জানুয়ারী 2023

কম্যুনিটি নির্দেশিকা

ভূমিকা

ভারতীয় আইনের অধীনে সংস্থাপিত হেলিওস বিজনেস পার্ক, ইলেভেনথ ফ্লোর, ই উইং, আউটার রিং রোড, কাড়ুবিসানাহাল্লি, বেঙ্গালুরু, কর্ণাটক 560103, ভারত ঠিকানায় নিবন্ধীত কার্যালয় সহ একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান, ভার্সে ইনোভেশন প্রাইভেট লিমিটেড (“VerSe” or “Our” or “our” or “Josh”) পরিচালিত আপনার দ্বারা ব্যবহৃত আমাদের ‘JOSH’ ওয়েবসাইট/মোবাইল অ্যাপ্লিকেশন (“Platform”) সম্পর্কে এই কম্যুনিটি নির্দেশিকাটি (“Guidelines”) নিয়ন্ত্রকের ভূমিকা নির্বাহ করে। “আপনি”, “আপনার”, “ব্যবহারকারী” ও “ব্যবহারকারীগণ”, এই পারিভাষিক শব্দাবলী আপনার প্রসঙ্গে ও পূর্বাপর সম্বন্ধ প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হিসাবে পড়তে হবে।

2000 সালের তথ্য ও প্রযুক্তি আইন ও তথ্য প্রযুক্তি (যুক্তিসঙ্গত সুরক্ষা অনুশীলন ও প্রযোজনা ছাড়াও সংবেদনশীল ব্যক্তিগত তথ্যাদি ও খোঁজখবর) আইন, 2011 এবং তথ্য প্রযুক্তি (মধ্যস্থতা সম্পর্কিত নির্দেশিকা ও ডিজিট্যাল মিডিয়া এথিক্স কোড) অধিনিয়ম, 2021 সহ তার প্রাসঙ্গিক বিধিসমূহের সাথে একত্রে পঠিতব্য হিসাবে এই নথীটি প্রকাশিত হয়েছে।

A. আপনার স্বীকৃতি

এই প্ল্যাটফর্মে কোন কন্টেন্ট দেখার অথবা পোস্ট করার আগে অনুগ্রহ করে সতর্কতার সাথে এর নির্দেশিকাসমূহ পড়ে নিন। এই প্ল্যাটফর্মে কোন কন্টেন্ট দেখা অথবা পোস্ট করা হ’লে এই নির্দেশিকাসমূহের অন্তর্গত নিয়ম ও শর্তাবলী পালন করতে ও মেনে চলতে আপনি স্বীকৃত হচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

এই নির্দেশিকাটিকে নিয়ম ও শর্তাবলীর অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রাহ্য করা হবে। আপনি যখনই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা শুরু করবেন ঠিক তখন থেকেই আপনি সংশ্লিষ্ট ব্যবহার সম্পর্কিত শর্ত, গোপণীয়তা নীতি এবং এই কম্যুনিটি নির্দেশিকা দ্বারা আবদ্ধ থাকবেন।

এই প্ল্যাটফর্মে বহুবিধ উৎস থেকে কন্টেন্ট সংগ্রহ করা হয়। একজন মধ্যস্থতাকারী হিসাবে ভার্সে কদাচিৎ বিভিন্ন ধরণের কন্টেন্ট কপি অথবা এডিট করার সুযোগ দেয়। এই নীতিমূলক উদ্দেশ্যের জন্য ইটার্নো সম্বন্ধীয় যে কোন প্রসঙ্গে তার অধিভূক্ত সংস্থা, ব্যবসায়িক অংশীদার, মূল প্রতিষ্ঠান, সহায়ক সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানগুলি অন্তর্ভূক্ত থাকবে।

আমাদের লক্ষ্য হ’লো জনসাধারণের মধ্যে আদানপ্রদান সংঘটন এবং পৃথিবীতে বিষয়বস্তুর প্রাপ্যতা ও পারস্পরিক যোগাযোগ সংসাধন বিষয়ে জনসাধারণের ক্ষমতায়ন। প্রতিদিন জনসাধারণ আমাদের প্ল্যাটফর্মে এসে তাঁদের কাহিনি পোস্ট করেন, অন্যদের চোখ দিয়ে পৃথিবীকে দেখেন এবং নানাধরণের বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করেন তথা বিবিধ সামাজিক কারণে উদ্যোগে অংশগ্রহণ করেন। এই প্ল্যাটফর্মের যে কোন আলাপচারিতা দশ কোটিরও বেশি বহুবিচিত্র চিন্তা ও ধ্যানধারণা সম্পন্ন সম্প্রদায়ের মননে প্রতিফলিত হয়।

আমরা এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি সঞ্চার করতে আগ্রহী। এতদুদ্দেশ্যে, আমরা একগুচ্ছ সম্প্রদায় ভিত্তিক নির্দেশিকা তৈরি করেছি যার রূপরেখাটি নীচে বিবৃত হ’ল। এই নীতিমালার সাহায্যে আপনি জানতে পারবেন এখানে পোস্ট করার জন্য ঠিক কি ধরণের বিষয়বস্তু অনুমোদন পেতে পারে এবং ব্যবহারকারীদের প্রতিবেদনের ভিত্তিতে কোন ধরণের বিষয়বস্তু এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হতে পারে। অনুগ্রহ করে আমাদের প্ল্যাটফর্মের বিশ্বজনীন সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে বুঝতে চেষ্টা করুন যে, কোন বিষয়বস্তু আপনার কাছে অনুপভোগ্য ও অপ্রীতিকর হ’লেও আমাদের সম্প্রদায় ভিত্তিক নির্দেশিকার নিরিখে হয়তো সেটি গ্রহণযোগ্যতার সীমাতেই রয়েছে।

তথ্য ও প্রযুক্তি আইনের অধীনে একটি মধ্যস্থতাকারী হিসাবে ভার্সে এই প্ল্যাটফর্মটিকে পরিচালনা করে।

এই নীতি/চুক্তিপত্রের (‘নীতি’) অভীষ্ট অনুযায়ী পাঠ্য বিষয়বস্তু, ছবি, ধ্বনি ও চলচ্চিত্র প্রসারণ, প্রকাশন, ধারণ অথবা জনসমক্ষে সঞ্চালন সংশ্লিষ্ট যে কোন বিমূর্ত উপাদান ‘কন্টেন্ট’ শব্দটির অন্তর্গত হ’লেও শুধু তাতেই সীমায়িত নয়। বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছতা ও স্পষ্টীকরণের জন্য এর সাথে কমেন্টস ও হাইপারলিঙ্কসও অন্তর্ভূক্ত হতে পারে।  

আপনি যদি বা যখনই এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, এটি প্রতিপাদ্য যে আপনি আমাদের নীতিমালা, পরিষেবামূলক শর্তাদি ও গোপণীয়তা নীতি সম্পর্কে অবহিত ও স্বীকৃত হয়েছেন। এর কোন একটি শর্ত সম্পর্কেও আপনি যদি ভিন্নমত পোষণ করেন, তাহলে অনুগ্রহ করে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা বন্ধ করুন।

