।

17.2 যাবতীয় পেমেন্ট ও ডেলিভারি সংক্রান্ত শর্তাদি সামগ্রীর বিক্রেতা ও ব্যবহারকারী ক্রেতার মধ্যে প্রতিষ্ঠিত অন্তর্নিহিত চুক্তিবদ্ধ সম্পর্ক অনুযায়ী হবে এবং এই প্ল্যাটফর্মের পেমেন্ট সংক্রান্ত সুবিধা শুধুমাত্র ব্যবহারকারীর দ্বারা সম্পন্ন হওয়া কেনাকাটার সাপেক্ষে ব্যবহারকারী ও বিক্রেতার মধ্যে সীমায়িত থাকবে।

17.3 কোন সামগ্রীর ফেরত ও বিনিময় সংক্রান্ত যাবতীয় বিষয় আপনার ও বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ত্রুটিপূর্ণ ও ভুলক্রমে ডেলিভার করা সামগ্রী প্রসঙ্গে বিক্রেতার ফেরত ও বিনিময় সংক্রান্ত নীতি প্রযোজ্য হবে। কোন ত্রুটিপূর্ণ ও ভুলক্রমে ডেলিভার করা সামগ্রী প্রসঙ্গে আপনার কাছে বা অন্য কোন তৃতীয় পক্ষের কাছে জোশ দায়বদ্ধ হবে না।  

17.4 এই প্ল্যাটফর্ম থেকে কেনা যাবতীয় সামগ্রী বিক্রেতা তার লজিস্টিক পার্টনারের সহযোগিতায় সাধারন ক্যুরিয়ার পরিষেবার মাধ্যমে অথবা বিক্রেতা স্বয়ং ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবেন। প্রযোজ্য অনুসারে যাবতীয় ডেলিভারির ক্ষেত্রে সর্বোত্তম প্রয়াস ও প্রচেষ্টা করা হবে, এবং বিক্রেতা যদিও নির্ধারিত তারিখেই সামগ্রী পৌঁছে দেবার জন্য সচেষ্ট থাকবেন, তা সত্তেও এই প্রসঙ্গে কোন বিলম্বের জন্য কোন দাবি অথবা দায়ের পরিস্থিতির উদ্ভব হলে প্ল্যাটফর্ম তার দায় ইতে অস্বীকৃত থাকবে।

17.5 এই প্ল্যাটফর্ম/জোশ কোন সামগ্রীর সরবরাহে দেরি হলে তার জন্য দায়ি হবে না। লজিস্টিকস পার্টনারের অসাবধানতায় পথিমধ্যে সামগ্রীর কোন ক্ষতি হলে প্ল্যাটফর্ম তার জন্য দায়ী হবে না।

18. গোপনীয়তা

আপনি যখন প্ল্যাটফর্মে ঢুকছেন, বিষয়বস্তু উপলব্ধি করছেন এবং/অথবা ব্যবহার করছেন সেই সময় ভার্সে আপনার কিছু ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করে রাখতে পারে। এই ধরণের তথ্যাদি শুধুমাত্র প্ল্যাটফর্মের কার্যকারিতাকে উন্নততর করার জন্য আরোপিত। আপনি বুঝতে পারছেন ও স্বীকার করছেন যে ভার্সে দ্বারা সংগৃহীত যাবতীয় তথ্যাদি ভার্সের ব্যবসায়িক সহযোগী (অংশীদার, বিজ্ঞাপনদাতা, ঠিকাদার ইত্যাদি, যদিও তাতেই সীমায়িত নয়) অধিভূক্ত সংস্থাদের মধ্যে দেওয়ানেওয়া ও বিনিময় করা হতে পারে। আপনি নীচের লিঙ্কটি অনুসরণ করে সংশ্লিষ্ট সাইটে গিয়ে ভার্সের “গোপনীয়তা নীতি” বিষয়ে জেনে নিতে পারেন : গোপনীয়তা নীতি (প্রাইভেসি পলিসি পেজের লিঙ্ক)

আপনার গোপনীয়তার সুরক্ষা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আর তাই আমরা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যাদিকে সঙ্গতিপূর্ণ ভাবে তথ্য সুরক্ষার উচ্চ মান বজায় রেখে তথ্য প্রযুক্তি আইন 2000 অধীনে বলবৎ অনুশাসন ও বিধি অনুযায়ী সংরক্ষণ করে থাকি। এখানে “গোপনীয়তা নীতি” থেকে আপনি আমাদের বর্তমান গোপনীয়তা সংক্রান্ত নীতি সম্পরকে অবহিত হতে পারবেন।

19. খেসারত

আপনি এতদ্বারা সন্মত হচ্ছেন যে আপনার দ্বারা এই প্ল্যাটফর্মের ব্যবহারের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণবশত: এবং নিয়মবহির্ভূত উপায় কৃতকর্মের ফলে উদ্ভূত যাবতীয় ক্ষয়ক্ষতি, দায়, মূল্য অথবা খরচ সংক্রান্ত যে কোন খেসারত দিতে হবার পরিস্থিতিতে আইনজীবির পারিশ্রমিক সহ সংশ্লিষ্ট পরিস্থিতিতে যাবতীয় দায় মিটিয়ে আপনি ইটার্নো সহ তার অধিভূক্ত সংস্থাসমূহ, ব্যবসায়িক সহযোগী ও অংশীদারদের আধিকারিক, নির্দেশক ও কর্মচারীদের খেসারত দেওয়ার দায় থেকে মুক্ত রাখবেন। যুক্তিসঙ্গত প্রচেষ্টা সত্ত্বেও ইটার্নো ও তার অধিভূক্ত সংস্থাসমূহ ও ব্যবসায়িক অংশীদারদের পক্ষে এই প্ল্যাটফর্মের বিষয়বস্তু সমূহ নিয়ন্ত্রনের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।

20. দায়হীনতা

প্রযোজ্য আইনের সর্বাধিক পর্যায়েও কোন পরিস্থিতিতেই ভার্সে, তার অধিভূক্ত সংস্থাসমূহ, ব্যবসায়িক সহযোগীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঘটনাচক্রে, শাস্তিমূলক, বিশেষ অথবা উপজাত ক্ষয়ক্ষতি, লোকসান, গোপনীয় ও অন্যান্য তথ্যহানি, ব্যবসায় সম্পর্কিত প্রতিবন্ধ, ব্যক্তিগত আঘাত, গোপনীয়তা হানি, কোন কর্তব্য পালনে অকৃতকার্যতা, সরল বিশ্বাস অথবা যথাযথ যত্ন ও অবহেলার সাপেক্ষে এবং অন্য কোন আর্থিক কিংবা প্ল্যাটফর্ম ব্যবহারে অসমর্থ হওয়ার জন্য, দৈবদুর্বিপাক, অথবা কোন তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত অন্যরকম লোকসান বা ক্ষতির পরিস্থিতিতে নিয়ন্ত্রনাধীন নয় এমন কোন কিছুর জন্য দায়ী হবে না।

ভার্সে বা তার ব্যবসায়িক সহযোগী ও অধিভূক্ত সংস্থাগুলি ব্যবহারকারির কোন তথ্য ব্যবহার করার ফলে প্ল্যাটফর্ম ব্যবহার সম্পর্কিত অথবা ব্যবহারের ফলস্বরূপ অথবা প্ল্যাটফর্ম ব্যবহারে অক্ষমতা জনিত প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ক্ষতি বা তৃতীয় পক্ষের যে কোন প্রকারের অধিকারলঙ্ঘন বিষয়ে দায়ী হবে না।

কোন অবস্থাতেই এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যাবতীয় দাবী প্রসঙ্গে ভার্সের মোট দায়বদ্ধতা ₹ 5000 (পাঁচ হাজার টাকা) থেকে বেশি হবে না। এই সীমায়িত দায়িত্বরাশি যাবতীয় দায়সংক্রান্ত দাবির প্রসঙ্গে ভার্সে ও আপনার মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে (উদা. ওয়ার‍্যান্টি, ব্যক্তিগত ক্ষয়ক্ষতি, অবহেলা, চুক্তি, আইন) প্রযোজ্য হবে এবং এমনকি ভার্সে অথবা তার অধিভূক্ত সংস্থাকে এই ধরণের কোন ক্ষয়ক্ষতির পূর্বাভাষ দেওয়া থাকলেও কিংবা প্রতিকার ব্যবস্থা তাদের মূলগত উদ্দেশ্যসাধনে ব্যর্থ হওয়া সত্ত্বেও দায়সংক্রান্ত যাবতীয় দাবি প্রসঙ্গে এটি প্রযোজ্য হবে।