B. এই প্ল্যটফর্মের কন্টেন্ট বা বিষয়বস্তু

2000 সালের তথ্য প্রযুক্তি আইন ও তথ্য প্রযুক্তি ও তার অধিনিয়ম সহ ভার্সে নিছকই একটি মধ্যস্থতাকারী সংস্থা ও প্রযুক্তি সরবরাহকারী মাত্র। এখানে যে সব বিষয়বস্তু পোস্ট করা হয় সেগুলি বিষয়বস্তু সরবরাহকারীদের কাছ থেকে সংগৃহীত অথবা ব্যবহারকারীদের পোস্ট থেকে উপলব্ধ হয়েছে। বিষয়বস্তু সম্পর্কে ভার্সের কোন নিয়ন্ত্রক ভূমিকা নেই এবং তার বিশুদ্ধতা, বৈধতা ও আইনানুগ অবস্থান সম্পর্কে ভার্সের পক্ষ থেকে ন্যায্যতার আশ্বাস অনুপস্থিত। যাবতীয় ন্যায্যতার আশ্বাস প্রসঙ্গে ভার্সের পক্ষ থেকে অস্বীকৃতি জ্ঞাপন করা হচ্ছে এবং দেওয়ানি বা ফৌজদারী কোনরূপ আইনের অপলাপের ক্ষেত্রে যাবতীয় ন্যায্যতার আশ্বাস প্রসঙ্গে ভার্সে নিজেকে বিচ্ছিন্ন রাখবে ও স্বতন্ত্র অবস্থান রক্ষা করবে।

যেহেতু এই প্ল্যাটফর্মের বিষয়বস্তুসমূহের মালিকানা ইটার্নোর নয়, তাই এই প্ল্যাটফর্মে পোস্ট হওয়া বা উপলব্ধ যে কোন বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার ইটার্নো বহন করবে না।

আপনি সরল বিশ্বাসে এমন সব শিক্ষা, বিনোদন, সমালোচনা অথবা তথ্য সঞ্চালন সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট করতে সন্মত হচ্ছেন যারা তাদের আইনানুগতা ও অবাণিজ্যিক অবস্থান রক্ষা করবে।

কোন পোস্ট প্রতিগ্রহ বা সম্পাদন প্রসঙ্গে আপনি স্বয়ংচালিত যন্ত্র, লিপি, রোবট, স্পাইডার, ক্রলার অথবা স্ক্র্যাপার মাধ্যমে নিষ্পন্ন হবার মতো কোন অসাধু উপায় অবলম্বন করবেন না যদিও নিষেধাজ্ঞা শুধু এই তালিকাতেই সীমায়িত থাকবে না।

কোন অসাধু উদ্দেশ্যে বা অবৈধ উপায় অবলম্বন করে এই প্ল্যাটফর্মে কোন বিষয়বস্তু পোস্ট করবেন না।

অন্য কোনো দেশে ইটার্নো দ্বারা প্রকাশ, জনসমক্ষে যোগাযোগ স্থাপন, পরিবেশিত হবার সাপেক্ষে সেই দেশের প্রযোজ্য আইন, বিধি, প্রবিধান, নীতি, নির্দেশিকা এবং/অথবা বিষয়বস্তু সম্পর্কে প্রযোজ্য প্রথাসিদ্ধ আচরণের আদর্শ অনুসরণ করা বিষয়েও প্রতিশ্রুত হচ্ছেন। আপনার দেওয়া নিশ্চয়তা অনুসারে এই প্ল্যাটফর্মে আপনার করা পোস্টটির বিষয়ে আপনি অনুমোদন প্রাপ্ত ধরে নেওয়া হচ্ছে। এই প্ল্যাটফর্মে কোন খোঁজখবর ব বিষয়বস্তু প্রকাশনার জন্য ইটার্নো বাধ্য থাকবে না, এবং যে কোন বিষয়বস্তু ইটার্নোর একান্ত বিবেচনা ও ইচ্ছানুসারে ব্যবহারকারীদের কোন বিজ্ঞপ্তি প্রদান ছাড়াই সরিয়ে দেওয়া হতে পারে।

বিষয়বস্তু এবং আচরণ নীতি আমাদের ব্যবহারকারী ও প্রকাশনার অংশীদারদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা সুনিশ্চিত করতে সহায়তা করে। প্ল্যাটফর্মে প্রতীয়মান হবার যোগ্যতা অর্জনের জন্য বিষয়বস্তুকে আমাদের নীতিমালা সম্পর্কে শ্রেষ্ঠ অনুশীলন অনুসারী হতে হবে এবং যেমনটা একেবারেই হওয়া চলবে না তা হ’ল  :

 1.  ঘৃণামূলক বক্তৃতা ও বৈষম্যের মনোভাব প্রদর্শন

প্ল্যাটফর্মে উপস্থিত অন্যদের সম্পর্কে মর্যাদা, সম্ভ্রম ও সহমর্মিতার আবহ বজায় রাখতে হবে ও সেই অনুযায়ী আচরণ করতে হবে। আমরা সুযুক্তিপ্রসূত, সদুদ্দেশ্যে কৃত মতবৈষম্য ও তার প্রকাশের পৃষ্ঠপোষক। আমরা যে কোন প্রকারের ঘৃণামূলক, ব্যক্তিগত আক্রমণ, অবিমৃষ্যকারী বক্তৃতা অথবা অশিষ্ট মতপার্থক্যকে প্রশ্রয় দেবো না যা অন্য ব্যবহারকারীদের পক্ষে ক্ষতিকর হতে পারে বা তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে বা তাদের কাছে কষ্টকর হতে পারে। উদাহরণ হিসাবে হিংসার উদ্রেক, জাতি বা সংস্কৃতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য অথবা জাতীয়তা, লিঙ্গ, লিঙ্গ পরিচয়, যৌন পছন্দ, ধর্মীয় আনুগত্য, প্রতিবন্ধী দশা অথবা রোগ বিষয়ে কারও প্রতি তির্যক মন্তব্য করা হলে তাদের ঘৃণা অথবা বৈষম্যমূলক বক্তৃতার অংশ হিসাবে গণ্য করা হবে। তাছাড়াও অন্যান্য ব্যবহারকারীদের এই জাতীয় বিষয়বস্তু সঞ্চালনে উৎসাহ দিতে পারে এমন বিষয়বস্তুকে আমরা নিষিদ্ধ করবো। নিজের প্রোফাইল ছবি হিসাবে ঘৃণামূলক ছবি অথবা প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ। আপনাকে নিজের ইউজারনেম, ডিসপ্লে নেম অথবা প্রোফাইল বায়ো এমনভাবে বদলাতে নাও দেওয়া হতে পারে যাতে আপনাকে আপত্তিকর আচরণে লিপ্ত থাকতে দেখা যাচ্ছে অথবা যার প্রভাবে যৌক্তিক ভাবে অন্য কোন ব্যবহারকারী অথবা ব্যবহারকারীগণের নিগ্রহ হতে পারে অথবা ঘৃণার প্রকাশ ঘটতে পারে।

নির্দিষ্ট কিছু বিষয়বস্তু পোস্ট, আপলোড, প্রসারণ অথবা বিতরণ করা নিষিদ্ধ :

  • ঘৃণা ও বৈষম্যমূলক নাম, চিহ্ন, লোগো, মানচিত্র, পতাকা, শ্লোগান অথবা ঘৃণা ও বৈষম্য সম্পর্কিত অন্যান্য উপাদান সহ বিষয়বস্তু নিষিদ্ধ।
  • ধর্মীয় আচার প্রসঙ্গে সংস্কার ও সংশোধনমূলক প্রচারণা, সমর্থণ বা বিজ্ঞাপন সূচক বিষয়বস্তু নিষিদ্ধ।  
  • হিংসা, ঘৃণা, পৃথকীকরণ ও বৈষম্যমূলক বিষয়বস্তু নিষিদ্ধ।
  • অন্যান্যদের মধ্যে ধর্ম, জাতি, স্ত্রী জাতির প্রতি বিদ্বেষপ্রসূত, সমকামী ও রূপান্তরকামীদের প্রতি ঘৃণার আদর্শ সঞ্চারকারী বিষয়বস্তু নিষিদ্ধ।

2.   ধর্মীয় বিদ্বেষমূলক বিষয়বস্তু

আপনার সাথে মতানৈক্য হোক অথবা না হোক, আপনাকে সর্বদা অন্যদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে শ্রদ্ধাশীল থাকতে হবে। এই প্ল্যাটফর্মে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারে অথবা অন্যদের ধর্ম ও রীতি সম্পর্কে অবমাননাকর, এমন কোন বিষয়বস্তু আপনি অবশ্যই প্রকাশে বিরত থাকবেন।

3.   সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা

আপনি এই প্ল্যাটফর্মে অবশ্যই কোন হুমকি দেবেন না, ভীতি প্রদর্শন করবেন না অথবা বিপজ্জনক ক্রিয়াকলাপে লিপ্ত হবেন না। বিশেষত : আপনি এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কোনরকম সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, কোন ব্যক্তি অথবা সম্পত্তির বিরুদ্ধে উগ্রপন্থী কার্যকলাপের উদ্রেক করা থেকে বিরত থাকবেন যাতে ভারতের ঐক্য, অখন্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বিঘ্নিত না হয় অথবা বিদেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাহত হয় বা অন্য রাষ্ট্রের পক্ষে অপমানজনক হতে পারে। ব্যবহারকারীদের উগ্রপন্থা অথবা দেশবিরোধী সংস্থার হয়ে এমন কোন বিষয়বস্তু পোস্ট করা যাবে না যা অন্যান্য ব্যবহারকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপে প্ররোচনা দিতে পারে বা তাদের অবাঞ্ছিত সক্রিয়তার দিকে চালনা করতে পারে অথবা উগ্রপন্থায় লিপ্ত ব্যক্তি অথবা সংস্থাদের পক্ষে তথ্যাদি সঞ্চালন করা জাতীয় অন্যান্য উদ্দেশ্য সাধন করতে পারে। তাছাড়াও, আপনি অবশ্যই শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে উগ্র সক্রিয়তার পক্ষে যে কোন রকম সমর্থন অথবা স্বীকৃতি সংগ্রহ করা থেকে বিরত থাকবেন অথবা এই প্ল্যাটফর্মের মাধ্যমে উগ্রপন্থা সূচনাকারী কোন সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক চক্র গড়ে তুলবেন না।

4.  হিংসাত্মক চিত্রলেখ বিষয়বস্তু

  • মানুষ সম্বন্ধীয়

অন্য কোন ব্যক্তির শারীরিক ক্ষতি সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি প্রদর্শনের জন্য এই প্ল্যাটফর্মটি কখনোই ব্যবহার করা যাবে না। এর মধ্যে রয়েছে চুরি, ভাঙচুর জাতীয় ক্ষয়ক্ষতি, অন্যায়ভাবে কারারুদ্ধ করা, শারীরিক, মানসিক অথবা আর্থিক ক্ষতিসাধন। গণহত্যা, হিংসাত্মক ঘটনাবলী অথবা হিংসার সুনির্দিষ্ট কোন উপাচার সহ বিষয়বস্তু এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ, বিশেষত : যেখানে প্রাথমিক ভাবে কোন দুর্বল সম্প্রদায় বা গোষ্ঠী হিংসার লক্ষ্য বা শিকার সম্পর্কিত সক্রিয়তার বর্ণনা বা গুণকীর্তন করা হচ্ছে। এই প্ল্যাটফর্মে যাবতীয় হিংসাত্মক ঘটনাকে সাধুবাদ দেওয়া নিষিদ্ধ এবং একই সাথে শারীরিক ক্ষতিসাধন হয় বা কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন কোন অনুষ্ঠান উদযাপন করা যাবে না, যদিও বিধিনিষেধ শুধুমাত্র এইটুকুতেই সীমায়িত নয়। এই প্ল্যাটফর্মে কোনরকম নির্যাতন, আঘাত, মানসিক যন্ত্রণা, মৃত্যু, শারীরিক ক্ষয়ক্ষতি, অপহরণ, কিডন্যাপিং অথবা অন্য যে কোন ধরণের হিংসাত্মক বিষয়বস্তু প্রকাশনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা জাগরুক করা সম্পর্কিত বিষয়বস্তু অনুমোদন করলেও তাতে কিছু সীমাবদ্ধতা আরোপ
করে থাকি।

নির্দিষ্ট কিছু বিষয়বস্তু পোস্ট, আপলোড, প্রসারণ অথবা বিতরণ করা নিষিদ্ধ :

  • চিকিৎসা বিষয়ক আবহ ও পরিমন্ডল ব্যতীত জনসাধারণ অথবা মৃতদেহ সম্পর্কিত ভিডিও প্রদর্শন।
  •  পারস্পরিক হিংস্রতা সমন্বিত ভিডিও এবং ছবি প্রদর্শন।
  • কোন ব্যক্তির মৃত্যুর নৃশংস দৃশ্য সমন্বিত বিষয়বস্তু।

   জীবজন্তু

অতিশয় বেদনাদায়ক, ধর্ষকামী অথবা অতিরিক্ত হিংসাত্মক চিত্রলেখ বিষয়বস্তু যেমন, সত্যিকারের পশুহত্যা, পশু শরীর টুকরো করা, বিকৃত করা, পশুশরীরের অবশিষ্টাংশ পোড়ানো অথবা পশুপাখির উপর নিষ্ঠুরতা প্রদর্শন সংক্রান্ত বিষয়বস্তু।

নির্দিষ্ট কিছু বিষয়বস্তু পোস্ট, আপলোড, প্রসারণ অথবা বিতরণ করা নিষিদ্ধ :

সুস্পষ্ট উৎপাদনভিত্তিক, খাদ্যগ্রহণ অথবা খাবার বানানোর অনুসঙ্গ ছাড়া মানুষ পশুহত্যা করছে, এজাতীয় ভিডিও প্রদর্শন নিষিদ্ধ।