21. বিচ্ছেদযোগ্যতা

যদি এইচুক্তিপত্রের কোন প্রবিধান বাতিল কিংবা অবৈধ সাব্যস্ত হয় কিংবা প্রয়োগযোগ্য নয় বলে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে এই প্রবিধানটি চুক্তিপত্র থেকে বিচ্ছিন্ন করা হবে এবং চুক্তিপত্রের বাকি অন্য সব প্রবিধান এই বিচ্ছেদকরণের জন্য প্রভাবিত হবে না।

22. স্বত্বত্যাগ

যে কোন সময়ে ভার্সো যদি এই নিয়মাবলীর অধীনে কোন একটি প্রবিধান বলবৎ করতে অকৃতকার্য হয়, এমত পরিস্থিতিকে স্বত্বত্যাগ বা ক্ষমতা, বিশেষ অধিকার অথবা প্রতিবিধান হিসাবে গণ্য করা যাবে না। এমনকি আপনার পক্ষ থেকে এই নিয়মাবলী সম্পর্কে পরবর্তী পর্যায়ে ব্যত্যয় হিসাবে গণ্য করা যাবে না। একই সাথে কোন একটি সম্পূর্ণ বা আংশিক অধিকার, ক্ষমতা, বিশেষ অধিকার, অথবা প্রতিবিধান একত্রে বা স্বতন্ত্রভাবে একে অপরকে প্রতিরোধ করবে না এবং যারা একে অপরের দ্বারা বর্জিত নয় অথবা অন্যথায় আইন ও ন্যায়বিচারের আদর্শ মেনে অন্য কোন অধিকার অথবা প্রতিবিধান সম্পর্কে ভার্সের দ্বারা উপলব্ধ হবে।

23. অপ্রত্যাশিত পরিস্থিতিতে চুক্তিভঙ্গ এবং তৃতীয় পক্ষ আইন

ভার্সে সহ তার ব্যবসায়িক সহযোগী, অধিভূক্ত কোম্পানি দ্বারা চুক্তিপত্রের কোন অংশের সম্পাদন অপ্রত্যাশিত পরিস্থিতিতে চুক্তিভঙ্গের ঘটনার ক্ষেত্রে অব্যহতি পাবে (কোন সরকারী প্রবিধান অথবা কোন উপযুক্ত সংবিধিবদ্ধ অথবা বিচারালয় কর্তৃপক্ষ দ্বারা দৈবদুর্বিপাক, জনশত্রু, অতিমারীর আকার ধারণকারী ও ঘোষিত মহামারী, অভ্যুত্থান, হরতাল, দাঙ্গা, সন্ত্রাসবাদী আক্রমণ, অগ্নিকান্ড, বন্যা, যুদ্ধ, টাইফুন এই তালিকাভূক্ত হলেও এতেই সীমায়িত নয়), অথবা অন্য যে কোন কারণ যা যৌক্তিক ভাবে ভার্সের নিয়ন্ত্রনাধীন নয় যার মধ্যে রয়েছে (যদিও তাতেই সীমায়িত নয়) হ্যাকিং, তথ্য চুরি, ইউজার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ, মিথ্যা পরিচয় পরিগ্রহ, জালিয়াতি, ভুল উপস্থাপনা ইত্যাদি।

24. এই সব নিয়মাবলীর পরিবর্তন

আপনি এতদ্বারা সন্মত হচ্ছেন, অঙ্গীকার ও সুনিশ্চিত করছেন যে বিভিন্ন সময়ে এই চুক্তিপত্রের আপডেট, পরিশোধন অথবা বর্জনের অধিকার ভার্সে সংরক্ষিত রেখেছে। এই ধরনের সংশোধিত চুক্তিপত্র এবং/অথবা গোপনীয়তা নীতি আপডেট, পরিশোধন বা বর্জনের দিনটি থেকে কার্যকর হবে। চুক্তিপত্রের যে কোন পরিবর্তন সম্পর্কে আপনার অসন্মতি থাকলে আপনি প্ল্যাটফর্মটিকে আনইনস্টল করে প্ল্যাটফর্মে ঢোকা বন্ধ করে দিতে পারেন। চুক্তিপত্র এবং/অথবা নীতি (গোপনীয়তা নীতি ও কমিউনিটি নির্দেশিকা সহ) সংক্রান্ত পরিবর্তন সাধনের পরেও আপনি যদি প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার অব্যহত রাখেন তবে তাকে আপনার গ্রহণ ও স্বীকৃতি হিসাবে ধরে নেওয়া হবে এবং আপনি এতদ্বারা সন্মত হচ্ছেন, অঙ্গীকার ও সুনিশ্চিত করছেন যে আপনি পরিবর্তিত চুক্তিপত্র এবং/অথবা নীতিসমূহকে মেনে চলবেন।

25. নিয়ামক আইন

25.1 এই চুক্তি বর্তমানে ভারতের রাজনৈতিক অধিক্ষেত্রে বলবৎ থাকা আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে এবং শুধুমাত্র ব্যাঙ্গালোর আদালতের একান্ত অধিক্ষেত্রে চুক্তি সংক্রান্ত যাবতীয় বিসংবাদের শুনানি ও বিচার হবে।

25.2 এইসব নিয়মাবলীর অধীনে অথবা সম্পর্কে যাবতীয় বিসংবাদ একজন একক সালিসকারীর কাছে সালিসির জন্য পাঠানো হবে। ইন্ডিয়ান আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট 1996 (দ্য “অ্যাক্ট”) অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি বাদী ও বিবাদী পক্ষ একজন একক সালিসকারীর নিয়োগ সম্পর্কে সহমত না হন সেক্ষেত্রে কোন উপযুক্ত আদালতের কাছে প্রযোজ্য আইনের অধীনে একজন একক সালিসকারীর নিয়োগ বিষয়ে অগ্রসর হওয়া যেতে পারে। সালিশি প্রক্রিয়া আইন ও প্রবিধান অনুসারে অগ্রসর হতে থাকবে এবং এ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ও পদ্ধতি বেঙ্গালুরু নির্ভর হবে। সালিশি প্রক্রিয়া ইংরেজী ভাষায় নির্বাহ করা হবে।

26. বিজ্ঞপ্তি

বিশেষ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানানো হচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে উপলব্ধ বিষয়বস্তু বা বিজ্ঞাপনের জন্য ভার্সে দায়ী নয়। তৃতীয় পক্ষের অধিকার ভঙ্গের দাবির সাপেক্ষে কো বিষয়বস্তু সরিয়ে ফেলা এবং/অথবা তার উপলব্ধতার নিষ্ক্রিয়করণ এবং/অথবা এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী ভার্সে এবং/অথবা কোন তৃতীয় পক্ষের মেধা সম্পত্তির অনধিকার ব্যবহার বা প্রয়োগ করলে ভার্সের একান্ত ইচ্ছানুসারে ও বিবেচনাক্রমে সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবার অধিকার সংরক্ষিত রয়েছে।  

27. অভিযোগ নিষ্পত্তির প্রণালী

অভিযোগ নিষ্পত্তির জন্য ভার্সে নিম্নলিখিত পদ্ধতির বাস্তবায়ন করেছে :

অভিযোগ অথবা পরিষেবার শর্তাদি, গোপনীয়তা নীতি ও কমিউনিটি নির্দেশিকা সম্পর্কে কোন ব্যতিক্রম দেখা গেলে সেটি অবশ্যই “রেসিডেন্ট গ্রিভানস অফিসার”কে নীচে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে পাঠানো যাবে। ইমেল মাধ্যমে grievance.officer@myjosh.in ইমেল আইডি কিংবা নীচের ঠিকানায় ডাকযোগে পাঠানো যাবে। অভিযোগের সাথে প্রয়োজনীয় তথ্যাদি সুবিন্যস্ত থাকা দরকার যাতে অভিযোগের নিষ্পত্তি করতে গিয়ে ভার্সে সুবিধাজনক অবস্থায় থাকে।