  • জন্তু-জানোয়ারের মধ্যে লড়াইয়ের দৃশ্যে বর্বরোচিত ভাবে শরীর টুকরো হবার ছবি অথবা ভিডিও
    প্রদর্শন নিষিদ্ধ।
  • মানুষ জীবন্ত প্রাণীকে নীপিড়ন করছে কিংবা যৌনতায় আবদ্ধ হচ্ছে, এমন ছবি অথবা ভিডিও প্রদর্শন নিষিদ্ধ।  
  • খন্ড খন্ড, জ্বালিয়ে দেওয়া, বিকৃত অথবা পোড়া প্রাণীদেহের।

5.  অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা

18 বছরের কমবয়সীরা যার আওতাভূক্ত, সেই অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা সম্পর্কে যোশ প্ল্যাটফর্ম ভীষণভাবে ওয়াকিবহাল এবং এই প্ল্যাটফর্মে আমরা এই বিষয়ে অতিশয় গুরুত্ব সহকারে নীয়োজিত ও অঙ্গীকারবদ্ধ রয়েছি। সেই কারণে যোশ প্ল্যাটফর্মে শিশুদের উপর যৌন নির্যাতনমূলক যে কোন বিষয়বস্তু অথবা শিশু সম্বন্ধীয় কু-ইঙ্গিতমূলক পোস্ট কিংবা শিশুসুলভ চেহারার কারও সম্পর্কে পোস্ট করা নিষিদ্ধ। এই জাতীয় পোস্ট করা হলে সেটি ব্লক করে দেওয়া হবে। বিকৃত কল্পনামূলক বিষয়বস্তু (যেমন, গল্প, লোলিকনের শিশুসুলভ বালিকা ঘরাণার অথবা অন্যতর অ্যানিমেশন কার্টুন) সহ শিশুদের সংশ্লিষ্ট যৌনতামূলক ছবি, পেডোফিলিয়া বর্ণনা, প্ররোচণা অথবা যৌন শোষণ অথবা অন্যতর প্রকারে অপ্রাপ্তবয়স্ক সম্পর্কিত কিংবা শিশুর মত দেখতে কোন ব্যক্তি সম্পর্কে যৌনতাভিত্তিক শিশু পর্ণোগ্রাফি এবং সমজাতীয় অন্যান্য বিষয়বস্তু সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। বিষয়বস্তুর বিচারে কিছু কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক সম্পূর্ণ পোশাক পরিধান করা অবস্থায় অথবা সরাসরি স্পষ্টভাবে যৌন ক্রিয়াকলাপে লিপ্ত না হলেও কিছু বিষয়বস্তুকে গর্হিত ধরা হতে পারে। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যৌনতা প্রদর্শনকে অনুমোদন করি না, যার মধ্যে এই জাতীয় অ্যানিমেটেড বিষয়বস্তুকেও ধরা হয়েছে। যৌনতা সম্পর্কিত বিষয়বস্তুতে বহুবিধ ঝুঁকি বর্তমান, যেমন এসব পরিস্থিতিতে কোন কোন আইনি অধিক্ষেত্রে আমাদের ব্যবহারকারীরা সন্মতি ব্যতিরেকে ছবি (উদা. প্রতিশোধমূলক পর্ণোগ্রাফি) শেয়ার করার অপরাধে জরিমানার কোপে পড়তে পারেন। তাছাড়াও, সুস্পষ্ট যৌন বিষয়বস্তু নির্দিষ্ট কিছু সংস্কৃতি অনুসারে আপত্তিকর হতে পারে। শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক অথবা শিল্পের অনুসঙ্গে নগ্নতা ও যৌনতা সম্বন্ধীয় ক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে আমরা অনুমোদন করে থাকি। আপনি যদি অপ্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্কের মতো চেহারার কোন ব্যক্তি সম্পর্কিত কোন বিষয়বস্তু নিয়ে অনিশ্চিত থাকেন, তাহলে সেটি পোস্ট করবেন না।

নির্দিষ্ট কিছু বিষয়বস্তু পোস্ট, আপলোড, প্রসারণ অথবা বিতরণ করা নিষিদ্ধ:

  • যে সব বিষয়বস্তুতে অপ্রাপ্তবয়স্কদের যৌনতাসম্পৃক্ত ভাবে দেখানো হয়েছে অথবা তাদের যৌনতার আবহে প্রদর্শন করা হয়েছে।
  • যে সব বিষয়বস্তুতে অপ্রাপ্তবয়স্কদের নগ্নতা, যৌন ক্রিয়াকলাপ সমন্বিত কদর্য ছবির অংশ হতে প্রোৎসাহিত করা হয়েছে।
  • যে সব বিষয়বস্তুতে অপ্রাপ্তবয়স্কদের পোশাক ছাড়া প্রতিভাত হয়েছে।

6.  প্রাপ্তবয়স্কদের নগ্নতা ও যৌনতা সম্পর্কিত বিষয়বস্তু

যোশ নগ্নতা, পর্ণোগ্রাফি বা অন্যান্য সুস্পষ্ট যৌনতা বিষয়ক বিষয়বস্তু এই প্ল্যাটফর্মে অনুমোদন করে না। এই প্ল্যাটফর্মে সেই সব বিষয়বস্তুকে সমর্থন করে না যা যথাযথ সন্মতি ব্যতিরেকে যৌনক্রিয়া, ঘনিষ্ঠ দৃশ্যায়ন অথবা প্রাপ্তবয়স্ক যৌনতাকে সমর্থন করে। যে কোন ধরণের নগ্নতা ও যৌন বিষয়বস্তু, যেমন উন্মুক্ত ও স্পষ্ট দৃশ্যমান স্তন, যৌনাঙ্গ, পায়ু অথবা নিতম্ব প্রদর্শন ছাড়াও যৌনক্রিয়ার অনুকরণ, প্রদর্শন অথবা ধারণা দেওয়াও নিষিদ্ধ তালিকার অন্তর্ভূক্ত। শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক অথবা শিল্পের অনুসঙ্গে পোস্ট করা হ’লে সেইসব বিষয়বস্তুকে আমরা অনুমোদন করে থাকি।

7.  সাইবার দাদাগিরি এবং হেনস্থা

ব্যবহারকারীরা নির্দ্বিধায় নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন এটাই আমরা চাই। তাই আমরা সাইবার দাদাগিরি বা কোন হেনস্থামূলক বিষয়বস্তু অনুমোদন করি না। আমরা কোনরকম আবেগমথিত অথবা মানসিক যন্ত্রণার আশঙ্কা ছাড়াই আমাদের অবস্থান ব্যবহারকারীদের নির্ভয়ে নিজেদের মতামত ব্যক্ত করার সপক্ষে থাকবে। তাছাড়াও, আমরা এই প্ল্যাটফর্মে কোনরকম অবমাননাকর অথবা ইতর আচরণ প্রশ্রয় দেই না। কোন ব্যক্তির ব্যক্তিগত ক্রিয়াশীলতার পক্ষে অপমানজনক বা নিন্দামূলক উদ্দেশ্যে পোস্টকরা বিষয়বস্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে। অন্য কোন ব্যক্তিকে হেনস্থা, অপমান অথবা নিন্দার উদ্দেশ্যে পোস্ট করা হয়েছে, এমন কোন বিষয়বস্তু ব্যবহারকারীদের নজরে এলে সেটি আমাদের জানানো দরকার।

8. আত্মহত্যা ও নিজের ক্ষতিসাধন

আত্মহত্যা, নিজের ক্ষতিসাধন তথা বিপজ্জনক কাজে অংশ নেবার প্ররোচনামূলক বিষয়বস্তু এই প্ল্যাটফর্মে অনুমোদিত নয়। কোন বিষয়বস্তুতে নিজের ক্ষতিসাধন অথবা আত্মহত্যার বিষয়টিকে মহিমান্বিত করা হলে এমনকি নিজের ক্ষতিসাধন ও আত্মহত্যার নির্দেশিকামূলক বিষয়বস্তুও নিষিদ্ধ তা যে কোন ভাবেই হোক না কেন। এইসব আত্মহননমূলক মানসিকতার অন্তর্নিহিত গুরুতর কারণগুলির মোকাবিলার জন্য যদি কোন সহায়ক বিষয়বস্তু পোস্ট করা হলে সেইসব পোস্ট অনুমোদন পাবে।  

9.  ব্যক্তিগত গোপণীয়তা সম্পর্কে অনধিকারচর্চা

জোশ এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছ থেকে অন্যদের ব্যক্তিগত গোপণীয়তার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব আশা করে। অন্য কোন ব্যক্তির একান্ত গোপণীয় তথ্য ও খোঁজখবর কোনভাবেই এই প্ল্যাটফর্মে প্রকাশ ও পরিবেশন অথবা তাকে প্রোৎসাহ দেওয়া যাবে না। আধার নম্বর, যোগাযোগের তথ্যাদি, ঠিকান্‌ আর্থিক তথ্যাদি সহ পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি, অন্য কারও ব্যক্তিগত তথ্যাদি সহ সংবেদনশীল ব্যক্তিগত খোঁজখবর সংক্রান্ত বিষয়বস্তু প্রকাশ করা অথবা ব্যক্তিগত তথ্যাদি প্রকাশের বা ব্যবহারের হুমকি জাতীয় পোস্ট কঠোর ভাবে নিষিদ্ধ ও অননুমোদিত।  

10.  ভুল তথ্যাদি ও ভুয়ো খবর

লোক ঠকানো, প্রতারণা অথবা বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রস্তূতকৃত অভিসন্ধিমূলক ভাবে অদলবদল করা অডিও, ভিডিও বা ছবি ভিত্তিক বিষয়বস্তু বা আদতে ঘটেনি বা যাচাই করে ভূয়ো প্রমানিত হয়েছে, এমন কোন ঘটনার চিত্রায়ণ আমরা অনুমোদন করি না। এর মধ্যে রয়েছে এই রকমের এমন কোন বিষয়বস্তু কোন যুক্তি অনুসারী ব্যক্তির মনেও মূলগত ভাবে ভিন্ন ধারণার উদ্রেক অথবা প্রভাবিত করতে পারে যার ফলে কোন গোষ্ঠী অথবা ব্যক্তিসমূহের ক্ষতি অথবা নির্বাচন বা নাগরিক প্রক্রিয়াকে তাৎপর্যপূর্ণ ভাবে অবমূল্যায়ন হতে পারে। অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে নিজের পোস্ট সম্পর্কে ঔৎসুক্য ও আগ্রহ তৈরী করার জন্য কিংবা নিজের পোস্টের ভিউ, কমেন্ট ও শেয়ার নির্ভর ফলোয়ারদের সংখ্যা বাড়ানোর জন্য কৃত্রিম ও চালাকির পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে।

11.  পরিচয় হরণ এবং ছদ্মপরিচয় পরিগ্রহ

ছদ্মপরিচয় পরিগ্রহ করে কিংবা অন্য ব্যক্তি, ব্র্যান্ড বা সংস্থার নাম নিয়ে কোন বিষয়বস্তু পোস্ট করে অন্যান্য ব্যবহারকারীদের বিষয়বস্তুর উৎস সম্পর্কে ঠকাবেন না বা বিভ্রান্ত করবেন না। আপনি স্বেচ্ছায় নিজের পরিচয় প্রতিপাদন করতে চাইলে আমাদের পক্ষ থেকে তাকে প্রোৎসাহিত করা হবে। আপনি নিজের প্রোফাইলের যাবতীয় তথ্যাদি, বিবরণ যাচাই করে নিয়ে সুনিশ্চিত হতে পারেন, সেখানে কোন ভাবেই যেন কোন মিথ্যা বর্ণনা বা ভুল উপস্থাপনা সূচীত না হয়।

12.  কদর্য ভাষা ও অশ্লীলতা

খুব বেশি ভয়াবহ অথবা অতিশয় জঘন্য ও বিরক্তিকর বিষয়বস্তু আমরা অনুমোদন করি না বিশেষ করে যে সব বিষয়বস্তুর মাধ্যমে উৎপীড়ন ও কষ্টভোগ করাকে মহিমান্বিত করে তুলে ধরা হয়। কিছুকিছু পরিস্থিতিতে ব্যতিক্রম হিসাবে আমরা সেই সব বিষয়বস্তুকেই অনুমোদন দিতে পারি যেটি সংবাদ পরিবেশনের জন্য মূল্যবান অথবা যার মাধ্যমে সমস্যার বিরুদ্ধে সচেতনতা ও জনমত গড়ে তোলা যাবে। হিংসাপূর্ণ তথা জনসাধারণের নিরাপত্তা বিষয়ে যথার্থই ঝুঁকিসম্পন্ন হিসাবে সনাক্ত করা গেলে আমরা সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিকে নিষিদ্ধ ঘোষণা করি এবং প্রয়োজনে যথোপযুক্ত ও যথোচিত ভাবে প্রাসঙ্গিক আইনি কর্তৃপক্ষদের সাথে সক্রিয় হই।

13.  ক্ষতিকর প্রোগ্রামসমূহ

জেনেশুনে অথচ যাচাই না করে এমন কোন তথ্য পোস্ট অথবা শেয়ার করবেন না যা মিথ্যা ও বিভ্রান্তিকর। এইসব পোস্ট উপস্থাপনার জন্য সত্যি মনে হতে পারে। আমাদের নীতি অনুসারে সজ্ঞানে বা না বুঝে ফটোশপের সাহায্যে অদলবদল করে মিথ্যা অঙ্গসংস্থান সম্পন্ন মিডিয়া অথবা ছবি কিংবা ভেজাল মেশানো ভিডিও পোস্ট করা একেবারেই নিষিদ্ধ। নাগরিক-কেন্দ্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে বা তাতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়বস্তুকে আমরা উপেক্ষা করি না। রাজনৈতিক নির্বাচনের ফলাফল নিয়ে কোনরকম অনধিকার চর্চা করার অনুমতি নেই। আপনাকে অবশ্যই যথাসম্ভব উপায়ে দেখে নিতে হবে যে এই প্ল্যাটফর্মে আপনার পোস্ট করা বিষয়বস্তু একদম খাঁটি ও বিশ্বস্ত ও প্রামানিক উৎসের মাধ্যমে যাকে যাচাই করা হয়েছে।