আপনার তথ্যের সুরক্ষা, গোপনীয়তা, ও প্ল্যাটফর্ম ব্যবহার সংক্রান্ত অন্যান্য বিষয় দেখাশোনা করার জন্য ভার্সে একজন অভিযোগ আধিকারিক রেখেছেন।

আপনি যোগাযোগ করতে পারেন

উদ্দেশ্য

নাম/পদবী

Email-Id

অভিযোগ নিষ্পত্তির জন্য

অভিযোগ আধিকারিক মি. নাগরাজ

grievance.officer@myjosh.in

আইন প্রবর্তনে সমন্বয় সাধনের জন্য

নোডাল অফিসার মি. সুনীল কুমার ডি

nodal.officer@myjosh.in

নিয়ামক অনুবর্তিতার জন্য

প্রতিপালন আধিকারিক

compliance.officer@myjosh.in

যে কোন ব্যক্তি/সংস্থা যদি এই প্ল্যাটফর্মে পোস্ট হওয়া বিষয়বস্তু অথবা প্রকাশিত বিজ্ঞাপন সম্পর্কে ক্ষুব্ধ হন ও একে অবমাননাকর মনে করেন তাহলে তিনি এই জাতীয় বিষয়বস্তু ও বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার আইনানুগ উত্তরাধিকারি, এজেন্ট অথবা উকিলও এই ধরণের বিষয়বস্তু বা নিবন্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। যদি অভিযোগটি ফৌজদারী আওতায় না পড়ে তাহলে কোন সম্পর্কহীন ব্যক্তি/সংস্থা যার এই সম্পর্কে কোন আগ্রহ নেই অথবা যিনি উক্ত বিষয়বস্তু অথবা বিজ্ঞাপন সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে অসন্তুষ্ট নন, তিনি বা সেই সংস্থা উক্ত বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন না। আপনি যদি ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার কোন এজেন্ট বা উকিল হন, সেক্ষেত্রে আপনাকে প্রমান হিসাবে নথিপত্র পেশ করতে হবে যা থেকে ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে।

28. অভিযোগ এবং অপসারণ প্রক্রিয়া

28.1 আপনি যদি কোন বিষয়বস্তুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান, তাহলে আপনাকে নিম্নল্লিখিত তথ্যাদি সরবরাহ করতে হবে :

  • অভিযোগ দায়ের করা প্রসঙ্গে আপনার আগ্রহ
  • অভিযোগের ধরণ
  • যে বিষয়বস্তু/বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তার বিবরণ (শিরোনাম/প্রকাশের তারিখ/বিষয়বস্তুর লিঙ্ক)
  • বিষয়বস্তু/বিজ্ঞাপনের সাথে ক্ষুব্ধ ব্যক্তির সম্পর্ক
  • কিভাবে ক্ষোভের জন্ম হ’ল সেই ঘটনার নিখুঁত বিবরণ
  • আপনি কি ধরণের সমাধান চাইছেন
  • অভিযোগের বিস্তারিত বিবরণ (ক্ষোভের ব্যাখ্যা)
  • অভিযোগ দায়েরকারী ব্যক্তির (আপনার) বিবরণ
  • ক্ষুব্ধ ব্যক্তির বিবরণ
  • যোগাযোগের বিবরণ
  • প্রামানিক নথীপত্রাদি, যদি থাকে

ভার্সের কাছে পাঠানো যে কোন বিজ্ঞপ্তি লিখিত হতে হবে যেটি সশরীরে অথবা অ্যাকনলেজমেন্ট সহ রেজিস্টার্ড ডাক মারফৎ পাঠাতে হবে কিংবা সেটি ফ্যাক্স বা ইমেল মাধ্যমেও উপরোক্ত ঠিকানা অনুযায়ী পাঠানো যেতে পারে অথবা নীচের ঠিকানায় ডাকযোগে কিংবা grievance.officer@myjosh.in  ইমেল আইডি-তে মেল করে দেওয়া যেতে পারে।

ভার্সে ইনোভেশন প্রাইভেট লিমিটেড

ইলেভেনথ ফ্লোর, ই উইং, হেলিওস বিজনেস পার্ক,

আউটার রিং রোড, কাড়ুবিসানাহাল্লি,

বেঙ্গালুরু, কর্ণাটক 560103, ভারত

grievance.officer@myjosh.in

26.2 অপসারণ প্রক্রিয়া

এই প্ল্যাটফর্মটি ভার্সে ইনোভেশন প্রাইভেট লিমিটেড (“VerSe”) দ্বারা পরিচালিত এবং প্ল্যাটফর্ম সংক্রান্ত যাবতীয় অধিকার ভার্সের উপর ন্যস্ত রয়েছে। এই নির্দেশিকার উপজীব্য হ’ল ব্যবহারকারীর দ্বারা উৎপন্ন অথবা অন্য যে কোন প্রদর্শিত অথবা প্রসারিত বিষয়বস্তুর বিরুদ্ধে যে কোন অভিযোগ সম্পর্কে প্রতিবেদন পেশ, অনুসন্ধান ও প্রতিবিধান করা। তাছাড়াও এই নির্দেশিকা থেকে অভিযোগপত্র পূরণ করা সম্পর্কে পরামর্শ পাওয়া যাবে। এই নির্দেশিকাগুলি কোন ব্যক্তিকে (আপনাকে) অভিযোগ দায়ের প্রসঙ্গে সাহায্য করার জন্য রাখা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন কোন প্ল্যাটফর্মে প্রদর্শিত কোন বিষয়বস্তুর বিরুদ্ধে কিভাবে অভিযোগ দায়ের করতে হবে, কিভাবে আপনার অভিযোগ সম্পর্কে ব্যবস্থাগ্রহণে ভার্সে সক্রিয় হবে, এবং প্ল্যাটফর্মের বিষয়বস্তু ও বিজ্ঞাপন সম্পর্কে আইন সংক্রান্ত কি কি দেবার রয়েছে? ভার্সে সম্পর্কে এইসব নির্দেশিকা প্রসঙ্গে তার সহায়ক প্রতিষ্ঠানসমূহ, অভিভাবক ও উৎস সত্তা এবং সহ প্রতিষ্ঠানগুলি যে কোন উল্লেখের অন্তর্গত হবে।  

আপনি যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি সহ grievance.officer@myjosh.in আইডিতে একটি মেল পাঠাতে পারেন যেখানে সাবজেক্ট লাইনে “Takedown Request” বা অপসারনের অনুরোধ লেখা থাকবে। তাছাড়াও আপনি ডাকযোগে আপনার অভিযোগ/বিজ্ঞপ্তি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারেন:

শ্রী নাগরাজ

অভিযোগ বিষয়ক আধিকারিক

ভার্সে ইনোভেশন প্রাইভেট লিমিটেড

ইলেভেনথ ফ্লোর, ই উইং, হেলিওস বিজনেস পার্ক,

আউটার রিং রোড, কাড়ুবিসানাহাল্লি,

বেঙ্গালুরু, কর্ণাটক 560103, ভারত

অভিযোগ নিষ্পত্তি প্রণালী :

একজন ব্যবহারকারী কোন অভিযোগ করার জন্য অথবা কোনো সমস্যার মুখোমুখি হ’লে তিনি নিচে দেওয়া ইমেল ঠিকানায় লিখে জানাতে পারেন। এই ধরনের অভিযোগ বার্তায় যা কিছু দিতেহবে সেটি নিম্নরূপ : (i) আমাদের প্ল্যাটফর্মের প্রাসঙ্গিক অ্যাকাউন্ট ধারকের ইউজারনেম, (ii) সুনির্দিষ্ট বিষয়বস্তু/ভিডিও নম্বর অথবা URL অথবা সংশ্লিষ্ট লিঙ্ক, এবং (iii) এই জাতীয় অপসারনের অনুরোধের কারণ(সমূহ)

তথ্য প্রযুক্তি আইন 2000 এবং এবং তথ্য প্রযুক্তি (মধ্যস্থতা সম্পর্কিত নির্দেশিকা ও ডিজিট্যাল মিডিয়া এথিক্স কোড) অধিনিয়ম, 2021 অধীনে প্রস্তূত বিধি অনুসারে অভিযোগ নিষ্পত্তি প্রণালীর সাথে যোগাযোগের বিবরণ নীচে দেওয়া হ’ল :

শ্রী নাগরাজ

Email : grievance.officer@myjosh.in

অভিযোগের ফর্ম অথবা ইমেল অথবা পোস্ট, যেভাবেই দায়ের করা হোক না কেন আপনার দায়ের করা যে কোন এবং যাবতীয় অভিযোগের অনুসন্ধান এবং ব্যবস্থাগ্রহণ প্রণালী এই নির্দেশিকা অনুযায়ী করা হয়ে থাকে। কোন বিষয়বস্তু প্রদর্শণ/প্রসারন সাপেক্ষে ভার্সের বিরুদ্ধে চালু হওয়া কোন আইনি বিজ্ঞপ্তি বা অন্য কোন আইনানুগ ব্যবস্থা এই নির্দেশিকার নিয়মাবলীর বিষয়ানুগ নয়।

এই নির্দেশিকার অভিপ্রায় অনুসারে ‘বিষয়বস্তু’ বলতে এই প্ল্যাটফর্ম অথবা তার কোন অংশে যে কোন ও যাবতীয় খবর, ভিডিও, ছবি, ব্যবহারকারীর তৈরি বিষয়বস্তু, স্পনসর করা বিষয়বস্তু অথবা প্রদর্শিত, প্রসারন হওয়া বা জনসমক্ষে নিবেদিত অন্য যে কোন উপাদান বোঝাবে।

এই নির্দেশিকার অভিপ্রায় অনুসারে ‘বিজ্ঞাপন’ বলতে এই প্ল্যাটফর্ম অথবা তার কোন অংশে যে কোন উমেদারি, বিজ্ঞাপন বা প্রচারণা সামগ্রী প্রদর্শন বা প্রসারণ বোঝাবে।

যে কোন সময়ে একান্তভাবে নিজ বিবেচনাক্রমে এইসব নির্দেশিকা সংশোধন করার অধিকার ভার্সে দ্বারা সংরক্ষিত আর সেই কারনেই প্রতিবার ভার্সের কাছে কোন বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করার/পাঠাবার আগে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এই নির্দেশিকাটি পড়ে নেবার জন্য অনুরোধ করা হচ্ছে।

কে অভিযোগ দায়ের করতে পারে?

যে কোন ব্যক্তি/সংস্থা যদি এই প্ল্যাটফর্মে পোস্ট হওয়া বিষয়বস্তু অথবা প্রকাশিত বিজ্ঞাপন সম্পর্কে ক্ষুব্ধ হন ও একে অবমাননাকর মনে করেন তাহলে তিনি এই জাতীয় বিষয়বস্তু ও বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার আইনানুগ উত্তরাধিকারি, এজেন্ট অথবা উকিলও এই ধরণের বিষয়বস্তু বা নিবন্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। যদি অভিযোগটি ফৌজদারী আওতায় না পড়ে তাহলে কোন সম্পর্কহীন ব্যক্তি/সংস্থা যার এই সম্পর্কে কোন আগ্রহ নেই অথবা যিনি উক্ত বিষয়বস্তু অথবা বিজ্ঞাপন সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে অসন্তুষ্ট নন, তিনি বা সেই সংস্থা উক্ত বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন না। আপনি যদি ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার কোন এজেন্ট বা উকিল হন, সেক্ষেত্রে আপনাকে প্রমান হিসাবে নথিপত্র পেশ করতে হবে যা থেকে ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে।

আপনি যদি ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার কোন এজেন্ট বা উকিল হন, সেক্ষেত্রে আপনাকে প্রমান হিসাবে নথিপত্র পেশ করতে হবে যা থেকে ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে।

অভিযোগের সাথে কোন তথ্যাদি দেওয়া দরকার?

আপনি যদি বিষয়বস্তুর বিরুদ্ধে কোন অভিযোগ জানাতে চান, তাহলে আপনাকে নিম্নোক্ত তথ্যাদি দাখিল করতে হবে :

  • কোন অভিযোগ জানাবার জন্য আপনি ইচ্ছুক
  • অভিযোগের ধরণ
  • সেই বিষয়বস্তু/বিজ্ঞাপনের বিবরণ যার বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করতে চান (শীর্ষক/প্রকাশনার তারিখ/প্রকাশক/বিষয়বস্তু পাবার লিঙ্ক)
  • অসন্তুষ্ট ব্যক্তির সাথে বিষয়বস্তু/বিজ্ঞাপনের সম্পর্ক
  • ক্ষোভ জন্মানোর সঠিক কারণটি কি?
  • আপনি কি ধরনের প্রতিকার চাইছেন?
  • অভিযোগের বিবরণ (অভিযোগ সংক্রান্ত ব্যাখ্যা)
  • অভিযোগ দায়েরকারীর বিবরণ (আপনি)
  • অসন্তুষ্ট ব্যক্তির বিবরণ
  • যোগাযোগের বিবরণ
  • প্রামাণ্য নথিপত্র, প্রযোজ্য হলে (নীচে আলোচনা করা হয়েছে)

আপনি অভিযোগের ফর্ম পূরণ করে বা ইমেল মাধ্যমে অভিযোগ পাঠানো নির্বিশেষে উপরে উল্লেখিত যাবতীয় তথ্যাদি অভিযোগের অন্তর্ভূক্ত রয়েছে কিনা সে বিষয়ে সুনিশ্চিত হয়ে নিতে হবে। যদি অভিযোগের মধ্যে কোন প্রয়োজনীয় তথ্য বাদ পড়ে যায়, তাহলে অভিযোগটিকে অসম্পূর্ণ ধরে নেওয়া হবে এবং এই অভিযোগটির ভিত্তিতে ভার্সে কোন ব্যবস্থা নাও নিতে পারে।

‘অভিযোগের প্রকৃতি’ বলতে কি বোঝায় এবং এটি কেন প্রাসঙ্গিক?

‘অভিযোগের প্রকৃতি’ সংক্রান্ত তথ্য থাকলে তার জন্য ভার্সের অভিযোগের বিষয় অনুসারে নিয়ন্ত্রক পক্ষে আইনের প্রবিধান অনুসারে অভিযোগের শ্রেণী নির্ণয় করা সম্ভব হয়। প্ল্যাটফর্মে প্রকাশিত কোন বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে আপনার ক্ষোভের ভিত্তিতে ভার্সে অনেকগুলি বিকল্প সামনে আনবে যা থেকে অভিযোগের সুনির্দিষ্ট ধরণটি বোঝা যাবে। ফর্মে প্রতিটি শ্রেণী অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণ যেভাবে দেওয়া আছে তা নীচে বিবৃত হ’ল :

কপিরাইট অমান্য : যে কোন বিষয়বস্তু/যে কোন বিজ্ঞাপন যদি কপিরাইট কোন ক্ষুব্ধ ব্যক্তির নিষ্পাদনকারী হিসাবে অধিকার অথবা বিজ্ঞাপনের অধিকার অমান্য করে। ক্ষুব্ধ ব্যক্তির তৈরি করা/মালিকানায় থাকা কোন বিষয়বস্তুর বিনা অনুমতিতে প্রদর্শণ এই জাতীয় কাজের অন্তর্ভূক্ত হবে।  

ট্রেডমার্ক লঙ্ঘন : যদি কোন বিক্ষুব্ধ ব্যক্তির ট্রেডমার্ক সংক্রান্ত অধিকার কোন বিষয়বস্তু/বিজ্ঞাপন দ্বারা লঙ্ঘন করা হয় অথবা ট্রেডমার্ক অধীনস্থ কোন শব্দ, লোগো কিংবা অন্য কোন পরিচায়ক বস্তু বে-আইনি ভাবে অন্য কেউ ব্যবহার/প্রদর্শন করে।