14.  বেআইনি কার্যকলাপ ও নিয়ন্ত্রিত সামগ্রী

আমাদের প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু নিয়ন্ত্রিত সামগ্রীর কারবার, বিক্রি ও বিপণন উপযোগী প্রচার সহ অপরাধ মূলক কাজের বিবরণ ও সে সম্পর্কে প্রোৎসাহ দান নিষিদ্ধ। সারা পৃথিবীর বেশিরভাগ জায়গায় যে সব কার্যকলাপ অথবা সামগ্রী অবৈধ ঘোষিত হয়েছে সেটি ব্যবহারকারীর আইনি অধিক্ষেত্রে স্বীকৃত ও অনুমোদিত হলেও সংশ্লিষ্ট কিছু পোস্ট সরিয়ে দেওয়া হতে পারে। আমরা সেইসব ব্যতিক্রমী পোস্ট ও বিষয়বস্তুকে অনুমোদন করি যার ফলে জনসাধারণের শিক্ষা, বিজ্ঞান, চারুকলা প্রসঙ্গে ঋদ্ধ হতে পারেন অথবা সেই বিষয়বস্তু যদি খবর হিসাবে যোগ্য হয়। অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, অবৈধ সামগ্রী বা পরিষেবা, নিয়ন্ত্রণাধীন সামগ্রী, ওষুধ, নিয়ন্ত্রিত দ্রব্যাদি বিক্রয় অথবা বিপণন উপযোগী প্রচার সমন্বিত কোন বিষয়বস্তুর পক্ষে সওয়াল করা অথবা যৌন পরিষেবা দান এই প্ল্যাটফর্মে অনুমোদিত নয় এবং কঠিনভাবে নিষিদ্ধ।

অর্থপাচার অথবা জুয়ায় প্রোৎসাহ দানকারী বিষয়বস্তুসমূহ কঠিন ভাবে নিষিদ্ধ।.

কোন কম্পিউটারের স্বচ্ছন্দ কার্যকারিতা ব্যাহত করতে পারে বা অনধিকার সত্ত্বেও তার ক্রিয়াশীলতাকে নিয়ন্ত্রিত করতে পারে এমন কোন কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার, অথবা অন্য কোন ধরণের কম্পিউটার কোড সমন্বিত বিষয়বস্তু এই প্ল্যাটফর্মে আপলোড করার অনুমোদন নেই।

15.  মেধা সম্পত্তি (কপিরাইট ও ট্রেডমার্ক সম্পর্কে অবৈধ হস্তার্পন)

আপনার স্বীকৃতি, সুনিশ্চিতকরণ ও সন্মতিক্রমে ধরে নেওয়া হচ্ছে যে আপনার পোস্ট করা যাবতীয় বিষয়বস্তুর মেধা সম্পত্তিগত অধিকার আপনার উপরেই ন্যস্ত রয়েছে অথবা এই প্ল্যাটফর্মে উক্ত পোস্টটি জনসমক্ষে প্রদর্শন, পুনরুৎপাদন বা নকল করা, প্রসারণ ও সঞ্চালনের জন্য বৈধ অনুজ্ঞাপত্র আপনার কাছে রয়েছে।

আপনার স্বীকৃতি, সুনিশ্চিতকরণ ও সন্মতিক্রমে ধরে নেওয়া হচ্ছে যে এই প্ল্যাটফর্মে সফটওয়্যার, ইন্টারফেস, ওয়েবপেজসমূহ, তথ্যভান্ডার, নাম ও লোগো সহ যাবতীয় নিবন্ধীত বা অনিবন্ধীত মেধাসম্পত্তি (যদিও তাতেই সীমায়িত নয়) সংক্রান্ত অধিকার ইটার্নোর উপর ন্যস্ত রয়েছে। আপনি উপরোক্ত কোন প্রকারের মেধাসম্পত্তি সংক্রান্ত অধিকার দাবি করতে পারবেন না।

আপনিই আপনার পোস্ট করা বিষয়বস্তুর সত্ত্বাধিকারী। এই প্ল্যাটফর্মে যাবতীয় অধিকার ভার্সে দ্বারা রক্ষিত।

আপনি যখন এই প্ল্যাটফর্মে কোন বিষয়বস্তু পোস্ট করেন, একই সাথে আপনি ইটার্নোর পক্ষে একটি সাধারন, স্থায়ী, বিশ্বজনীন, প্রতিস্থাপনযোগ্য, রয়্যালটি বর্জিত, সীমাহীন ব্যবহার, বাণিজ্যিক ব্যবহার, ক্যাসে, সংরক্ষণ, প্রকাশনা, প্রদর্শন, বিতরণ ও এই জাতিয় বিষয়বস্তু সংরক্ষণের জন্য অনুজ্ঞাপত্র প্রদান করছেন যার অন্তর্ভূক্ত হিসাবে আপনার পোস্ট করা বিষয়বস্তুর ভিত্তিস্বরূপ কাজগুলিকেও গণ্য করা হবে। আপনি এই মর্মে সন্মত, অবহিত ও সুনিশ্চিত হচ্ছেন যে আপনার পোস্ট প্রসঙ্গে কোনরকম লাইসেনস ফি, রয়্যালটি ছাড়াও প্রযোজ্য হিসাবে অন্য কোন বিবেচনার অবকাশ থাকলে সেই খরচের দায় ও দায়িত্ব আপনার উপর বর্তাবে।

এই প্ল্যাটফর্মে আপনার পোস্ট করা বিষয়বস্তু ব্যবহারের জন্য আপনার কাছ থেকে ভার্সে অধিকার প্রাপ্ত হয়েছে।

এই নীতিমালা থেকে সুস্পষ্ট নির্দেশ ব্যতিরেকে যে কোন বিষয়বস্তু, সফটওয়্যার, উপাদান বা পরিষেবা সমূহ সম্পর্কে আংশিক বা সার্বিক ভাবে নকল করা, পরিবর্তন, প্রকাশন, সঞ্চালন, আপলোড, তার বিক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ, পুনরুৎপাদন (এই বিভাগে যেমনটি বলা আছে সেটি ব্যতিরেকে), তার ব্যুৎপত্তিগত ভিত্তিতে কিছু তৈরি করা, বিতরণ, সংসাধন, প্রদর্শন, অথবা কোন প্রকারে অন্যায় ভাবে কাজে লাগানো নিষিদ্ধ।

অনুমোদনহীন উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মে কোন বিষয়বস্তু পোস্ট করবেন না।

আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে কোন বিষয়বস্তু সরিয়ে ফেলেন অথবা বন্ধ করেও দেন, তাহলেও ভার্সে তার একান্ত ও নিজস্ব ইচ্ছানুযায়ী অথবা কোন আইনানুগ উদ্দেশ্যে সেই বিষয়বস্তু ধারণ ও ব্যবহার করতে পারে। আপনার পক্ষ থেকে সমাপ্তি সূচীত করে দেবার তারিখ পরবর্তী সময়েও ভার্সে ও তার অন্যান্য ব্যবহারকারীরা আপনার যে কোন বিষয়বস্তু আগের মতোই ব্যবহার ও সংরক্ষণ করতে পারবে।