গোপনীয়তার উপর হামলা : পক্ষান্তরে কোন বিষয়বস্তু/বিজ্ঞাপন অন্তর্গত কোন ব্যক্তিগত তথ্য, ছবি, লেখা বা অন্য কোন বিষয়ের জন্য যদি কোন তৃতীয় পক্ষের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়।

সন্মানহানি : কোন বিষয়বস্তু/বিজ্ঞাপন অন্তর্গত তথ্যাদি যদি মিথ্যা হয় এবং 1) কোন ব্যক্তির খ্যাতি অথবা জনসাধারনের কাছে ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর হওয়ায় তার ক্ষোভের কারণ হয়, অথবা 2) পক্ষান্তরে, সাধারনভাবে জনসাধারনের কাছে কোন ব্যক্তির সম্পর্কে খারাপ প্রভাব পড়ার কারনে সেই ব্যক্তির ক্ষোভ উৎপন হয়।

মিথ্যা/বিভ্রান্তিকর : কোন বিষয়বস্তু/বিজ্ঞাপন অন্তর্গত তথ্যাদি যদি মিথ্যা বা অসম্পূর্ণ হয় যা মানুষের পক্ষে বিভ্রান্তিকর এবং কোন অসত্যকে বিশ্বাস করতে প্ররোচনা দেয় অথবা অন্যায়ভাবে কোন সংস্থা, ঘটনা বা বিষয় সম্পর্কে মানুষের মনে ভ্রান্ত ধারনা রোপন করে।

অশ্লীল/কুৎসিত বিষয়বস্তু : বিষয়বস্তু/বিজ্ঞাপন অন্তর্গত কোন ছবি, টেক্সট, ভিডিও, অডিও অথবা অন্য কোন উপস্থাপনা যদি এতটাই বিরক্তিকর, আক্রমণাত্মক হয় যা সম্ভ্রম,  শালীনতা বিরোধী, নোংরা অথবা অনৈতিক হয় যা দর্শকের মনকে কলুষিত ও নীতিভ্রষ্ট করতে পারে।  

ধর্মীয় ভাবাবেগে আঘাতকারী বিষয়বস্তু কিংবা হিংস্রতায় প্ররোচনা : কোন নিবন্ধ/বিজ্ঞাপন অন্তর্গত ছবি, লেখা বা অন্যান্য বিষয়বস্তু যদি কোন ব্যক্তি বা ব্যক্তি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও ভাবাবেগকে আঘাত করে জনসাধারনের মধ্যে উত্তেজনা ও হিংসার সঞ্চার করে। ঘৃণাবর্ষণকারী, রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত অথবা কোন বিশেষ ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্ররোচনামূলক কোন বক্তৃতা ও বিষয়বস্তু এই শ্রেণীর অধীনে গণ্য হবে।  

এই সমস্ত শ্রেণীবিভাগ ছাড়াও একটি উন্মুক্ত শ্রেণীও রয়েছে, যা অভিযোগ পত্রে “অন্যতর প্রকারে বে-আইনি” নামে নিবন্ধীত হয়েছে। যদি ক্ষোভ জনিত অভিযোগের বিষয়বস্তুর জন্য প্রদত্ত কোন শ্রেণী যথাযথ গণ্য না হয় তাহলে অভিযোগের প্রকৃতি হিসাবে আপনি “অন্যতর প্রকারে বে-আইনি” নামক শ্রেণীটি বেছে নিতে পারেন।

আপনি যে কোন একটি শ্রেণী বেছে নিতে পারবেন। যদি আপনার অভিযোগ উপরে বর্নিত একাধিক শ্রেণীগুলির ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনি প্রতিটি পৃথক শ্রেণীভূক্ত ক্ষোভের জন্য সুনির্দিষ্ট বর্ণনাসহ এবং যাবতীয় নথিপত্র সমেত আলাদা ভাবে অভিযোগ দায়ের করতে পারেন। যদি একটিমাত্র বিষয়বস্তু/বিজ্ঞাপন সম্পর্কে আপনি আকাধিক অভিযোগ দায়ের করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই একই বিষয়বস্তু/বিজ্ঞাপন সম্পর্কে আপনার দায়ের করা যাবতীয় পূর্বতন অভিযোগের আইডি উল্লেখ করতে হবে যাতে অভিযোগ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।

অভিযোগের সাথে কি কি প্রামান্য নথীপত্র দরকার হতে পারে?

অভিযোগ ও ক্ষোভের প্রকৃতির উপর নির্ভর করে প্রয়োজনীয় প্রামাণ্য নথীপত্রাদি বদলাতে পারে। এরপর প্রামাণ্য নথীপত্রাদির কিছু নিদর্শন দেওয়া হচ্ছে, যা ধরণ অনুযায়ী অভিযোগের প্রামাণ্য নথীপত্রাদি হিসাবে প্রাসঙ্গিক হবে :  

কপিরাইট অমান্য : ক্ষুব্ধ ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা সম্পর্কিত প্রমান ও কপিরাইট অমান্য করার ঘটনার প্রমান।

ট্রেডমার্ক সংক্রান্ত অধিকার লঙ্ঘন : ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অধিকার লঙ্ঘনের প্রমান।

গোপনীয়তা লঙ্ঘন : নিবন্ধ অথবা বিজ্ঞাপনের বিষয়বস্তু ব্যক্তিগত অথবা অন্যথায় গোপনীয়তার অধিকার লঙ্ঘনকারী হওয়ার প্রমান।

আপনি যদি ক্ষুব্ধ ব্যক্তির প্রতিনিধি অথবা আইনজীবি হন, তাহলে আপনাকে অভিযোগের সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নি অথবা অনুমোদন পত্র দাখিল করে ক্ষুব্ধ ব্যক্তির পক্ষে অভিযোগ দায়ের করার জন্য নিজ অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।

যদি অভিযোগের সাথে সরবরাহ করা তথ্য অসম্পূর্ণ বা সারবত্তাহীন হয় তাহলে কি হবে?

একটি আইনমান্যকারী সংস্থা হিসাবে এই প্ল্যাটফর্মের যে কোন বিষয়বস্তু বা বিজ্ঞাপন সম্পর্কে দায়ের করা প্রতিটি অভিযোগ ভার্সে বিবেচনা ও অনুসন্ধান করে থাকে। যদিও প্রয়োজনবোধে ভার্সে একটি আভ্যন্তরীন অনুসন্ধান করে, কিন্তু অভিযোগ সম্পর্কিত তথ্যাদিই প্রাথমিক ভাবে এই ধরণের ক্ষোভের ঘটনার তথ্যসূত্র। অভিযোগের তথ্যের ভিত্তিতে ভার্সে অভিযোগের শ্রেণী নির্ধারন করে, আলোচ্য বিষয়বস্তু/বিজ্ঞাপন কিভাবে অধিকার/আইন লঙ্ঘন করেছে, এই বিষয়ে কারা জড়িত, এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদিকেও বিবেচনা করা হয়।  

অভিযোগের সুরাহা করার ক্ষেত্রে ভার্সে কিভাবে সাহায্য করতে পারে?

শুধুমাত্র একটি প্রযুক্তি সরবরাহকারী হিসাবে এবং তথ্য প্রযুক্তি আইন, 2000 অধীনে একটি মধ্যস্থতাকারী হিসাবে ভার্সে সেইসব বিষয়বস্তু অথবা বিজ্ঞাপন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাধ্য থাকবে যদি, (i) প্রামান্য নথিপত্র সহ কোন অভিযোগ দায়ের করা হয়ে থাকে, বা দৃশ্যত: ও স্পষ্টভাবে বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের কারনে কোন তৃতীয়পক্ষের অধিকার ক্ষুন্ন হয়ে থাকে অথবা (ii) যদি আইনের অধীনে কোন যথাযথ কর্তৃপক্ষ সেটিকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়ে থাকে।  

আইনানুসারে, ভার্সে আপনাকে বিষয়বস্তুর প্রকাশকের বিবরণ সরবরাহ করতে পারে যার ফলে হয়তো আপনি প্রকাশকের সাথে সরাসরি কথা বলে আপনার ক্ষোভের নিস্পত্তি করে নিতে পারেন।

তথ্য ও প্রযুক্তি আইন, 2000, তথ্য প্রযুক্তি (মধ্যস্থতা সংক্রান্ত নির্দেশিকা) 2011 ও ভারতে বলবৎ অন্যান্য আইন অনুযায়ী ভার্সে কোন নিবন্ধ বা বিজ্ঞাপনের বিষয়ে অনুসন্ধান ও কোন অভিযোগের নিষ্পত্তি করার জন্য যথাযোগ্য পদ্ধতি অবলম্বন করে থাকে। আইনসঙ্গত ভাবে কোনকিছুর জন্যই অভিযোগে বর্নিত বিষয়ের বাইরের কোনকিছু সম্পর্কে অনুসন্ধান করা অথবা ব্যবস্থা গ্রহণ করা ভার্সের পক্ষে বাধ্যতামূলক নয়, যদি হয়ও, তবুও এটি একান্ত ভাবে ভার্সের ইচ্ছা ও বিবেচনাধীন বিষয় এবং এ সম্পর্কে ভার্সের পক্ষ থেকে আপনাকে অথবা অন্য কোন ব্যক্তিকে জানানোর দায় নেই।

এই প্ল্যাটফর্মে কোন বিষয়বস্তু অথবা বিজ্ঞাপন প্রকাশনার জন্য ভার্সে কি দায়ভাগী হবে?

না, ভার্সে একটি মধ্যস্থতাকারী মাত্র, যা বিষয়বস্তু সরবরাহকারী বিভিন্ন তৃতীয় পক্ষের প্রকাশনা ও আপনার মতো প্রান্তিক ব্যবহারকারীর জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে। এই প্ল্যাটফর্মে প্রকাশিত কোন বিষয়বস্তু অথবা বিজ্ঞাপন তৈরী হবার সাথে ভার্সে কোনভাবেই যুক্ত নয়।  

তথ্য প্রযুক্তি আইন, 2000 অধীনে 79 ধারা অনুসারে ভার্সে এই প্ল্যাটফর্মে প্রকাশিত কোন বিষয়বস্তু অথবা তার অংশবিশেষের জন্য দায়ী থাকবে না। এই প্ল্যাটফর্মে প্রকাশিত যে কোন বিষয়বস্তু প্ল্যাটফর্ম থেকে সরানোর প্রসঙ্গে ভার্সের দায়িত্ব সীমায়িত যদি না, 1) যাবতীয় প্রয়োজনীয় প্রামান্য নথীপত্র অনুসারে, প্রাথমিক দৃষ্টিতে স্পষ্টত এটি কোন তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করায় তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের হয়ে থাকে, অথবা 2) এটি কোন আইনের অধীনস্থ, যথাযোগ্য ক্ষমতাশীল কর্তৃপক্ষের কাছ থেকে এই জাতীয় নির্দেশ পেয়ে থাকে।

যেহেতু এই প্ল্যাটফর্মে ভার্সে কোন বিষয়বস্তু নির্মাণ বা প্রকাশনার সাথে যুক্ত নয়, তাই কোন ক্ষুব্ধ তৃতীয় পক্ষের অধিকার হনণের ক্ষেত্রে কোন ক্ষতিপূরণ অথবা ব্যয় নির্বাহ করার জন্য ভার্সে দায়ী হবে না। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকায় কোন বিষয়বস্তু বা তার অংশবিশেষের মাধ্যমে কোন তৃতীয় পক্ষের অধিকার হনণের দায়ে ভার্সে কোন দেওয়ানি মামলায় জড়াবে না।

এই প্ল্যাটফর্মের কোন বিষয়বস্তু ও বিজ্ঞাপন আইন অনুসারী কিনা সে সম্পর্কে ভার্সে কিভাবে সুনিশ্চয়তা দেবে?

উপরোক্ত ব্যাখ্যা অনুসারে ভার্সে বস্তুত একটি মধ্যস্থতাকারী মাত্র যা বিভিন্ন তৃতীয়পক্ষকে তাদের বিষয়বস্তু প্রকাশনার জন্য একটি মঞ্চ সরবরাহ করে। এই ধরণের তৃতীয়পক্ষ তথা বিষয়বস্তু সরবরাহকারীদের সাথে ভার্সে চুক্তিবদ্ধ, যাদের আপলোড করা বিষয়বস্তু এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়। ভার্সে সাথে তাদের চুক্তি অনুযায়ী, এইসব বিষয়বস্তু সরবরাহকারীরা আশ্বস্ত করেছেন যে প্ল্যাটফর্মে আপলোড হওয়া তাদের বিষয়বস্তু অথবা তার কোন অংশ কোনভাবে আইন বা কোন তৃতীয় পক্ষের অধিকার ভঙ্গ করছে না। আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে, বিষয়বস্তু সরবরাহকারীগণ নিম্নলিখিত সূচনা দিচ্ছেন :

  • তারা প্ল্যাটফর্মে বিষয়বস্তু আপলোড করার জন্য অনুমোদন প্রাপ্ত,
  • এই বিষয়বস্তু থেকে লেখস্বত্ব, ট্রেডমার্ক স্বত্ব, গোপনীয়তার অধিকার ও প্রচারনা তথা অন্যান্য আইনানুগ অধিকার সহ কোন তৃতীয়পক্ষের অধিকার হানি হবে না,
  • এই বিষয়বস্তু কোনভাবেই মানহানিকর, অশ্লীল, কুৎসাপূর্ণ, কুরুভিপূর্ণ, অনৈতিক বা অন্য কোনও ভাবে বেআইনি নয়,
  • এই বিষয়বস্তু কোনভাবেই হিংসা, রাষ্ট্রদ্রোহ অথবা ঘৃণার প্ররোচনা অথবা উদ্রেক করে না; অথবা কোন ধর্মীয় ভাবাবেগকে আহত করে না অথবা কোন নিষিদ্ধ সামগ্রী, উৎপাদন অথবা পরিষেবার ব্যবহার অথবা সরবরাহকে মান্যতা দেয় না।

ভার্সে নিজস্ব নীতি ও চুক্তির অনুশাসনে এই প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ন্ত্রণ করে। ব্যবহারকারীদের পক্ষে এই নীতি ও চুক্তির অনুশাসন মেনে চলা বাধ্যতামূলক এবং এর গঠন অনুযায়ী এই প্ল্যাটফর্মের ব্যবহারক্রমে যাতে কোন আইন লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় (লেখা, ছবি, ভিডিও, মন্তব্য ইত্যাদি সহ) এমন কোন বিষয়বস্তু আপলোড না করতে সন্মত হচ্ছেন যার দরুন কোন আইন বা ভার্সের ব্যবহার সংক্রান্ত নিয়মাবলী ক্ষুন্ন হতে পারে।

একজন মধ্যস্থতাকারী হিসাবে প্ল্যাটফর্মের বিষয়বস্তুর উপর নজরাদারী করা ভার্সের পক্ষে প্রয়োজনীয় নয়। শুধুমাত্র যথাযোগ্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অথবা সম্পূর্ণ অভিযোগের সপক্ষে প্রাথমিক দৃষ্টিতে স্পষ্ট কোন ভিত্তি থাকলে তবেই ভার্সে কোন বিষয়বস্তু বা বিজ্ঞাপন সম্পর্কে ব্যবস্থা নেবে। যাইহোক, একান্ত নিজ ইচ্ছানুসারে কোন বিষয়বস্তু সরিয়ে ফেলার অধিকার ভার্সে দ্বারা সংরক্ষিত যদি নিজ বিবেচনাক্রমে ভার্সের কাছে প্রতিপন্ন হয় যে প্ল্যাটফর্মের এই ধরণের বিষয়বস্তু আইন বা তার কোন অধিনিয়মকে বিপন্ন করেছে।

কোন বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে ভার্সে কিভাবে তার মোকাবিলা করে?