আপনি এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার পরেও সেই বিষয়বস্তু ব্যবহার ভার্সে দ্বারা সংরক্ষিত।

C. প্রতিনিধিত্ব ও ওয়ার‍্যান্টিসমূহ

আপনার প্রতিনিধিত্ব, অঙ্গীকারপত্র ও সন্মতিক্রমে আপনার পোস্ট করা বিষয়বস্তু এই নীতির শর্তসমূহ অথবা আপনি যে অবস্থান থেকে পোস্ট করছেন, সেই ভূখন্ডে অথবা যেখানে আপনার পোস্ট জনসমক্ষে প্রদর্শন, প্রসারণ, প্রকাশন বা ব্যবহার করা হবে অথবা তার পুনরুৎপাদন বা নকল করা হবে সেই ভূখন্ডে এই বিষয়বস্তু প্রসঙ্গে বলবৎ থাকা কোন আইন খেলাপ হবে না ধরে নেওয়া হচ্ছে।

অধিকন্তু, আপনি প্রতিনিধি হিসাবে অন্তর্নিহিত তাৎপর্য সহ আপনার পোস্ট করা বিষয়বস্তু সম্পর্কে আপনার মালিকানা অথবা বৈধ অনুজ্ঞাপত্র রয়েছে এবং এই নীতির অধীনে যাবতীয় দায় নির্বাহ করবেন এই মর্মে আপনি অঙ্গীকার সহ ওয়ার‍্যান্টি প্রদান করছেন।

আপনি সুনিশ্চিত করছেন যে আপনার পোস্ট বৈধ এবং আপনি এই পোস্টটি করার অধিকারী।

এই নীতির অধীনে ভার্সে কোন ওয়ার‍্যান্টি দিচ্ছে না। এবং ইটার্নো স্পষ্টরূপে যাবতীয় উক্ত বা ঊহ্য ওয়ার‍্যান্টি সমূহ সম্পর্কে অস্বীকৃত জ্ঞাপন করছে অসীমায়িত ধারণাক্রমে যার অন্তর্ভূক্ত হ’লো:

  • ব্যবসায়িকতা, কোন বিশেষ উদ্দেশ্যে যোগ্যতা বিষয়ে এবং কোন প্ল্যাটফর্ম(সমূহ)  প্রাসঙ্গিক উৎক্রমণ বা অন্য কোন দৃষ্টিভঙ্গী অনুসারে যাবতীয় উক্ত বা ঊহ্য ওয়ার‍্যান্টি সমূহ;
  • যে কোন এবং যাবতীয় বিষয়বস্তু সংক্রান্ত ওয়ার‍্যান্টি;
  • কোন বিজ্ঞাপনের উপলব্ধতার গুণমান অথবা পারঙ্গমতা বিষয়ক ওয়ার‍্যান্টি সাপেক্ষে প্ল্যাটফর্ম(সমূহ), পরিষেবাদি, প্রযুক্তি সহ কিন্তু তাতেই সীমায়িত না থেকে; এবং
  • প্ল্যাটফর্ম(সমূহ) এবং/অথবা প্রাসঙ্গিক পরিষেবাদি নিরবিচ্ছিন্ন, সময়ানুগ এবং ত্রুটিমুক্ত থাকবে এই মর্মে ওয়ার‍্যান্টি প্রদান করছেন।

ভার্সে প্ল্যাটফর্ম সম্পর্কিত কোন ওয়ার‍্যান্টি দেয় না।

D. খেসারত

আপনার পোস্টের পরিপ্রেক্ষিতে, নীতি বিষয়ক বিচ্যূতি বা অন্য কোন আইনবিরুদ্ধ কৃতকর্মের ফলে ভার্সে সহ তার অধিভূক্ত সংস্থাসমূহ, ব্যবসায়িক অংশীদার এবং তাদের নির্দেশক, আধিকারিক ও কর্মচারীদের যে কোন খেসারত দিতে হবার পরিস্থিতিতে সংশ্লিষ্ট যাবতীয় দায় আপনি পরিগ্রহ করবেন এবং কোন দাবী অথবা তৃতীয় পক্ষের চাহিদার পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ হতে দেবেন না।

এই প্ল্যাটফর্মে আপনার কোন কৃতকর্মের জন্য ভার্সের বিরুদ্ধে কোন মামলা দায়ের হ’লে তার দায়িত্ব ও খরচ আপনি বহন করবেন।

সর্বাধিক পর্যায়ে আইনের অনুমোদন মোতাবেক ইটার্নো এবং/অথবা তার অধিভূক্ত সংস্থাসমূহ কোন প্রত্যক্ষ বা পরোক্ষ প্রকারে সংঘটিত পরোক্ষ, আনুষঙ্গিক, বিশেষ, অনুবর্তী অথবা শাস্তিমূলক ক্ষয়ক্ষতি, মুনাফা অথবা আয় সংক্রান্ত হানি, তথ্য, ব্যবহার, সুনাম অথবা অন্য কোন অনধিগম্য ক্ষতির জন্য দায়ী হবে না যা (a) আপনার দ্বারা তথ্যাদি উপলব্ধ হওয়া অথবা প্ল্যাটফর্ম ব্যবহার বা তার লভ্যতা থেকে উদ্ভূত; (b) বা কোন তৃতীয় পক্ষের বিষয়বস্তু সাপেক্ষে কোন অপবাদমূলক, আক্রমণাত্মক অথবা অবৈধ আচারের পরিপ্রেক্ষিতে অথচ তাতেই সীমায়িত না থেকে এই প্ল্যাটফর্মে অন্যান্য ব্যবহারকারীদের কোন আচরণ প্রসূত; অথবা (c) অনুমোদনহীন উপলব্ধকরণ, ব্যবহার অথবা বিষয়বস্তুর পরিবর্তন সাধন থেকে সৃষ্টি হয়েছে। কোন অবস্থাতেই এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যাবতীয় দাবী প্রসঙ্গে ইটার্নোর মোট দায়বদ্ধতা ₹ 5000 (পাঁচ হাজার টাকা) থেকে বেশি হবে না।

E. আমাদের দায়িত্ব সীমায়িত

এই সীমায়িত দায়িত্বরাশি যাবতীয় দায়সংক্রান্ত দাবির প্রসঙ্গে ইটার্নো ও আপনার মধ্যে সমস্ত দর কষাকষির পরিস্থিতিতে (উদা. ওয়ার‍্যান্টি, ব্যক্তিগত ক্ষয়ক্ষতি, অবহেলা, চুক্তি, আইন) প্রযোজ্য হবে এবং এমনকি ইটার্নো অথবা তার অধিভূক্ত সংস্থাকে এই ধরণের কোন ক্ষয়ক্ষতির পূর্বাভাষ দেওয়া থাকলেও কিংবা প্রতিকার ব্যবস্থা তাদের মূলগত উদ্দেশ্যসাধনে ব্যর্থ হওয়া সত্ত্বেও দায়সংক্রান্ত যাবতীয় দাবি প্রসঙ্গে এটি প্রযোজ্য হবে।