ভার্সের নিজস্ব উপযুক্ত ও দক্ষ আইন ও প্রকাশনা সংক্রান্ত টিম রয়েছে, যাঁরা এই প্ল্যাটফর্মে কোন অভিযোগ দায়ের হবার বিষয়টি দেখাশোনা করেন। এই টিমের সদস্যরা বিষয় সম্পর্কে বাস্তব তথ্য ও আইনের ভিত্তিতে নিজেদের অভ্যন্তরীন গবেষণা ও আপনার সরবরাহ করা তথ্যপ্রমানের ভিত্তিতে অনুসন্ধান করেন। প্রয়োজন হলে, অভিযোগ সহ যাবতীয় প্রয়োজনীয় প্রামানিক নথীপত্রাদি প্রকাশকের কাছে পাঠিয়ে দেওয়া হয় যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। অভিযোগের সারবত্তার ভিত্তিতে প্রামান্য নথিপত্র, আভ্যন্তরীন গবেষণা, আইনি প্রবিধান ও প্রকাশকের প্রতিক্রিয়ার সাপেক্ষে এই টিম অভিযোগ ও ক্ষোভের মূল্যায়ন করে আপনাকে অথবা ক্ষুব্ধ ব্যক্তিকে কি প্রতিবিধান দেওয়া যাবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়।

ভার্সে কি অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়া কালীন প্রতিটি পর্যায়ের বিবরণ দেয়?  

যে কোন অভিযোগ সম্পর্কিত ব্যবস্থা নেবার জন্য একটি জটিল যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা কঠোরভাবে গোপনীয়তা মেনে করা হয়। যদি আইন সংক্রান্ত প্রয়োজন অথবা যথাযোগ্য বিচারবিভাগীয় বা আধা-বিচারবিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশ না থাকে, সেক্ষেত্রে কোন নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে ইটার্নোর ব্যবস্থা গ্রহণের প্রতিটি পর্যায়ের খুঁটিনাটি ভার্সে নাও জানাতে পারে।

যে কোন অভিযোগ দায়ের হলেই ভার্সে তার জন্য প্রতিক্রিয়া জানাতে বাধ্য?

ভার্সে এই প্ল্যাটফর্মের যে কোন/যাবতীয় বিষয়বস্তুর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় অভিযোগকে বহুবিধ ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেচনা করে, যার মধ্যে আছে (যদিও এতেই সীমায়িত নয়) অভিযোগে সরবরাহ করা তথ্য, অভিযোগের ধরণ, প্রামানিক নথিপত্রাদি, অভিযোগের আইনগত ন্যায্যতা এবং অভিযোগকারীর ক্ষোভ। এইসব বিষয়ের উপর ভিত্তি করে ভার্সে কোন প্রতিক্রিয়া জানাতে অথবা না জানাতে পারে অথবা অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা নিতে না পারে। কোন/যাবতীয় বিষয়বস্তুর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি অভিযোগের উত্তরে প্রতিক্রিয়া জানাতে অথবা ব্যবস্থা নিতে ভার্সে বাধ্য নয়।

আপনি মিথ্যা ও সারবত্তাহীন কোন অভিযোগ দায়ের করলে কি হবে?

আপনি কোন অভিযোগে যদি মিথ্যা খোঁজখবর দেন তাহলে অভিযোগের নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্যাদি সংগ্রহ করতে পারবে না। আপনি যদি  মিথ্যা ও সারবত্তাহীন তথ্য সরবরাহ করে অভিযোগ বিষয়ে ভার্সেকে বিভ্রান্ত করতে চান সেক্ষেত্রে নিজের আইনানুগ অধিকার ও প্ল্যাটফর্মের ন্যায়পরায়নতা বজায় রাখার জন্য ভার্সে আপনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে পারে। অনুগ্রহ করে অবধান করবেন মিথ্যা ও সারবত্তাহীন কোন অভিযোগ দায়ের করার জন্য আপনাকে ক্ষতিপূরণ (খরচপত্র ও আইনজীবির পারিশ্রমিক সহ) দিতে হতে পারে, কেননা অভিযোগের পর্যালোচনা করার জন্য ভার্সে যথেষ্ট খরচ সাপেক্ষ উৎস ব্যবহার করে থাকে।

এইসব নির্দেশিকা মান্য করা কি আপনার জন্য বাধ্যতামূলক?

এইসব নির্দেশিকা তৈরীর উদ্দেশ্যই হ’ল এই প্ল্যাটফর্মে প্রকাশিত কোন বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে ভার্সের কাছে অভিযোগ দায়ের করতে সাহায্য করবে। এইসব নির্দেশিকা সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে প্রাসঙ্গিক আইনের প্রবিধানের সম্পর্কে ব্যাখ্যা করে। এই নির্দেশিকায় উল্লেখিত সবকিছুই আইনের আওতাভূক্ত, আর তাই এই নির্দেশিকাকে মান্যতাদান নির্বিশেষে আপনি প্রাসঙ্গিক আইনের প্রবিধান দ্বারা আবদ্ধ থাকবেন।

আপনি কোন বিষয়বস্তুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ভার্সে তার বিরুধে কি ব্যবস্থা নিতে পারে?

একজন মধ্যস্থতাকারী হিসাবে ইটার্নো স্বত:প্রণোদিত ভাবে অথবা কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে কোন বিষয়বস্তুর সম্পাদনা করতে পারে অথবা তার সম্পূর্ণ কিংবা আংশিক পরিবর্তন সাধন করতে পারে। যাইহোক, সুনির্দিষ্ট পরিস্থিতি বিশেষে ইটার্নো সম্পূর্ণ বিষয়বস্তুটিকেই সরিয়ে ফেলার অধিকারী থাকবে।

নিম্নলিখিত পরিস্থিতিতে ভার্সেকে বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে :

  • ভার্সে যথাযোগ্যতা সম্পন্ন বিচার বিভাগীয় বা আধা-বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে এই মর্মে আদেশ পেলে,
  • ভার্সে দ্বারা কোন নির্দিষ্ট বিষয়বস্তু সরিয়ে ফেলার সপক্ষে আইনের প্রবিধান থাকলে,
  • আলোচ্য বিষয়বস্তুর প্রকাশক নিজেই প্ল্যাটফর্ম থেকে কোন বিষয়বস্তু সরিয়ে নিতে পারেন এবং সেটি ভার্সেকে নিজে থেকেই অথবা অভিযোগ পাবার পর জানিয়ে দিতে পারেন,

নিম্নলিখিত পরিস্থিতিতে ভার্সে কোন বিষয়বস্তু সরিয়ে নিতে পারে :

  • এটি প্রথম দেখা ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ এবং যথাযথ ভাবে প্রতিপন্ন অভিযোগ পাওয়া গেছে,
  • কোন বিষয়বস্তু প্ল্যাটফর্মের কোন আইন অথবা অধিনিয়ম ভঙ্গ করছে কি না সেটি ভার্সে তার একান্ত ইচ্ছানুযায়ী ঠিক করবে।

29. পরিসমাপ্তি

29.1. আপনি যে কোন সময়ে নিজের অ্যাকাউন্টটি মুছে ফেলে ও যাবতীয় প্ল্যাটফর্ম সম্বন্ধীয় ব্যবহার বন্ধ করে এই নিয়মাবলীর পরিসমাপ্তি ঘটাতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস থেকে প্ল্যাটফর্মটি মুছে ফেললেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে না, এবং পূর্বে আপলোড করা আপনার যে কোন ব্যবহারকারীর বিষয়বস্তু প্ল্যাটফর্মেই থেকে যাবে। আপনি যদি নিজের অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে সাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন অথবা অ্যাপ থেকে অ্যাকাউন্ট প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং একবার আপনার অ্যাকাউন্ট প্রোফাইলের ভিতর ক্লিক করে “ডিলিট অ্যাকাউন্ট” নির্বাচন করুন। অনুগ্রহ করে খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্ট ডিলিট করা হলে যাবতীয় ব্যবহারকারীর বিষয়বস্তু স্বয়ংক্রিয় ভাবে ডিলিট হয়ে যাবে। অতিরিক্ত হিসাবে, আপনি যদি আপনার ব্যবহারকারীর বিষয়বস্তু থেকে নির্দিষ্ট একটি বিষয় ডিলিট করতে চান তাহলে প্ল্যাটফর্মের অন্তর্গত মুছে ফেলার প্রক্রিয়া অনুসরণ করে আপনি তা করতে পারেন; তবে আপনার ব্যবহারকারীর বিষয়বস্তু মুছে ফেলার ফলে আপনার অ্যাকাউন্টটি মুছে যাবে না কিংবা এই চুক্তিপত্রের শর্তাবলী শেষ হয়ে যাবে না। পোস্ট হওয়া সংশোধন সহ এইসব শর্তাবলী পূর্ণমাত্রায় বলবৎ থাকবে এবং আপনার প্ল্যাটফর্মের ব্যবহারের সময় কার্যকর থাকা ছাড়াও নির্দিষ্ট কিছু প্রবিধান সমাপ্তির পরেও প্রযুক্ত হতে থাকবে।      