F. বিজ্ঞপ্তি এবং অভিযোগ নিষ্পত্তির প্রণালী

এতদ্বারা সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে জানানো হচ্ছে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ বিষয়বস্তু ও বিজ্ঞাপন সম্পর্কে ভার্সে দায়ী থাকবে না। কোন তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘনকারী বলে দাবি করা হয়েছে, ভার্সের একান্ত বিবেচনাক্রমে এমন সব বিষয়বস্তু সরিয়ে দেওয়া এবং/অথবা তাকে উপলব্ধ হতে না দেওয়ার অধিকার এবং অথবা এই প্ল্যাটফর্মে উক্ত ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেবার অধিকার ভার্সে দ্বারা সংরক্ষিত। ভার্সে এবং/অথবা কোন তৃতীয় পক্ষের মেধা সম্পত্তি অথবা অন্যান্য অধিকার ক্ষুন্ন করলে অথবা অনধিকার চর্চার ফলস্বরূপ উপরোক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।

  • অভিযোগ নিষ্পত্তির প্রণালী

অভিযোগ নিষ্পত্তির জন্য ভার্সে নিম্নলিখিত পদ্ধতির বাস্তবায়ন করেছে :

অভিযোগ অথবা পরিষেবার শর্তাদি, গোপনীয়তা নীতি ও কম্যুনিটি নির্দেশিকা সম্পর্কে কোন ব্যত্যয় পরিলক্ষিত হ’লে সেটিকে অবশ্যই “রেসিডেন্ট গ্রিভানস অফিসার” সকাশে জানাতে হবে। ইমেল grievance.officer@myjosh.in অথবা সাধারন ডাকযোগে রেসিডেন্ট গ্রিভানস অফিসারকে অথবা নীচের বিবরণ অনুযায়ী কোন আধিকারিককে পাঠানো যাবে। অভিযোগের নিষ্পত্তির জন্য ভার্সের কাছে যথাযথ তথ্য সহ অভিযোগ পাঠাতে হবে।

আপনি যোগাযোগ করতে পারেন:

পরিসর

নাম/পদবী

Email-Id

অভিযোগ বিষয়ের জন্য

অভিযোগ বিষয়ক আধিকারিক  : মি. নাগরাজ

grievance.officer@myjosh.in

আইন বলবৎ বিষয়ে সমন্বয়ের জন্য

নোডাল আধিকারিক  : মি. সুনীল কুমার ডি

nodal.officer@myjosh.in

নিয়ন্ত্রক অনুবর্তীতার জন্য

নিয়ন্ত্রক অনুবর্তীতা বিষয়ক আধিকারিক

compliance.officer@myjosh.in

যে কোন ব্যক্তি/সংস্থা যদি এই প্ল্যাটফর্মে পোস্ট হওয়া বিষয়বস্তু অথবা প্রকাশিত বিজ্ঞাপন সম্পর্কে ক্ষুব্ধ হন ও একে অবমাননাকর মনে করেন তাহলে তিনি এই জাতীয় বিষয়বস্তু ও বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার আইনানুগ উত্তরাধিকারি, এজেন্ট অথবা উকিলও এই ধরণের বিষয়বস্তু বা নিবন্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। যদি অভিযোগটি ফৌজদারী আওতায় না পড়ে তাহলে কোন সম্পর্কহীন ব্যক্তি/সংস্থা যার এই সম্পর্কে কোন আগ্রহ নেই অথবা যিনি উক্ত বিষয়বস্তু অথবা বিজ্ঞাপন সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে অসন্তুষ্ট নন, তিনি বা সেই সংস্থা উক্ত বিষয়বস্তু অথবা বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন না। আপনি যদি ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার কোন এজেন্ট বা উকিল হন, সেক্ষেত্রে আপনাকে প্রমান হিসাবে নথিপত্র পেশ করতে হবে যা থেকে ক্ষুব্ধ ব্যক্তির/সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করার বিষয়ে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। বিকল্প হিসাবে আমাদের কাছে নিম্নোক্ত ঠিকানায় চিঠি লিখেও জানাতে পারেন :

ভার্সে ইনোভেশন প্রাইভেট লিমিটেড

ইলেভেনথ ফ্লোর, ই উইং, হেলিওস বিজনেস পার্ক,

আউটার রিং রোড, কাড়ুবিসানাহাল্লি,

 বেঙ্গালুরু, কর্ণাটক 560103, ভারত

আমাদের কোন ব্যবহারকারী কোন অভিযোগ কিংবা অন্য সমস্যার সন্মুখীন হ’লে সেটি আমাদের ইমেল মাধ্যমে জানানো যেতে পারে (ঠিকানা নীচে দেওয়া হ’ল)। অভিযোগের সাথে যে সব তথ্য থাকা উচিত তা হ’ল : (i) প্রাসঙ্গিক অ্যাকাউন্ট ধারকের ইউজারনেম দরকার, (ii) সুনির্দিষ্ট ভাবে আলোচ্য বিষয়বস্তু/ভিডিও চাই এবং (iii) কোন বিষয়বস্তু সরিয়ে নেবার (টেকডাউন) এই রকম অনুরোধের কারণ জানাতে হবে।

অভিযোগের সাথে অবশ্যই এমন তথ্যাদি থাকতে হবে যার ভিত্তিতে জোশ অভিযোগের নিষ্পত্তি করতে সমর্থ হয়। জোশ কে পাঠানো যে কোন বিজ্ঞপ্তি লিখিত হতে হবে যেটি সশরীরে অথবা অ্যাকনলেজমেন্ট সহ রেজিস্টার্ড ডাক মারফৎ পাঠাতে হবে কিংবা সেটি ফ্যাক্স বা ইমেল মাধ্যমেও উপরোক্ত ঠিকানা অনুযায়ী পাঠানো যেতে পারে।

আমি এই ব্যবহারকারী সংশ্লিষ্ট চুক্তিপত্রটি পড়ে এবং অবহিত হয়ে এতদ্বারা একে স্বেচ্ছায়, নি:শর্তে মান্যতা দেবার জন্য গ্রহণ করছি।

এই গোপনীয়তা নীতি সম্পর্কে যদি আপনার কোন অভিযোগ থাকে তাহলে আপনি জোশ অভিযোগ নিষ্পত্তি আধিকারিকের সাথে ইমেল বা সাধারণ ডাকযোগে যোগাযোগ করতে পারেন। আপনি সাবজেক্ট লাইনে “প্রাইভেসী গ্রিভান্স” লিখে আপনার অভিযোগ grievance.officer@myjosh.in ইমেল আইডিতে পাঠাতে পারেন। তাছাড়াও আপনি উপরোক্ত পদ্ধতিতে ইমেল অথবা চিঠি লিখে অভিযোগ নিষ্পত্তি আধিকারিকের সাথে যোগাযোগ করতে পারেন।                                          

tower
inter circlw intercircle intercircle intercircle

Ohh Nooo!

There is no internet connection, please check your connection

TRY AGAIN

Ohh Nooo!

Landscape mode not supported, Please try Portrait.