29.2 আপনি যে কোন সময়ে এই প্ল্যাটফর্ম আনইনস্টল অথবা ডিলিট করে এই চুক্তিটিকে সমাপ্ত করতে পারেন। আপনি যদি আর আমাদের পরিষেবা ব্যবহার করতে না চান এবং নিজের অ্যাকাউন্টটি ডিলিট করতে চান, তাহলে আমাদের সাথে grievance.officer@dailyhunt.in মাধ্যমে যোগাযোগ করুন। আমরা আপনাকে পরবর্তী সহায়তা দানের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহায়তা করবো। একবার নিজের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবার পর আপনি চাইলেও আর নতুন করে তাকে সক্রিয় করতে পারবেন না অথবা আপনার অতীতে যোগ করা কোন বিষয়বস্তু আর পুনরুদ্ধার করতে পারবেন না।

29.3 ব্যবহারকারী হিসাবে আপনার অধিকার নিস্ক্রিয় করা অথবা তাকে বন্ধ করে দেওয়া, যে কোন সময়ে আপনার আপলোড করা অথবা শেয়ার করা কোন বিষয়বস্তুকে সরিয়ে দেওয়া অথবা নিস্ক্রিয় করে দেওয়ার অধিকার আমাদের দ্বারা সংরক্ষিত। তার সাথে আপনি যদি এই নিয়মাবলীর কোন একটিও প্রবিধান লঙ্ঘন করে থাকেন অথবা আপনার অ্যাকাউন্টে কোন সক্রিয়তা কোন তৃতীয় পক্ষের জন্য ক্ষতিকর হতে পারে অথবা তাদের পরিষেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাদের অধিকার ভঙ্গ করতে পারে, অথবা প্রযোজ্য আইন ও প্রবিধান লঙ্ঘন করতে পারে, সেগুলিও বিষয়বস্তুকে সরিয়ে দেওয়া অথবা নিস্ক্রিয় করে দেওয়ার কারণ হতে পারে। এভাবে বিষয়বস্তুকে সরিয়ে দেওয়া অথবা নিস্ক্রিয় করে দেওয়ার পরে আপনি এই প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন না এববং একই সাথে আপনি পুনরায় নিবন্ধনের চেষ্টা করবেন না, অথবা অন্য কোন ব্যবহারকারী সদস্যের নাম ব্যবহার করে বা অন্য কোন উপায়ে এই প্ল্যাটফর্মে প্রবেশ করবেন না, এই মর্মে সন্মত হচ্ছেন।

29.4 পরিসমাপ্তি জনিত প্রভাব। চুক্তিপত্র, আপনার অ্যাকাউন্ট অথবা ব্যবহারের জন্য প্ল্যাটফর্মের প্রাপ্যতার পরিসমাপ্তির সাথে সাথে আপনি আর প্ল্যাটফর্মে প্রবেশ করতে অথবা ব্যবহার করতে পারবেন না। চুক্তির অথবা আপনার অ্যাকাউন্টের পরিসমাপ্তির সাথে সাথে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড এবং আপনার অ্যাকাউন্ট সংশ্লিষ্ট অথবা মধ্যস্থ যাবতীয় তথ্যাদি (অথবা তার অংশবিশেষ), ফাইল এবং ইউজার কন্টেন্ট বাতিল হয়ে যাবে। চুক্তির পরিসমাপ্তির সাথে সাথে আপনার প্রোফাইলের যাবতীয় বিষয়বস্তু ও অন্যান্য তথ্যাদি ডিলিট করা হতে পারে। যদিও কিছু কিছু তথ্য সংক্রান্ত বিবরণ আর্কাইভাল অথবা আইনানুগ কারণে আমরা সংরক্ষণ করবো। চুক্তির অথবা আপনার অ্যাকাউন্টের পরিসমাপ্তি সত্ত্বেও ব্যবহারকারীর বিষয়বস্তুর দায়িত্ব সবসময়েই তারই উপর বর্তাবে। অ্যাকাউন্টের পরিসমাপ্তির সাপেক্ষে আপনার ব্যবহারের অধিকার এমনকি মোবাইল সফটওয়্যারও স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। কোনরকম কালহরণ, অথবা পরিসমাপ্তি ও আপনার কন্টেন্ট মুছে যাওয়ার জন্য ইটার্নো আপনার কাছে কোনভাবে দায়ভাগী হবে না। ইটার্নো যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত এবং/অথবা স্থানীয় আইনের অনুমোদন সাপেক্ষে বিষয়বস্তু/তথ্যাদি নিজের কাছে রেখে দিতে পারবে। প্রকৃতি অনুযায়ী এই চুক্তিপত্রের যাবতীয় প্রবিধান অনুসারে রক্ষণযোগ্য হলে চুক্তি সমাপ্তির পরেও ওয়ার‍্যান্টি বিষয়ক অস্বীকৃতি, নিয়ন্ত্রক আইন এবং সীমায়িত দায়ভার (তালিকা কিন্তু এতেই সীমায়িত নয়) বলবৎ থাকবে।

29.5. বিভিন্ন সময়ে এইসব নিয়মাবলী পরিবর্তন করার অধিকার ইটার্নো দ্বারা সংরক্ষিত। আপনি যদি এই জাতীয় পরিবর্তন সম্পর্কে সহমত না হন, তাহলে আপনি একান্ত নিজের ইচ্ছানুসারে এই প্ল্যাটফর্মের প্রাপ্যতা ও ব্যবহার বন্ধ করে দিতে পারেন। নিয়মাবলী পরিবর্তন হবার বিজ্ঞপ্তি পাবার পরেও যদি আপনি প্ল্যাটফর্মের প্রাপ্যতা ও ব্যবহার চালিয়ে যেতে থাকেন, তবে পরিবর্তিত নিয়মাবলী সম্পর্কে আপনি মান্যতা দিচ্ছেন, এটি ধরে নেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনি পরিবর্তিত নিয়মাবলী মেনে চলতে বাধ্য থাকবেন।

29.6. এই চুক্তির যাবতীয় প্রবিধান, প্রকৃতিগত ভাবে সমাপ্ত না হয়ে টিঁকে থাকার উপযোগী হলে তাদের মালিকানা সম্পর্কিত প্রবিধান, ওয়ার‍্যান্টি, অস্বীকৃতি, ক্ষতিপূরণ ও দায়ের সীমাবদ্ধতা সহ (যদিও তালিকা এতেই সীমায়িত নয়) টিঁকে থাকা উচিত।

28. মধ্যস্থতাকারীদের দ্বারা তথ্যাদির মাসিক প্রকাশ : তথ্য প্রযুক্তি (মধ্যস্থতা সম্পর্কিত নির্দেশিকা ও ডিজিট্যাল মিডিয়া এথিক্স কোড) অধিনিয়ম, 2021 অনুসারে ইটার্নো মাসিক ভিত্তিতে তথ্যাদির প্রকাশ করে থাকে। এই ধরনের প্রকাশিত তথ্যাদির জন্য অনুগ্রহ করে সাইট দেখুন:

অভিযোগ প্রকাশ : অভিযোগ সংক্রান্ত তথ্যাদি

নীতি সংহিতা অনুযায়ী, ইটার্নো অদ্যপি বর্তমান এই জাতীয় অধিনিয়ম ও অন্যান্য সাংবিধানিক আদেশ লব্ধ স্বাধীনতার সীমার অনুবর্তী থাকার অঙ্গীকার প্রদর্শন করে।

 

tower
inter circlw intercircle intercircle intercircle

Ohh Nooo!

There is no internet connection, please check your connection

TRY AGAIN

Ohh Nooo!

Landscape mode not supported, Please try Portrait.